প্রতীকী ছবি

Byelection 2024: মাদারিহাটে জয় পেতে ভরসা চা-বাগান

কলকাতা: বিজেপির দখলে থাকা মাদারিহাট আসনে জয় পেতে তৃণমূলের ভরসা চা-বাগান।মাদারিহাট বিধানসভায় ১৯ চা-বাগান রয়েছে।এই ১৯ চা বাগানের ৭৮ বুথে লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই চলেছে জোড়াফুল বনাম পদ্ম ফুলের মধ্যে।এর মধ্যে ৩৮ বুথে জয় ছিনিয়ে আনতে পেরেছে তৃণমূল কংগ্রেস। মাদারিহাট বিধানসভায় তাই ভোট প্রচারে টার্গেট চা-বাগানের বুথ।

তৃণমূল কংগ্রেস যে সমস্ত চা বাগান থেকে লিড নিতে চায় তা হল  বান্দাপানি, ঢেকলাপাড়া, জয়বীরপাড়া, তুলসিপাড়া, লঙ্কাপাড়া, ডামচিপাড়া, আর্যমান। প্রসঙ্গত, লোকসভায় এই সব চা-বাগানে ভালো ফল হয়েছে শাসক দলের। বারো চা-বাগানে তৃণমূলের ফল খারাপ হয়েছে ৷এর মধ্যে বীরপাড়া, ডালমোড়, রামঝোড়া, ডিমডিমা সহ বেশ কয়েকটি চা-বাগানে বুথ ভিত্তিক ভোট বাড়াতে চায় শাসক দল। এবারের লোকসভা ভোটে জেতা ২৯টি আসনের মধ্যে কোচবিহারে জয়ের আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করে তৃণমূল।

দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে তারা শেষ পর্যন্ত জিততে না পারলেও শক্ত লড়াই দিতে পেরেছে। চা বাগান এলাকার বুথভিত্তিক যে রিপোর্ট তৃণমূলের কাছে এসেছে,  তাতে এই চিত্র স্পষ্ট। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার চা বাগান এলাকায় মোট বুথের সংখ্যা ৪৮৩। তৃণমূল এগিয়ে রয়েছে ২৪৪টি বুথেই। আলিপুরদুয়ার-১ ব্লকের পাটকাপাড়া চাবাগানের ১২/৭৮ নম্বর বুথে তৃণমূল পেয়েছে ৪১৭ ভোট, সেখানে বিজেপি পায় ৩২৫ ভোট। আবার আলিপুরদুয়ার-২ ব্লকের কোহিনুর চা বাগানের ১০/২২৫ নম্বর বুথে তৃণমূল ভোট পেয়েছে ৫২৭টি, বিজেপি ২২১।

আরও পড়ুন: ট্রেন চালকের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাতির দল

কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের চারটি বুথেই তৃণমূল এগিয়ে রয়েছে। এই চা বাগানের ১১/১২২ নম্বর বুথে তৃণমূল পেয়েছে ৭৯৩ ভোট, আর বিজেপির ঝুলিতে গিয়েছে ৩১৭ ভোট। মাদারিহাট ব্লকের তুলসিপাড়া চা বাগানের সব ক’টি বুথে তৃণমূল এগিয়ে রয়েছে। কুমারগ্রাম, আলিপুরদুয়ার ১ ও ২, কালচিনি, মাদারিহাট, ফালাকাটা, মালবাজার, মেটেলি, নাগরাকাটা, বানারহাট ব্লকের চা বাগানগুলিতেও তৃণমূলের ফল আগের থেকে অনেক ভালো হয়েছে। দার্জিলিংয়ের সমতলের চা-বাগানগুলিতে তৃণমূল আগের থেকে অনেকটাই বেশি শক্তি অর্জন করেছে। এই অঞ্চলের ৭১টি বুথের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ৩৮টি বুথে।

আরও পড়ুন: এগিয়ে আসছে নিম্নচাপ! শুক্র-শনিতে ভয়ঙ্কর পরিস্থিতি রাজ‍্যে! কোন কোন জেলায় বৃষ্টি

ফাঁসিদেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ব্লকের চা বাগানের বুথগুলিতে কমবেশি একই অবস্থা। ফাঁসিদেওয়া ব্লকের জয়ন্তিকা চা বাগানের ২৭/২৩৫ নম্বর বুথে তৃণমূল পেয়েছে ৭০১ ভোট, যেখানে বিজেপি পেয়েছে ২২১টি ভোট।