কলকাতা Sandip Ghosh and Abhijit Mandal RG Kar Case: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের নার্কো এবং পলিগ্রাফ নিয়ে বড় সিদ্ধান্ত Gallery October 18, 2024 Bangla Digital Desk আগেই সিবিআই সুপ্রিম কোর্টে জানিয়েছে আরজি কর কাণ্ডের তদন্ত এখনও বাকি আছে। চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণের তদন্তে আরও কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কি না সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। প্রতীকী ছবি। এর মধ্যে আরজি কর কাণ্ড বড় মোড় নিল। আরজি কর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করতে চেয়েছিল সিবিআই। প্রতীকী ছবি। কিন্তু আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষ নার্কো এবং অভিজিৎ মণ্ডল পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি দিলেন না। দু’জনেই না করে দিলেন। প্রতীকী ছবি। শিয়ালদহ আদালতে মেজিস্ট্রেটের রুমে দু’জনকে নিয়ে যাওয়া হয়। দু’জনে না করে দিলেন, অর্থাৎ সিবিআই সন্দীপের এবং অভিজিতের নার্কো এবং পলিগ্রাফ করতে পারবে না। প্রতীকী ছবি। এই দু’জনের পলিগ্রাফ এবং নার্কো টেস্ট করা গেলে তদন্ত থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারত সিবিআই। সেটা না হওয়ায় এখন কী হয় দেখার। প্রতীকী ছবি।