কলকাতা: আইএসএফ- এর সঙ্গে জোট ভেস্তে গিয়েছে আগেই। প্রদেশ কংগ্রেসের তরফেও কোনও জোট বার্তা আসেনি। এবার সিপিআইএম লিবারেশন সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করল সিপিএম। সব ঠিক থাকলে উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটির আসনটিও তাদের ছাড়া হতে পারে। ২০ তারিখ পরবর্তী বামফ্রন্টের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্যের ৬টি বিধানসভা আসনে ১৩ সেপ্টেম্বর উপনির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। শুক্রবার বসেছিল বামফ্রন্টের বৈঠক। বৈঠকের আগে পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও যোগাযোগ করা হয়নি বামেদের সঙ্গে। এমন কি, উপনির্বাচনে কংগ্রেস একা লড়াই করতে আগ্রহী, এমন বার্তা উঠে আসতে শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর শুভঙ্কর সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব কার্যত জেলার উপরে ছেড়ে দিয়েছেন।
আরও পড়ুন: রাজ্য সরকারকে ৭২ ঘণ্টা সময়, দাবি পূরণ না হলে মঙ্গলবার ধর্মঘটে চিকিৎসকরা!
এই পরিস্থিতিতে কংগ্রেসের জন্য অপেক্ষা না করে বামফ্রন্টের বৈঠকে ঠিক হয়েছে, একটি করে আসনে লড়াই করবে শরিক দল। বাকি তিনটে আসনে লড়াই করবে সিপিএম। তবে ইতিমধ্যেই সিপিআইএম লিবারেশন -এর সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে। নৈহাটি আসনটিতে লড়তে তারা আগ্রহী। উত্তর চব্বিশ পরগণা জেলা নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা শুরু করেছেন সিপিএমের রাজ্য নেতারা। জেলার তরফে আপত্তি না হলে, লিবারেশন কে এই আসনটি ছাড়া হতে পারে।
পরবর্তী বামফ্রন্টের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বৈঠকে ঠিক হয়েছে এই দুদিনের মধ্যে কংগ্রেসের তরফে কোনও বার্তা আসলে ভাল, না হলে বামফ্রন্ট তাদের নিজেদের মতো করে লড়াই করবে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, জেলা নেতাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পরেই এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জেলার কর্মীরা যেমন চাইবেন তেমনই হবে।