মফঃস্বলের রেল স্টেশনের ধারণা বদলে, ঝাঁ-চকচকে বিমানবন্দরের ধাঁচে স্টেশন বিল্ডিং বানাতে চলেছে রাজ্য। শিয়ালদহ ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন এই প্রকল্পের আওতার মধ্যে পড়ে। সেই সব স্টেশন পরিদর্শন সারলেন ডিভিশনের রেল আধিকারিকরা। মূল উদ্দেশ্য ছিল নৈহাটি, কল্যাণী এবং কল্যাণী ঘোষ পাড়া স্টেশনের পরিকাঠামো উন্নয়নমূলক কাজগুলি বিশদভাবে পরিদর্শন করা।
প্রতিটি স্টেশনে প্রকল্পগুলির একটি বিস্তৃত ধারনা প্রদান করা হয়েছে যা যাত্রীদের সুবিধা এবং রেল ব্যবহারকারীদের জন্য প্রদান করা সুবিধাগুলির সাথে সম্পর্কিত বিষয়গুলো প্রদর্শন করে৷ কিছুদিন আগেই শিয়ালদহ ডিভিশনে এই প্রকল্পের কাজ নিয়ে খোঁজ নিয়েছেন রেল মন্ত্রী। তিনি জানিয়েছেন, চলমান কাজগুলিকে দ্রুত শেষ করতে হবে।
আরও পড়ুন: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা
যে সব স্টেশনের কাজ দ্রুত গতিতে চলছে, তা হল –
• নৈহাটি স্টেশন :-
বায়োডিগ্রেডেবল বাঁশের চাটাই দিয়ে প্ল্যাটফর্ম শেড প্রতিস্থাপন।প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানো।পুরাতন চেকার টাইলস ভেঙে ফেলে অ্যান্টি-স্কিড কোটা পাথর বসানো।
• কল্যাণী স্টেশন :-
প্ল্যাটফর্ম সার্ফেসিং এর সম্পূর্ণ কাজ প্রদর্শন।স্টেশন এলাকায় ক্যাফেটেরিয়া নির্মাণ।বায়োডিগ্রেডেবল বাঁশের চাটাই শীট দিয়ে প্ল্যাটফর্ম শেড প্রতিস্থাপন।
• কল্যাণী ঘোষ পাড়া স্টেশন :-
প্ল্যাটফর্ম সার্ফেসিং এর সম্পূর্ণ কাজ প্রদর্শন।প্ল্যাটফর্ম শেড কাঠামো নির্মাণ।স্টেশনের সম্মুখভাগের কাজের অগ্রগতি।পানীয় জলের বুথ নির্মাণ এবং বসার ব্যবস্থা।টয়লেট নির্মাণের সমাপ্তি।
আরও পড়ুন: সেই রাতে কি সত্যিই দেখা হয়েছিল দু’জনের? কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়! রাহুলের মোবাইলে ঘনাচ্ছে ধোঁয়াশা
রেল আধিকারিকরা প্রতিদিন এই প্রকল্পের বিভিন্ন দিকের বিস্তারিত তথ্য সম্পর্কে মূল্যায়ন করছে, যার মধ্যে রয়েছে কাজের পরিধি, ইউনিট এবং এলাকা, অনুমোদিত খরচ, এবং প্রতিটি কাজের উপাদানের অগ্রগতির আপডেট, সম্পূর্ণ এবং চলমান পর্যায়গুলি-সহ।
শ্রী দীপক নিগম, ডিআরএম/শিয়ালদহ জানিয়েছেন, স্টেশনগুলিতে যাত্রীদের সুস্থ ও মনোরম অভিজ্ঞতা বাড়ানোর জন্য শিয়ালদা ডিভিশন প্রতিশ্রুতিবদ্ধ। অমৃত ভারত স্টেশন প্রকল্প রেলওয়ে স্টেশনগুলির আধুনিকীকরণ এবং উন্নত আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বমানের সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত এই স্টেশনগুলিকে রূপান্তরিত করার ক্ষেত্রে অটুট প্রতিশ্রুতি এবং অগ্রগতি তুলে ধরেছে বলে দাবি রেলের।