Tag Archives: Sealdah

Hair Theft: ট্রেন যাত্রী তরুণীর খোলা চুল কেটে নিল কে? শিয়ালদহ-বিধাননগরে হঠাৎ আতঙ্ক মহিলাদের

কলকাতা: অদ্ভুত কাণ্ড শিয়ালদহ লাইনের ট্রেনে! ট্রেনের ভিড়ের মধ্যেই মহিলাদের চুল অজান্তে কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা৷ আর তাতেই আতঙ্ক বেড়েছে৷ এই ঘটনার প্রতক্ষ্য অভিজ্ঞতা হয়েছে বারুইপুরের বেসরকারি কলেজে পাঠরতা বাগুইআটির বাসিন্দা ২২ বছরের এক তরুণীর৷ তিনি এখনও পর্যন্ত বুঝতে পারছেন না, কী হয়েছিল সেদিন তাঁর সঙ্গে৷

গতকাল, অর্থাৎ বুধবার বাড়ি ফেরার সময় শিয়ালদহ স্টেশন থেকে ছ’টা পাঁচ মিনিটের নৈহাটি লোকাল ধরেছিলেন বাগুইহাটির বাসিন্দা ওই তরুণী৷ তিনি উল্টোডাঙায় নেমে যাবেন বাড়িতে৷ ট্রেনের সামনের দিকের লেডিজ কম্পার্টমেন্টে ওঠেন তিনি৷ তিনি পরবর্তীতে জানিয়েছেন, ওই কম্পার্টমেন্টের ভিতরের হঠাৎ-হঠাৎ তাঁর চুলে টান লাগছিল৷ তিনি ভেবেছিলেন ভিড় ট্রেনে কারওর হাত লেগে হয়ত চুলে টান লাগছে৷

এর পর বিধাননগর স্টেশনে নেমে তিনি এক নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ে দিয়ে হাঁটতে শুরু করেন৷ এবং হাঁটার সময়ও তিনি টের পেতে থাকেন, তাঁর চুলে তখনও অল্প অল্প টান লাগছে৷ এ বারে বেশ ঘাবড়ে যান তিনি৷ পিছনে ঘুরে দেখতে পান একটি অল্প বয়সের যুবককে৷ তাঁকে জিজ্ঞাসা করলে এমন কিছুর কথা সেই যুবক অস্বীকার করে৷

এই অজানা আতঙ্ক নিয়ে বাড়ি ফেরেন ওই মহিলা৷ চুলে হাত দিয়ে এর আগেই তিনি টের পেয়েছেন, মাথার গোছা-গোছা চুল উঠে আসছে৷ আতঙ্কে রাতে ঘুম আসতে চায়নি তাঁর৷ সকালে তাঁর জামাইবাবু, যিনি পেশা কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট রেল দফতরের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন৷ তারপরই তাঁরা বিধাননগর আরপিএফ-এ তাঁরা অভিযোগ করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে অনুপমাকে চিহ্নিত করা গেলেও, অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়নি৷ তবে অনুপমার তরফ থেকে বলা হয়েছে, রেলের তরফ থেকে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন৷

Trains Cancelled in Sealdah : ১০০-র কাছাকাছি ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়, সোমবার চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের, বাড়ি থেকে বেরনোর আগে সাবধান!

আগামী সোমবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে প্রায় ১০০-টির বেশি ট্রেন৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে দোলের দিন  অর্থাৎ ২৫ মার্চ যাত্রীর সংখ্যা অত্যন্ত কম থাকে৷ সেই কারণেই বাতিল করা হয় একাধিক ট্রেন৷
আগামী সোমবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে প্রায় ১০০-টির বেশি ট্রেন৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে দোলের দিন অর্থাৎ ২৫ মার্চ যাত্রীর সংখ্যা অত্যন্ত কম থাকে৷ সেই কারণেই বাতিল করা হয় একাধিক ট্রেন৷
প্রতিবারের মতো এবারেও দোলের দিন শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে৷ বিশেষত, সকালের দিকের ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে৷
প্রতিবারের মতো এবারেও দোলের দিন শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে৷ বিশেষত, সকালের দিকের ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে৷
দোলের দিন বাড়ি থেকে বেরনোর আগে সাবধান৷  কারণ এই দিন রাস্তায় বেরলে চরম ভোগান্তি হতে পারে৷ তাই বাড়ি থেকে বাইরে বেরনোর আগে ট্রেনের তালিকা  অবশ্যই দেখে নিন৷
দোলের দিন বাড়ি থেকে বেরনোর আগে সাবধান৷ কারণ এই দিন রাস্তায় বেরলে চরম ভোগান্তি হতে পারে৷ তাই বাড়ি থেকে বাইরে বেরনোর আগে ট্রেনের তালিকা অবশ্যই দেখে নিন৷
কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেই বাতিল হয়েছে তা না জানলে চরম সমস্যায় পড়তে পারেন৷ যেমন-  শিয়ালদহ-শান্তিপুর লোকাল, শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল, শিয়ালদহ-রানাঘাট লোকাল, , শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদহ-নৈহাটি লোকাল, শিয়ালদহ-বর্ধমান লোকালের মতো ট্রেন বাতিল রয়েছে।
কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেই বাতিল হয়েছে তা না জানলে চরম সমস্যায় পড়তে পারেন৷ যেমন- শিয়ালদহ-শান্তিপুর লোকাল, শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল, শিয়ালদহ-রানাঘাট লোকাল, , শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদহ-নৈহাটি লোকাল, শিয়ালদহ-বর্ধমান লোকালের মতো ট্রেন বাতিল রয়েছে।
২৫ মার্চ দোলের দিন বিশেষ করে সোমবার মেন লাইন,  সেন্ট্রাল শাখা, সার্কুলার রেল, সিসিআর লাইন, শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে।
২৫ মার্চ দোলের দিন বিশেষ করে সোমবার মেন লাইন, সেন্ট্রাল শাখা, সার্কুলার রেল, সিসিআর লাইন, শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে।
গত সপ্তাহের শেষ ও এই সপ্তাহের শুরুতে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য প্রায় ৫২ ঘন্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল৷ যার কারণে শিয়ালদহ মেন এবং শিয়ালদহ বনগাঁ শাখায়  ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল৷ যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা৷
গত সপ্তাহের শেষ ও এই সপ্তাহের শুরুতে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য প্রায় ৫২ ঘন্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল৷ যার কারণে শিয়ালদহ মেন এবং শিয়ালদহ বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল৷ যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা৷

Sealdah paneer market: শিয়ালদহের এই পনির আপনার পাতেও পড়ছে না তো? সত্যিটা জানলে গা ঘিন ঘিন করবে

কলকাতা: একপাশে নর্দমা, অন্য পাশে সুলভ শৌচালয়৷ আর তারই মধ্যে রমরমিয়ে চলছে পনিরের বাজার৷ দিনের পর দিন ধরে এমনই অস্বাস্থ্যকর ছবি দেখা যাচ্ছে শিয়ালদহ স্টেশন চত্বরে৷

শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখায় স্টেশনের সীমানার মধ্যেই প্রতিদিন বসে বিরাট পনিরের বাজার৷ বিকেল চারটে থেকে শুরু হয় এই বাজার৷ এই বাজার যেখানে বসে তার পাশ দিয়েই রয়েছে শিয়ালদহ স্টেশনের নোংরা নর্দমা৷ আবার যেখানে পনির বিক্রি হচ্ছে, তার ঠিক পাশেই রয়েছে একটি সুলভ শৌচালয়৷ চারপাশে ভন ভন করে উড়ছে মাছি৷ সেই মাছি উড়ে এসে পনিরের পুঁটুলির উপরেও বসছে৷

আরও পড়ুন: শুধু জল নয়, কীভাবে ধোয়া উচিত আঙুর? সঠিক উত্তর জানেন না ৯৯ শতাংশ মানুষ

প্রতিদিন প্রায় তিন ঘণ্টা ধরে এই বাজার চলছে৷ এমন অস্বাস্থ্যকর পরিবেশে বাজার চললেও কেন পুরসভা, রাজ্য সরকার অথবা রেল কর্তৃপক্ষ কোনওরকম পদক্ষেপ করছে না, তা নিয়ে প্রশ্ন উঠবেই৷ কারণ এই বাজার থেকে অনেকেই পাইকারি দরে পনির কিনে নিয়ে গিয়ে অন্যত্র বিক্রিও করেন৷

এই বিষয়ে যাদব পুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খাদ্য বিশেষজ্ঞ প্রশান্ত কুমার বিশ্বাস জানান, ‘এই ভাবে নিয়মিত নোংরার মধ্যে ভেজা খাবার রেখে বিক্রি করলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এ ছাড়াও মাছি যখন বসে,তখন মাছি খাবারের উপরে লালা ত্যাগ করে।তা থেকে মানুষের পেটের সমস্যা, আন্ত্রিক, কলেরার মতো জটিল রোগের সৃষ্টি হতে পারে।’

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিন আগেই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ওই পনিরের বাজার বন্ধ করে দেওয়া হয়েছিল৷ আবারও পদক্ষেপ করা হবে৷

Sealdah Local Trains Cancelled: শনিবার থেকে শিয়ালদহে বাতিল আপ ডাউন অধিকাংশ লোকাল, দু’ দিন বিরাট হয়রানির আশঙ্কা

কলকাতা: দমদম জংশন স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ৷ আর তার জন্য আগামী শনিবার থেকে শিয়ালদহ মেন শাখার অধিকাংশ লোকাল ট্রেনই বাতিল করার কথা জানাল পূর্ব রেল৷ এ ছাড়াও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে৷ কয়েকটি মেমু এবং এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকবে৷

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবার, ২ মার্চ শিয়ালদহ থেকে রানাঘাট, হাবড়া, হাসনাবাদ, ডানকুনি, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দত্তপুকুর, বারাসত, গোবরডাঙা, ব্যারাকপুর, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, বজবজ, ঠাকুরনগর এবং বনগাঁ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে যে ট্রেন চলাচল করে, তার একটি বড় অংশ বাতিল করা হয়েছে। ওই দিন চলবে না শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস (আপ এবং ডাউন)।

আরও পড়ুন: ট্রেনে মিডল বার্থে টিকিট পেলে কতক্ষণ ঘুমনো যায়? জানুন রেলের নিয়ম

রবিবার (৩ মার্চ) শিয়ালদহ শাখায় বাতিল থাকবে রানাঘাট, হাসনাবাদ, হাবড়া, ডানকুনি, গোবরডাঙা, দত্তপুকুর, নৈহাটি, ব্যারাকপুর, বর্ধমান এবং কাটোয়া লোকালের মতো আপ এবং ডাউন ট্রেন। শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেসটিও বাতিল করা হয়েছে।

তবে যাত্রীদের সুবিধার্থে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বনগাঁ থেকে বারাসতের মধ্যে চলা লোকাল ট্রেনগলি শিয়ালদহ পর্যন্ত আসবে৷ বনগাঁ-শিয়ালদহ লোকাল চলবে বারাসত পর্যন্ত। কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী স্টেশন পর্যন্ত চলবে। শনিবার এবং রবিবার চক্ররেল পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে।

Indian Railways: প্রতিবছর ‘এই’ দিনেই স্বামীজির স্মরণে বজবজ থেকে শিয়ালদহ ছোটে এই বিশেষ ট্রেন! কারণ জানলে অবাক হবেন

স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা প্রদানের মাধ্যমে পশ্চিমা বিশ্বকে মুগ্ধ করে ১৯ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে আসেন। এ বিষয়টি আমাদের সকলেরই জানা। কিন্তু সেই বিশেষ দিনে অর্থাৎ ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ঘটনাগুলি সম্পর্কে খুব বেশি বিশদ বিবরণ পাওয়া যায় না। 
স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা প্রদানের মাধ্যমে পশ্চিমা বিশ্বকে মুগ্ধ করে ১৯ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে আসেন। এ বিষয়টি আমাদের সকলেরই জানা। কিন্তু সেই বিশেষ দিনে অর্থাৎ ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ঘটনাগুলি সম্পর্কে খুব বেশি বিশদ বিবরণ পাওয়া যায় না।
মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) থেকে জাহাজে করে বজবজে আসেন স্বামী বিবেকানন্দ। জাহাজে ভ্রমণকালীন শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা তাঁকে জলের পরিবর্তে নারকেলের জল পান করার পরামর্শ দেন। সেই কারণে জাহাজে প্রচুর পরিমাণে নারকেল বোঝাই করা হয়েছিল।  উল্লেখ্য, স্বামীজি ঐ নারকেলগুলি সহযাত্রী ও বন্ধুদের মধ্যে বিতরণ করে দেন। 
মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) থেকে জাহাজে করে বজবজে আসেন স্বামী বিবেকানন্দ। জাহাজে ভ্রমণকালীন শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা তাঁকে জলের পরিবর্তে নারকেলের জল পান করার পরামর্শ দেন। সেই কারণে জাহাজে প্রচুর পরিমাণে নারকেল বোঝাই করা হয়েছিল।  উল্লেখ্য, স্বামীজি ঐ নারকেলগুলি সহযাত্রী ও বন্ধুদের মধ্যে বিতরণ করে দেন।
কলকাতায় দারভাঙ্গা মহারাজের সভাপতিত্বে স্বামী বিবেকানন্দকে স্বাগত জানানোর জন্য একটি কমিটি গঠিত হয়। কমিটি সিদ্ধান্ত নেয় যে স্বামীজি বজবজে পৌঁছানোর পরের দিন বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। সেই মতো, ১৯ ফেব্রুয়ারি সকালে স্বামী বিবেকানন্দ তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে বিশেষ ট্রেনে করে বজবজ থেকে রওনা হন।
কলকাতায় দারভাঙ্গা মহারাজের সভাপতিত্বে স্বামী বিবেকানন্দকে স্বাগত জানানোর জন্য একটি কমিটি গঠিত হয়। কমিটি সিদ্ধান্ত নেয় যে স্বামীজি বজবজে পৌঁছানোর পরের দিন বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। সেই মতো, ১৯ ফেব্রুয়ারি সকালে স্বামী বিবেকানন্দ তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে বিশেষ ট্রেনে করে বজবজ থেকে রওনা হন।
সেদিন প্রায় ২০,০০০ লোকের জনসমাগম, উদগ্রীব চিত্তে শিয়ালদহ স্টেশনে তাঁকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন। ইতিমধ্যেই কলকাতার মানুষজন সংবাদপত্রে স্বামী বিবেকানন্দের অবাক করা কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত পড়েছিলেন।  এছাড়াও, আমেরিকা ও ইংল্যান্ডের বাসিন্দাদের লেখা কৃতজ্ঞতা ও প্রশংসাপত্রগুলিও পড়েছিলেন, যা তখন সংবাদপত্রে ছাপা হয়েছিল। এই সবকিছুই জনসাধারণের মধ্যে স্বামী বিবেকানন্দর প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছিল।
সেদিন প্রায় ২০,০০০ লোকের জনসমাগম, উদগ্রীব চিত্তে শিয়ালদহ স্টেশনে তাঁকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন। ইতিমধ্যেই কলকাতার মানুষজন সংবাদপত্রে স্বামী বিবেকানন্দের অবাক করা কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত পড়েছিলেন।  এছাড়াও, আমেরিকা ও ইংল্যান্ডের বাসিন্দাদের লেখা কৃতজ্ঞতা ও প্রশংসাপত্রগুলিও পড়েছিলেন, যা তখন সংবাদপত্রে ছাপা হয়েছিল। এই সবকিছুই জনসাধারণের মধ্যে স্বামী বিবেকানন্দর প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছিল।
সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে শিয়ালদহ স্টেশনে মাইকে যখন আসন্ন ট্রেনের ঘোষণা করা হয়, তখন উত্তেজিত জনতার মধ্যে থেকে জয়ধ্বনি উঠতে শুরু করেছিল। যা চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। স্বামীজি ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁর আশেপাশে থাকা প্রত্যেকেই তাঁর আশীর্বাদ লাভের চেষ্টা করেন। কোনও রকমে তিনি ভিড় পেরিয়ে ঘোড়ায় টানা গাড়িতে ওঠেন।
সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে শিয়ালদহ স্টেশনে মাইকে যখন আসন্ন ট্রেনের ঘোষণা করা হয়, তখন উত্তেজিত জনতার মধ্যে থেকে জয়ধ্বনি উঠতে শুরু করেছিল। যা চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। স্বামীজি ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁর আশেপাশে থাকা প্রত্যেকেই তাঁর আশীর্বাদ লাভের চেষ্টা করেন। কোনও রকমে তিনি ভিড় পেরিয়ে ঘোড়ায় টানা গাড়িতে ওঠেন।
উৎসাহী ছাত্ররা এগিয়ে এসে ঘোড়াকে গাড়ি থেকে সরিয়ে দেয় এবং নিজেরাই গাড়ি টানতে শুরু করেন। এরপরেই রঙিন শোভাযাত্রা শহরের রাস্তায় এগিয়ে যেতে থাকে।
উৎসাহী ছাত্ররা এগিয়ে এসে ঘোড়াকে গাড়ি থেকে সরিয়ে দেয় এবং নিজেরাই গাড়ি টানতে শুরু করেন। এরপরেই রঙিন শোভাযাত্রা শহরের রাস্তায় এগিয়ে যেতে থাকে।
তাই স্বামী বিবেকানন্দর কলকাতায় ফিরে আসার এই দিনটি স্মরণ করতে, এখনও প্রতি বছর এই বিশেষ দিনে, সকালে বজবজ থেকে একটি বিশেষ ট্রেন চালু করা হয়।
তাই স্বামী বিবেকানন্দর কলকাতায় ফিরে আসার এই দিনটি স্মরণ করতে, এখনও প্রতি বছর এই বিশেষ দিনে, সকালে বজবজ থেকে একটি বিশেষ ট্রেন চালু করা হয়।
এই বছরেও, স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন দিবসের ১২৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে, ১৯ ফেব্রুয়ারি একটি বিশেষ ইএমইউ ট্রেন সকাল ৯ টা ৫৫ মিনিটে বজবজ থেকে যাবে। যাত্রাপথে সব স্টেশনে থামার পর ১০ টা ৫২ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
এই বছরেও, স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন দিবসের ১২৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে, ১৯ ফেব্রুয়ারি একটি বিশেষ ইএমইউ ট্রেন সকাল ৯ টা ৫৫ মিনিটে বজবজ থেকে যাবে। যাত্রাপথে সব স্টেশনে থামার পর ১০ টা ৫২ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
প্রতি বছর কলকাতা প্রত্যাবর্তন দিবসে, বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ ইএমইউ ট্রেন চালিয়ে পূর্ব রেল স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। 
প্রতি বছর কলকাতা প্রত্যাবর্তন দিবসে, বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ ইএমইউ ট্রেন চালিয়ে পূর্ব রেল স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।
বিশ্বব্যাপী ভারতীয় ধর্ম ও দর্শনের প্রসারে তাঁর অবদানের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ ট্রেনটি স্বামীজির কলকাতায় প্রত্যাবর্তনের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এবং তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।
বিশ্বব্যাপী ভারতীয় ধর্ম ও দর্শনের প্রসারে তাঁর অবদানের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ ট্রেনটি স্বামীজির কলকাতায় প্রত্যাবর্তনের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এবং তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।

North 24 Parganas News: শিয়ালদহ শাখার ট্রেনের পরিচিত মুখ হয়ে উঠেছেন এই “হকার কবি”, দুঃখের কাহিনি চোখে জল আনবে

উত্তর ২৪ পরগনা: শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন যাত্রীরা অনেকেই চিনে থাকবেন এই ব্যাক্তিকে। কখনও ঝুড়ি ভর্তি লেবু বা কখনও আপেল আবার কখনওবা ট্রেনে মেয়েদের শাড়ি, চুড়িদার, নাইটি বিক্রি করেই চলে সংসার। তবে এবার দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্যামল দাঁ হকারীর পাশাপাশি নজর কেড়েছে তার অনবদ্য সৃষ্টিতে।

পেশায় একজন হকার হলেও, তার আসল নেশা কবিতা লেখার। ইতিমধ্যেই তার লেখা ২৪টি কবিতার একটি সংকলন ‘খালের খেয়া’ এ বারের কলকাতা বইমেলায় ভাল সাড়া ফেলে দিয়েছে। আগামী বছর ১০০টি কবিতা নিয়ে বই প্রকাশের ইচ্ছে রয়েছে শ্যামল দাঁ-র। ট্রেনে হকারীর ফাঁকে অবসর সময় পেলেই খাতা পেন নিয়ে ছন্দ মিলিয়ে লিখে ফেলেন কবিতা। আর তার এই বিশেষ গুণ চোখে পড়ে নিত্যদিন ট্রেনে যাতায়াত করা স্কুলের দিদিমণিদের। আর সেখান থেকেই শ্যামলকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান তাঁরা।

শ্যামল বাবু ছোটবেলা থেকেই চরম অভাবের সংসারে মানুষ। কথা বলে জানা যায়, অষ্টম শ্রেণিতে পড়ার সময়, অভাবের সংসারে জোটেনি পূজোর জামাকাপড়। নিজের কষ্টকে চেপে রেখেই সেই প্রথম কবিতা লেখেন, যার নাম ‘দূখির পুজো’। মাধ্যমিক পাশ করার পর অভাবের তাড়নায় পড়াশোনা বন্ধ হয়ে যায় শ্যামলের। সংসারের হাল ধরতে দোকানে কাজ করা থেকে হকারি, এ ভাবেই পাল্টে যায় জীবন।

তবে কবিতার নেশা ছাড়তে পারেননি তিনি। ট্রেনে হকারির মাঝেই ছন্দ মিলিয়ে লেখা কবিতার বুলি আওড়ে নিত্যযাত্রী স্কুলের দিদিমনিদের কাছে স্নেহের পাত্র হয়ে উঠেছেন শ্যামল। রাখি পূর্ণিমায় দিদিমনিরা শ্যামলকে পড়িয়েছিলেন রাখি, উপহারে শ্যামল তাদের তুলে দেন “আনন্দ অশ্রু” কবিতা। এখানেই শেষ নয়, দত্তপুকুর, গুমা, ঠাকুরনগর-সহ বিভিন্ন স্টেশনের ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েও কবিতা লেখেন এই হকার কবি। তার এই সৃষ্টির কবিতার সংকলন নিয়েই ‘খালের খেয়া’ নামে একটি বই এবারের কলকাতা বইমেলায় বেশ ভালই বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। এখন বনগাঁ শিয়ালদহ শাখার অনেকেই তাকে “হকার কবি” বলেই ডাকছেন, আর তাতে রীতিমতো খুশি অভাবী সখের এই সাহিত্যিক শ্যামল দাঁ।

Rudra Narayan Roy

Sealdah local train: দেড় ঘণ্টা পর উঠল বিধাননগর স্টেশনের অবরোধ! শুরু হল ট্রেন চলাচল

কলকাতা: অবশেষে উঠে গেল বিধাননগর স্টেশনের রেল অবরোধ৷ দীর্ঘ দেড় ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হল আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল৷ তবে দীর্ঘক্ষণ অবরোধের জেরে আটকে পড়ে লোকাল এবং দূরপাল্লার বহু ট্রেন৷ ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটাই সময় লাগবে৷ অবরোধের জেরে শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়েন হাজার হাজার যাত্রী৷ ফলে চূড়ান্ত হয়রানির মুখে পড়েন মানুষ৷

মূলত ট্রেন আসা নিয়ে ভুল ঘোষণা এবং অপরিসর জায়গার অভিযোগে এ দিন সন্ধে ৬.৫৫ মিনিট থেকে বিধাননগর স্টেশনে যাত্রীরাই অবরোধ শুরু করেন৷ যার ফলে আপ এবং ডাউন দু লাইনেই ট্রেন চলাচল থমকে যায়৷ যার জেরে শিয়ালদহ থেকে বনগাঁ, রানাঘাট, গেঁদে, হাসনাবাদ, ডানকুনি সহ বিভিন্ন শাখার ট্রেন আটকে পড়ে৷

আরও পড়ুন: রহস্যময় বিকট শব্দে কেঁপে উঠল দিঘা, সমুদ্রে নামতেও ভয়! হোটেল থেকে রাস্তায় বহু পর্যটক

যাত্রীদের অভিযোগ, এ দিন সন্ধ্যায় পর পর তিনটি ট্রেনের ক্ষেত্রে ভুল ঘোষণা হয়৷ এমনিতেই যাত্রী চাপের তুলনায় বিধাননগরের ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মের জায়গা অত্যন্ত সংকীর্ণ৷ তার উপর  সন্ধেবেলার ব্যস্ত সময়ে ভুল ঘোষণায় যাত্রীদের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়৷ যার জেরে এক মহিলা যাত্রী পড়ে গিয়ে আহতও হন৷ এর পরেই ক্ষুব্ধ যাত্রীরা লাইনে নেমে পড়ে অবরোধ শুরু করেন৷

প্রথমে রেল পুলিশ এসে যাত্রীদের বোঝানোর চেষ্টা করে৷ কিন্তু অবরোধকারীরা অনড় থাকায় ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ কর্তারা৷ যাত্রীদের বোঝানোর চেষ্টা চালান তাঁরাও৷ যদিও ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, বিধাননগর স্টেশনে এই সমস্যা প্রতিদিনের৷ তার পরেও রেল কর্তৃপক্ষ এই সমস্যার বিষয়ে সম্পূর্ণ উদাসীন৷ শেষ পর্যন্ত রেল কর্তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাত সাড়ে ৮ টা নাগাদ অবরোধ উঠে যায়৷

Bidhannagar Station: ভুল ঘোষণা, ধাক্কাধাক্কি! বিধাননগর স্টেশনে অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের, থমকে ট্রেন চলাচল

কলকাতা: সন্ধেবেলার ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা৷ ট্রেন আসা নিয়ে ভুল ঘোষণা, প্ল্যাটফর্ম এবং ওভারব্রিজে অপ্রশস্ত জায়গার মতো একাধিক অভিযোগ সন্ধে ৬.৫৫ মিনিট থেকে অবরোধ শুরু হয়৷

প্রথমে ২ নম্বর প্ল্যাটফর্মের লাইনে অবরোধ শুরু করেন যাত্রীরা৷ এর পর এক নম্বর লাইনও অবরোধ করা হয়৷ ক্রমেই আরও বেশি সংখ্যক যাত্রী অবরোধে যোগ দেন৷ যার ফলে আপ এবং ডাউন দু লাইনেই ট্রেন চলাচল থমকে যায়৷ যার জেরে শিয়ালদহ থেকে বনগাঁ, রানাঘাট, গেঁদে, হাসনাবাদ, ডানকুনি সহ বিভিন্ন শাখার ট্রেন আটকে পড়ে৷

আরও পড়ুন: রহস্যময় বিকট শব্দে কেঁপে উঠল দিঘা, সমুদ্রে নামতেও ভয়! হোটেল থেকে রাস্তায় বহু পর্যটক

যাত্রীদের অভিযোগ, এ দিন সন্ধ্যায় পর পর তিনটি ট্রেনের ক্ষেত্রে ভুল ঘোষণা হয়৷ এমনিতেই যাত্রী চাপের তুলনায় বিধাননগরের ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মের জায়গা অত্যন্ত সংকীর্ণ৷ তার উপর  সন্ধেবেলার ব্যস্ত সময়ে ভুল ঘোষণায় যাত্রীদের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়৷ যার জেরে এক মহিলা যাত্রী পড়ে গিয়ে আহতও হন৷ এর পরেই ক্ষুব্ধ যাত্রীরা লাইনে নেমে পড়ে অবরোধ শুরু করেন৷

প্রথমে রেল পুলিশ এসে যাত্রীদের বোঝানোর চেষ্টা করে৷ কিন্তু অবরোধকারীরা অনড় থাকায় ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ কর্তারা৷ যাত্রীদের বোঝানোর চেষ্টা চালান তাঁরাও৷ যদিও ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, বিধাননগর স্টেশনে এই সমস্যা প্রতিদিনের৷ তার পরেও রেল কর্তৃপক্ষ এই সমস্যার বিষয়ে সম্পূর্ণ উদাসীন৷

প্রায় ঘণ্টা দেড়েক অবরোধ চলার পর অবশেষে ডাউনের দুটি লাইন দিয়ে শিয়াদহগামী ট্রেন চলাচল শুরু হয়৷ যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধই রয়েছে৷

North 24 Parganas News: শিয়ালদহ ডিভিশনে চালু হল ফার্স্টক্লাস! কত টাকার টিকিটে উঠবেন এই ট্রেনে, দেখে নিন

শিয়ালদহ শাখায় চালু হল সাবার্বান লোকাল ফার্স্ট ক্লাস ট্রেন পরিষেবা। শিয়ালদহ থেকে রানাঘাট-এর মধ্যে চলবে এই অত্যাধুনিক ইএমইউ ট্রেন
শিয়ালদহ শাখায় চালু হল সাবার্বান লোকাল ফার্স্ট ক্লাস ট্রেন পরিষেবা। শিয়ালদহ থেকে রানাঘাট-এর মধ্যে চলবে এই অত্যাধুনিক ইএমইউ ট্রেন
প্রথম শ্রেণির লোকাল ট্রেনে হওয়ায় নানা অত্যাধুনিক প্রযুক্তি তথা সিসিটিভি, মোবাইল চার্জিং-সহ সমগ্র ট্রেনের ভেতরের অংশে থাকছে শৈল্পিক ছোঁয়া
প্রথম শ্রেণীর লোকাল ট্রেনে হওয়ায় নানা অত্যাধুনিক প্রযুক্তি তথা সিসিটিভি, মোবাইল চার্জিং-সহ সমগ্র ট্রেনের ভেতরের অংশে থাকছে শৈল্পিক ছোঁয়া
কাঠের বা লোহার নয়, বসার সিটেও রয়েছে আরামদায়ক গদি লাগানো। সাধারণ লোকাল ট্রেনের থেকে ভাড়াও কিছুটা বেশি থাকছে এই প্রথম শ্রেণির ট্রেনে
কাঠের বা লোহার নয়, বসার সিটেও রয়েছে আরামদায়ক গদি লাগানো।
সাধারণ লোকাল ট্রেনের থেকে ভাড়াও কিছুটা বেশি থাকছে এই প্রথম শ্রেণির ট্রেনে
প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার অব্দি চলবে এই ট্রেনটি। টিকিট কাউন্টার বা ইউ.টি.এস অ্যাপ থেকেও কাটা যাবে টিকিট
প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার অব্দি চলবে এই ট্রেনটি। টিকিট কাউন্টার বা ইউ.টি.এস অ্যাপ থেকেও কাটা যাবে টিকিট
ভাড়া যথাক্রমে: শিয়ালদহ থেকে বিধাননগর, দমদম : ২৫ টাকা/ বেলঘরিয়া : ৩৫ টাকা/ সোদপুর, টিটাগড়, পলতা : ৫৫ টাকা/ ইছাপুর, জগদ্দল : ৮০ টাকা/ নৈহাটি, হালিশহর : ৮৫ টাকা
ভাড়া যথাক্রমে: শিয়ালদহ থেকে বিধাননগর, দমদম : ২৫ টাকা/ বেলঘরিয়া : ৩৫ টাকা/ সোদপুর, টিটাগড়, পলতা : ৫৫ টাকা/ ইছাপুর, জগদ্দল : ৮০ টাকা/ নৈহাটি, হালিশহর : ৮৫ টাকা
ইতিমধ্যেই এই ফাস্ট ক্লাস লোকাল ট্রেনটিকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে
ইতিমধ্যেই এই ফাস্ট ক্লাস লোকাল ট্রেনটিকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে

হাওড়া-শিয়ালদহ থেকে একাধিক এক্সপ্রেস ট্রেনের সময় বদল, জানুন পরিবর্তিত সূচি

কলকাতা: ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে বিপত্তি৷ তার জেরে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার একাধিক ট্রেনের সময়সূচিতে বদল করা হচ্ছে৷

১২৩০৩ আপ হাওড়া নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস হাওড়া থেকে আজ সকাল ৮টায় ছাড়ার কথা ছিল৷ তার বদলে ১৬.০১.২৪ তারিখে রাত ১২.৩০ মিনিটে ছেড়ে যাবে৷

১২২৭৩ হাওড়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস আজ সকাল ৮.৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল৷ তার বদলে ১৬.০১.২৪ তারিখে রাত ১.৪৫ মিনিটে ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে যাবে৷

১২৩১১ হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ১৬.০১.২৪ তারিখে রাত ৩টের সময় হাওড়া থেকে রওনা দেবে৷

আরও পড়ুন: নেতাই গণহত্যা কাণ্ডে সিপিএম নেতা রথীন দণ্ডপাটের জামিন, সিবিআই-এর ভূমিকায় প্রশ্ন তৃণমূলের

১৩০১৯ হাওড়া কাঠগোদাম এক্সপ্রেস ১৬.০১.২৪ তারিখে রাত ১.১৫ মিনিটে হাওড়া থেকে রওনা দেবে৷

২২৩০৭ হাওড়া বিকানের এক্সপ্রেস ১৬.০১.২৪ তারিখে রাক ১.৩০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে যাবে৷

১২৯৮৭ শিয়ালদহ অজমেঢ় এক্সপ্রেস ১৬.০১.২৪ তারিখে রাত ১ টায় শিয়ালদহ থেকে ছেড়ে যাবে৷

১২৯৩৮ হাওড়া গান্ধিধাম এক্সপ্রেস ১৬.০১.২৪ তারিখে হাওড়া থেকে ভোর চারটের সময় রওনা দেবে৷

১৩৪১৩ মালদহ টাউন- দিল্লি ফরাক্কা এক্সপ্রেস আজ রাত ১১.২০ মিনিটে মালদহ টাউন থেকে ছাড়বে৷