জ্যোতিষকাহন Kali Puja And Bhaifota 2024 Date Time: কালীপুজো, ভাইফোঁটার শুভক্ষণ কখন ? কখন পড়ছে কার্তিক অমাবস্যার সঠিক মূহুর্ত, জেনে নিন পুজোর খুঁটিনাটি Gallery October 19, 2024 Bangla Digital Desk বাংলাকে শক্তির পিঠ বলা হয়৷ দুর্গাপুজোর পর কালীপুজোও এই বাংলায় অত্যন্ত জাঁকজমক ভাবে উদযাপিত হয়৷ দুর্গা জলে পড়লেও উৎসবের আমেজে এক ফোঁটাও ভাটা পড়েনি৷ এর পরই বাংলা জুড়ে মেতে উঠবে কালীপুজো ও ভাইফোঁটার উৎসবে৷ আসুন দেখে নিই কালিপুজো, ভাইফোঁটার দিনক্ষণ৷ দীপাবলির তৃতীয় দিনে কার্তিক অমাবস্যার পূণ্য তিথিতে শুরু হয় মা কালির আরাধনা৷ এই বাংলায় সবচেয়ে বেশি কালির মন্দির আছে৷ সেখানেও শুরু হয় দেবী আরাধনা৷ অনেকের বাড়িতেও মা কালীর পুজো হয়৷ শাস্ত্রমতে, মা কালীর ১১ রূপ রয়েছে৷ আছে তার পৃথক-পৃথক মাহাত্ম্য৷ এই দিন শ্যামা পুজো হয়৷ ঘোর অমাবস্যার রাতে এই পুজো হয়, তাই এই পুজোকে মহানিশি পুজোও বলা হয়৷ এই বছর কার্তিক অমাবস্যা পড়েছে, ৩১ অক্টোবর (১৪ কার্তিক), বৃহস্পতিবারে৷ কার্তিক অমাবস্যা তিথি পড়বে ৩১ অক্টোবর বেলা ৩টে ৫৫মিনিটে৷ ছাড়বে পরের দিন ১ নভেম্বর ২০২৪ শুক্রবার, সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত৷ যেহেতু রাতের বেলাতেই এই পুজো হয়, তাই তাই ৩১ অক্টোবর বৃহহস্পতিবারই কালী পুজো পালিত হবে৷ কালি পুজো শেষ হবার পরও থাকবে পুজোর আমেজ৷ ঘরে-ঘরে শোনা যাবে ভাইফোঁটার শঙ্খের আওয়াজে৷ ৩ নভেম্বর ২০২৪ রবিবারে অনুষ্ঠিত হবে ভাইফোঁটা৷