Tag Archives: amavasya 2024

Vaishakh Amavasya Astrology: বৈশাখ অমাবস্যায় সর্বার্থ সিদ্ধির সঙ্গে আরও কত বিরল যোগ! আজ থেকেই ৩ রাশির ভাগ্যে অবিশ্বাস্য বদল, বলছেন অযোধ্যার জ্যোতিষী

প্রতি বছর বৈশাখ মাসের অমাবস্যা তিথি বৈশাখ অমাবস্যা নামে পরিচিত। এই বছর বৈশাখ অমাবস্যার উৎসব পালিত হচ্ছে ৮ মে। বৈশাখ অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান শেষে দান করার রীতি রয়েছে।
প্রতি বছর বৈশাখ মাসের অমাবস্যা তিথি বৈশাখ অমাবস্যা নামে পরিচিত। এই বছর বৈশাখ অমাবস্যার উৎসব পালিত হচ্ছে ৮ মে। বৈশাখ অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান শেষে দান করার রীতি রয়েছে।
জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী এই বছর বৈশাখ অমাবস্যার দিনেও অনেক বিরল ঘটনা ঘটতে চলেছে, যার প্রভাব ১২টি রাশির মানুষের উপরেই দেখা যাবে।
জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী এই বছর বৈশাখ অমাবস্যার দিনেও অনেক বিরল ঘটনা ঘটতে চলেছে, যার প্রভাব ১২টি রাশির মানুষের উপরেই দেখা যাবে।
কিছু রাশির জাতক জাতিকাদের উপর এর ইতিবাচক প্রভাব পড়বে, আবার কিছু রাশির জাতক জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে।
কিছু রাশির জাতক জাতিকাদের উপর এর ইতিবাচক প্রভাব পড়বে, আবার কিছু রাশির জাতক জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে।
তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক বৈশাখ অমাবস্যার দিনে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে পারে।
তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক বৈশাখ অমাবস্যার দিনে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে পারে।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন, অমাবস্যা তিথি শুরু হয়ে গিয়েছে। বৈশাখ মাসের অমাবস্যা তিথি ৭ মে সকাল ১১টা ৪০ মিনিট থেকে শুরু হয়েছে, যা শেষ হবে ৮ মে ১০টা বেজে ৪৫ মিনিটে।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন, অমাবস্যা তিথি শুরু হয়ে গিয়েছে। বৈশাখ মাসের অমাবস্যা তিথি ৭ মে সকাল ১১টা ৪০ মিনিট থেকে শুরু হয়েছে, যা শেষ হবে ৮ মে ১০টা বেজে ৪৫ মিনিটে।
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, অমাবস্যার দিনে অনেক বিরল ঘটনাও ঘটছে। এর মধ্যে সর্বার্থ সিদ্ধি যোগ, সৌভাগ্য যোগ এবং শোভন যোগ, শিববাস যোগ গঠিত হচ্ছে।
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, অমাবস্যার দিনে অনেক বিরল ঘটনাও ঘটছে। এর মধ্যে সর্বার্থ সিদ্ধি যোগ, সৌভাগ্য যোগ এবং শোভন যোগ, শিববাস যোগ গঠিত হচ্ছে।
এই সমস্ত যোগগুলি ভোর ৫টা থেকে দুপুর ২টোর মধ্যে অর্থাৎ ৯ ঘন্টার মধ্যে গঠিত হবে, যা ১২টি রাশির লোকদের প্রভাবিত করবে। কিন্তু এমন ৩টি রাশি আছে যাদের ভাগ্য বৈশাখ অমাবস্যার দিন থেকে বদলে যেতে পারে।
এই সমস্ত যোগগুলি ভোর ৫টা থেকে দুপুর ২টোর মধ্যে অর্থাৎ ৯ ঘন্টার মধ্যে গঠিত হবে, যা ১২টি রাশির লোকদের প্রভাবিত করবে। কিন্তু এমন ৩টি রাশি আছে যাদের ভাগ্য বৈশাখ অমাবস্যার দিন থেকে বদলে যেতে পারে।
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকারা এই দিন থেকে ভাল ফল পাবেন এবং কর্মজীবনে উচ্চতা অর্জন করবেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে এবং বকেয়া টাকা ফেরত পাবেন।
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকারা এই দিন থেকে ভাল ফল পাবেন এবং কর্মজীবনে উচ্চতা অর্জন করবেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে এবং বকেয়া টাকা ফেরত পাবেন।
বৃষ রাশি: বৈশাখ অমাবস্যার দিন থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সুখ আসবে। চাকরি ও ব্যবসা ভাল লাভ হবে। সমাজে সম্মান বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে এবং পুরনো সমস্যার অবসান হবে।
বৃষ রাশি: বৈশাখ অমাবস্যার দিন থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সুখ আসবে। চাকরি ও ব্যবসা ভাল লাভ হবে। সমাজে সম্মান বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে এবং পুরনো সমস্যার অবসান হবে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসায় লাভবান হবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অমাবস্যা তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা উচিত। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। (উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করে না, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন৷)
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসায় লাভবান হবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অমাবস্যা তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা উচিত। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। (উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করে না, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন৷)

Vaishakhi Amavasya Dos & Donts: আসছে বৈশাখী অমাবস্যা, পুণ্য অর্জনে পিঁপড়েদের খেতে দিন এই খাবার, কালসর্পদোষ কাটাতে করুন এই বিশেষ কাজ

সনাতনী বিশ্বাস মতে পূর্ণিমার মতো অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আগামী ৭ মে, মঙ্গলবার বৈশাখমাসের অমাবস্যা তিথি পালিত হবে৷
সনাতনী বিশ্বাস মতে পূর্ণিমার মতো অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আগামী ৭ মে, মঙ্গলবার বৈশাখমাসের অমাবস্যা তিথি পালিত হবে৷

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

অমাবস্যা তিথিতে স্মরণ করা হয় পূর্বপুরুষদের৷ এই তিথিতে পুণ্যনদীতে স্নান করে পূর্বজদের পিণ্ডদান, তর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দানে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
অমাবস্যা তিথিতে স্মরণ করা হয় পূর্বপুরুষদের৷ এই তিথিতে পুণ্যনদীতে স্নান করে পূর্বজদের পিণ্ডদান, তর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দানে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ থাকলে অমাবস্যায় পুণ্যনদীতে স্নান করুন৷ তার পর যে কোনও সাদাফুল ভাসিয়ে দিন নদীর জলে৷
জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ থাকলে অমাবস্যায় পুণ্যনদীতে স্নান করুন৷ তার পর যে কোনও সাদাফুল ভাসিয়ে দিন নদীর জলে৷

 

আটাজাতীয় খাবার খেতে দিন পিঁপড়েদের৷ তাহলেও অমাবস্যায় পুণ্য অর্জন করতে পারবেন৷
আটাজাতীয় খাবার খেতে দিন পিঁপড়েদের৷ তাহলেও অমাবস্যায় পুণ্য অর্জন করতে পারবেন৷

 

বৈশাখী অমাবস্যায় নতুন বস্ত্র, ঝাঁটার মতো জিনিস কিনবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷
বৈশাখী অমাবস্যায় নতুন বস্ত্র, ঝাঁটার মতো জিনিস কিনবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷

 

অমাবস্যা তিথিতে স্বপাক আহার গ্রহণ করুন৷ এই দিনে অন্য কারওর বাড়িতে আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়৷
অমাবস্যা তিথিতে স্বপাক আহার গ্রহণ করুন৷ এই দিনে অন্য কারওর বাড়িতে আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়৷

Vaishakhi Amavasya Date Time Rituals 2024: পরের সপ্তাহেই বৈশাখী অমাবস্যার পুণ্যতিথি! জীবনে সৌভাগ্য, ধনসম্পদের পাহাড়ে উঠতে করুন এই কাজগুলি

আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা।
আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা।

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শনিদেবের পুজো করা হয়।
সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শনিদেবের পুজো করা হয়।

 

শনিদেবের আশীর্বাদ পেতে তাঁকে নিবেদন করা হয় কালোতিল, সরষেতেল এবং নীল ফুল, মূলত নীল অপরাজিতা।
শনিদেবের আশীর্বাদ পেতে তাঁকে নিবেদন করা হয় কালোতিল, সরষেতেল এবং নীল ফুল, মূলত নীল অপরাজিতা।

 

বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অশ্বত্থগাছে জলদান করুন। সন্ধ্যায় অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন।
বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অশ্বত্থগাছে জলদান করুন। সন্ধ্যায় অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন।

 

এই তিথিতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে উপবাস ব্রত পালন করুন। তর্পণ নিবেদন করুন।
এই তিথিতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে উপবাস ব্রত পালন করুন। তর্পণ নিবেদন করুন।

 

বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন। পুণ্যনদীতে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল।
বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন। পুণ্যনদীতে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল।

 

এই তিথিতে হনুমানজীর পুজো সম্পন্ন করুন। জীবনে বাধাবিঘ্ন থেকে মুক্ত হবেন।
এই তিথিতে হনুমানজীর পুজো সম্পন্ন করুন। জীবনে বাধাবিঘ্ন থেকে মুক্ত হবেন।

 

শনিদেবের আরতি করুন। পাঠ করুন চালিশা এবং স্তোত্র।
শনিদেবের আরতি করুন। পাঠ করুন চালিশা এবং স্তোত্র।

Phalguni Amavasya 2024: রবিবার কত ক্ষণ থাকবে ফাল্গুনী অমাবস্যা? এই বিশেষ কাজেই আসবে পুণ্য, কাটবে বিপদ

ফাল্গুন মাসের অমাবস্যাকে বলা হয় ফাল্গুনী অমাবস্যা। সনাতনী প্রাচীন বিশ্বাস মতে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
ফাল্গুন মাসের অমাবস্যাকে বলা হয় ফাল্গুনী অমাবস্যা। সনাতনী প্রাচীন বিশ্বাস মতে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

 

এ বছর ফাল্গুনী অমাবস্যা পালিত হবে ১০ মার্চ। অমাবস্যা তিথি শুরু হবে ৯ মার্চ, শনিবার সন্ধ্যা ৬.১৭ মিনিটে।
এ বছর ফাল্গুনী অমাবস্যা পালিত হবে ১০ মার্চ। অমাবস্যা তিথি শুরু হবে ৯ মার্চ, শনিবার সন্ধ্যা ৬.১৭ মিনিটে।

 

ফাল্গুনী অমাবস্যা তিথি থাকবে ১০ মার্চ, রবিবার দুপুর ২.২৯ মিনিট পর্যন্ত।
ফাল্গুনী অমাবস্যা তিথি থাকবে ১০ মার্চ, রবিবার দুপুর ২.২৯ মিনিট পর্যন্ত।

 

এই তিথিতে ভোরে ঘুম থেকে উঠে গঙ্গায় পুণ্যস্নান করা হয়।
এই তিথিতে ভোরে ঘুম থেকে উঠে গঙ্গায় পুণ্যস্নান করা হয়।

 

পিতৃপুরুষের উদ্দেশে যজ্ঞ করা হয়। মনে করা হয় এর ফলে পিতৃদোষ কেটে যায়।
পিতৃপুরুষের উদ্দেশে যজ্ঞ করা হয়। মনে করা হয় এর ফলে পিতৃদোষ কেটে যায়।

 

এই তিথিতে দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এই তিথিতে দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

 

ফাল্গুনী অমাবস্যায় পাঠ করুন ধর্মগ্রন্থের অমৃতপাঠ। মনে করা হয় এতে পুণ্য অর্জনের পথ সুগম হয়।
ফাল্গুনী অমাবস্যায় পাঠ করুন ধর্মগ্রন্থের অমৃতপাঠ। মনে করা হয় এতে পুণ্য অর্জনের পথ সুগম হয়।

 

পিতৃদোষ কাটাতে এবং নেতিবাচক শক্তির কুপ্রভাব দূর করতে গায়ত্রীমন্ত্র পাঠ করতে পারেন।
পিতৃদোষ কাটাতে এবং নেতিবাচক শক্তির কুপ্রভাব দূর করতে গায়ত্রীমন্ত্র পাঠ করতে পারেন।

 

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)

Kalsarpadosh Prevention on Mauni Amavasya 2024: কাটবে কালসর্পদোষ! অভাব হবে না অর্থের! এই সপ্তাহে মৌনী অমাবস্যায় স্নানের জলে মিশিয়ে নিন এটা

মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা৷ কৃষ্ণপক্ষের এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সাধারণত অমাবস্যায় শুভ কাজ হয় না৷ কিন্তু পিতৃতর্পণ ও পিতৃপুরুষের শ্রাদ্ধের জন্য এই তিথি আদর্শ৷
মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা৷ কৃষ্ণপক্ষের এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সাধারণত অমাবস্যায় শুভ কাজ হয় না৷ কিন্তু পিতৃতর্পণ ও পিতৃপুরুষের শ্রাদ্ধের জন্য এই তিথি আদর্শ৷

 

পিতৃদোষ ও কালসর্পদোষ কাটাতে এই তিথিতে উপবাস, পুজোপাঠের নানা রীতিনীতি পালন করা হয়৷ এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্য নদীতে স্নান ও দানধ্যান অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷
পিতৃদোষ ও কালসর্পদোষ কাটাতে এই তিথিতে উপবাস, পুজোপাঠের নানা রীতিনীতি পালন করা হয়৷ এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্য নদীতে স্নান ও দানধ্যান অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷

 

এই তিথিতে মৌনব্রত পালনও খুব গুরুত্বপূর্ণ৷ স্নানের পর জপতপ করে মৌনব্রত পালন করতে হয়৷ যাতে কুবাক্য, কুশব্দ প্রয়োগ থেকে আমরা বিরত হই, তার জন্যই এই তিথি পালন করা হয়৷
এই তিথিতে মৌনব্রত পালনও খুব গুরুত্বপূর্ণ৷ স্নানের পর জপতপ করে মৌনব্রত পালন করতে হয়৷ যাতে কুবাক্য, কুশব্দ প্রয়োগ থেকে আমরা বিরত হই, তার জন্যই এই তিথি পালন করা হয়৷

 

বর্তমান সময়ে মৌনব্রত পালন করা সম্ভব না হলে খেয়াল রাখুন যাতে মুখ থেকে অশ্লীল শব্দ উচ্চারিত না হয়৷ সংযম পালন করুন পঞ্চেন্দ্রিয়ের উপর৷
বর্তমান সময়ে মৌনব্রত পালন করা সম্ভব না হলে খেয়াল রাখুন যাতে মুখ থেকে অশ্লীল শব্দ উচ্চারিত না হয়৷ সংযম পালন করুন পঞ্চেন্দ্রিয়ের উপর৷

 

এ বছর মৌনী অমাবস্যা পালিত হবে ৯ ফেব্রুয়ারি৷ এই তিথিতে গঙ্গাস্নান করলে পুণ্যসঞ্চয় হবে বলে বিশ্বাস৷ যদি গঙ্গাস্নান সম্ভব না হয়, তাহলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন কয়েক ফোঁটা গঙ্গা জল৷
এ বছর মৌনী অমাবস্যা পালিত হবে ৯ ফেব্রুয়ারি৷ এই তিথিতে গঙ্গাস্নান করলে পুণ্যসঞ্চয় হবে বলে বিশ্বাস৷ যদি গঙ্গাস্নান সম্ভব না হয়, তাহলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন কয়েক ফোঁটা গঙ্গা জল৷

 

এই তিথিতে অন্ন, বস্ত্র, ভূমি, গোসম্পদ, স্বর্ণ এবং তিল দান করা অত্যন্ত পুণ্যের বলে বিশ্বাস করা হয়৷
এই তিথিতে অন্ন, বস্ত্র, ভূমি, গোসম্পদ, স্বর্ণ এবং তিল দান করা অত্যন্ত পুণ্যের বলে বিশ্বাস করা হয়৷

 

রীতি নীতি পালন করে নিষ্ঠা ভরে মৌনী অমাবস্যা তিথি পালন করলে পিতৃপুরুষের আশীর্বাদে জীবনে ধনসম্পদ ও সুখশান্তির অভাব হয় না বলেই প্রচলিত বিশ্বাস৷
রীতি নীতি পালন করে নিষ্ঠা ভরে মৌনী অমাবস্যা তিথি পালন করলে পিতৃপুরুষের আশীর্বাদে জীবনে ধনসম্পদ ও সুখশান্তির অভাব হয় না বলেই প্রচলিত বিশ্বাস৷

Amavasya 2024: শুভ এই অমাবস্যা তিথিতে পূর্ণ হবে মনের সকল বাসনা, ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন তারিখ, জানুন পূজাবিধি

কলকাতাঃ শাস্ত্রে তিথিমাহাত্ম্য বলে একটা কথা রয়েছে। অর্থাৎ, একেকটি তিথির থাকে নিজস্ব বিশেষ গুণ, সেই তিথি অনুসারে পূজার্চনায় মেলে বিশেষ ফল। তেমনই এক পবিত্র তিথি অমাবস্যা।

সনাতন হিন্দু ধর্মে অমাবস্যা তিথিগুলিকে নানা নামে এবং শ্রেণীতে ভাগ করা হয়েছে। ২০২৪ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অমাবস্যা হল মৌনী অমাবস্যা, যা শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পালিত হবে। মৌনী অমাবস্যার পর সোমবতী অমাবস্যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সোমবতী অমাবস্যা উপলক্ষে, ব্রাহ্ম মুহুর্তে পবিত্র নদীতে স্নান করা হয়। এরপর সামর্থ্য অনুযায়ী দান করার বিধান আছে শাস্ত্রে। সোমবতী অমাবস্যায় উপবাস পালনের মাধ্যমে মা পার্বতী এবং ভগবান মহাদেবের পূজা করা হয়। তাঁদের কৃপায় দাম্পত্য জীবন সুখের হয়। তিরুপতির জ্যোতিষী ড. কৃষ্ণ কুমার ভার্গব এই বিষয়ে জানাচ্ছেন বিশদে।

আরও পড়ুনঃএবার জ্যোতিষের বড়সড় পরিবর্তন! যুবক বেশে বৃহস্পতি, বিরাট উন্নতির ঝড়, দু’হাত ভরবে সোনার গয়নায়

তারিখ, তিথি
বৈদিক ক্যালেন্ডার অনুসারে চৈত্র অমাবস্যা হল সোমবতী অমাবস্যা। এ বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে ৮ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ৮টা ২১ মিনিট থেকে। এই তিথি সেই রাতে ১১টা ৫০ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এমতাবস্থায় সোমবতী অমাবস্যা সোমবার, ৮ এপ্রিল, চৈত্র অমাবস্যাও ওই দিনেই গণ্য করা হবে।

নামকরণ
সোমবার যে অমাবস্যা পড়ে তাকে সোমবতী অমাবস্যা বলা হয়। একইভাবে, মঙ্গলবারে পতিত অমাবস্যাকে বলা হয় ভৌমবতী অমাবস্যা এবং শনিবারের অমাবস্যাকে শনি অমাবস্যা বা শনিশ্চরি অমাবস্যা বলা হয়।

ব্রাহ্ম মুহূর্ত কখন
৮ এপ্রিল ২০২৪ তারিখ, সোমবতী অমাবস্যার স্নান ও দান ব্রাহ্ম মুহুর্তে ভের ৪টে ৩২ মিনিট থেকে সকাল ৫টা ১৮ মিনিট পর্যন্ত বৈধ। এই সময়কালেই পবিত্র নদ-নদীতে স্নান সাঙ্গ হবে। সকাল থেকে ইন্দ্র যোগ রয়েছে, তিথিতে বিরাজ করবে উত্তর ভদ্রপদা নক্ষত্র।

পূজা পদ্ধতি
সোমবতী অমাবস্যায় ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পর উপবাস ও পূজার সঙ্কল্প গ্রহণ করতে হবে। এরপর শিব ও মা পার্বতীর পূজা করতে হবে। ভগবান শিবকে গোটা আতপ চাল, বেলপত্র, ভাঙ, মন্দার ফুল, ধূপ, দীপ, মধু, নৈবেদ্য নিবেদন করতে হবে। দেবী পার্বতীকে গোটা আতপ চাল, সিঁদুর, ফুল, ফল, ধূপ, প্রদীপ, শঙ্গার সামগ্রী নিবেদন করতে হবে। এর পর শিব চালিসা ও পার্বতী চালিসা পাঠ পূর্বক উভয়ের আরতি করতে হবে।

সোমবতী অমাবস্যার গুরুত্ব
সোমবতী অমাবস্যায় উপবাস করে শিব ও পার্বতীর পূজা করলে সকল কষ্ট দূর হয় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায়। দাম্পত্য জীবনের সমস্যা মিটে যায়। সোমবতী অমাবস্যায় স্নান ও দান করলে পূর্বপুরুষরা প্রসন্ন হন। তর্পণ করলে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়।

Paush Amavasya 2024: আসছে পৌষ অমাবস্যা তথা এ বছরের প্রথম অমাবস্যা! জানুন পুণ্যতিথির দিনক্ষণ ও শুভ মুহূর্ত

পৌষ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুণ্যের দিন। পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথি বিশেষ মান্যতা পায় বিশ্বাসী তথা পুণ্যার্থীদের কাছে।
পৌষ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুণ্যের দিন। পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথি বিশেষ মান্যতা পায় বিশ্বাসী তথা পুণ্যার্থীদের কাছে।

 

এ বছর পৌষ অমাবস্যা তথা এ বছরের প্রথম অমাবস্যা শুরু হচ্ছে আগামী ১০ জানুয়ারি, ২০২৪।
এ বছর পৌষ অমাবস্যা তথা এ বছরের প্রথম অমাবস্যা শুরু হচ্ছে আগামী ১০ জানুয়ারি, ২০২৪।

 

সেদিন রাত ৮.১০-এ অমাবস্যা তিথি শুরু হচ্ছে। এই পুণ্যতিথি থাকবে পর দিন, ১১ জানুয়ারি শুক্রবার বিকেল ৫.২৬ পর্যন্ত।
সেদিন রাত ৮.১০-এ অমাবস্যা তিথি শুরু হচ্ছে। এই পুণ্যতিথি থাকবে পর দিন, ১১ জানুয়ারি শুক্রবার বিকেল ৫.২৬ পর্যন্ত।

 

এই দু’দিন ধরেই পালিত হবে পৌষ অমাবস্যা তিথি। বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় থেকে এই তিথি থাকবে বলে সেদিন এই তিথিপালনের সম্ভাবনা বেশি।
এই দু’দিন ধরেই পালিত হবে পৌষ অমাবস্যা তিথি। বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় থেকে এই তিথি থাকবে বলে সেদিন এই তিথিপালনের সম্ভাবনা বেশি।

 

পৌষ অমাবস্যার দিন দানধ্যান ও পুণ্যস্নানের শুভ সময় হল বৃহস্পতিবার ভোর ৫.৫৭ মিনিট থেকে সকাল ৬.২১ পর্যন্ত।
পৌষ অমাবস্যার দিন দানধ্যান ও পুণ্যস্নানের শুভ সময় হল বৃহস্পতিবার ভোর ৫.৫৭ মিনিট থেকে সকাল ৬.২১ পর্যন্ত।

 

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)