লাইফস্টাইল Kadi Pata Medicianl Benefit : বাড়ির টবেই গজাবে ঘন ‘সঞ্জীবনী’ গাছ, লিভারের সমস্যায় ‘ধন্বন্তরি’, সুগারের শেষ বিন্দু তাড়িয়ে ছাড়বে Gallery October 20, 2024 Bangla Digital Desk লিভারের যাবতীয় রোগ দূর করে, বাড়ায় হজম ক্ষমতা৷ বাড়ির এই চেনা গাছে রয়েছে অসম্ভব ঔষধি গুণ৷ সকালে উঠে খালি পেটে কারিপাতা চিবিয়ে খেয়ে নিলে তা চোখ ভাল রাখে। এতে চোখের দৃষ্টি অনেকটা উজ্জ্বল হয়। কারিপাতায় রয়েছে ভিটামিন এ। যা চোখ ভাল রাখতে সাহায্য করে। আয়ুর্বেদ চিকিৎসক অর্ণব ভট্টাচাৰ্য জানান,সকালে খালিপেটে এই পাতা চিবিয়ে খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকার দিয়ে থাকে। এছাড়াও কোনও সংক্রমিত রোগ যাতে শরীরে ছড়িয়ে না পড়ে তার জন্য এই কারিপাতা খালি পেটে খাওয়া খুবই উপকারী। লিভারের সমস্যা দূর করে হজমশক্তি বাড়িয়ে নিতে খুবই উপযোগী কারিপাতা। লিভারের কার্যক্ষমতাতেও এই কারিপাতা খুবই জরুরি। লিভারের কার্যকারিতা বাড়িয়ে দেয় কারিপাতা। সকালে উঠে অনেকেই ঝিমুনির মধ্যে থাকেন। অনেকেরই সকালে উঠে খালি পেটে বমিভাব হয়। তা দূর করতে কারিপাতা খুবই উপকার দেয়।শুধু তাই নয়, ব্লাড সুগার জাতীয় সমস্যা থেকেও রেহাই দেয়। কারি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে। যা চুলকে ভাল রাখে ও চুলের গোড়া মজবুত করে। এছাড়াও কারি পাতায় আছে প্রোটিন ও বেটা ক্যারোটিন। এই ধরনের উপাদান চুলে পুষ্টি যোগান দেয়।