ভাইবোনের পবিত্র ভালবাসার প্রতীক ভাইফোঁটা। দীপাবলীর পরেই প্রত্যেক ঘরে ঘরে ভাইফোঁটার আনন্দে মেতে ওঠে প্রত্য়েক বাঙালী পরিবার।

Bhai Dooj 2024: প্রতিপদ না দ্বিতীয়া, ভাইফোঁটার সঠিক দিন কোনটা… কেন দুই দিনেই ফোঁটা দেওয়ার চল?

ভাইবোনের পবিত্র ভালবাসার প্রতীক ভাইফোঁটা। দীপাবলীর পরেই প্রত্যেক ঘরে ঘরে ভাইফোঁটার আনন্দে মেতে ওঠে প্রত্য়েক বাঙালী পরিবার।
ভাইবোনের পবিত্র ভালবাসার প্রতীক ভাইফোঁটা। দীপাবলীর পরেই প্রত্যেক ঘরে ঘরে ভাইফোঁটার আনন্দে মেতে ওঠে প্রত্য়েক বাঙালী পরিবার।
কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটা হয়। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার চল। পূর্ববঙ্গের অনেক জায়গায প্রতিপদ এবং দ্বিতীয়া মিলে অনুষ্ঠিত হয়ে আসছে ভাইফোঁটা ।
কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটা হয়। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার চল। পূর্ববঙ্গের অনেক জায়গায প্রতিপদ এবং দ্বিতীয়া মিলে অনুষ্ঠিত হয়ে আসছে ভাইফোঁটা ।
প্রতিপদে ফোঁটা হলে কিন্তু ছড়াটাও বদলে যায়। সেক্ষেত্রে বলা হয়, ‘প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নীতা, আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা।’
প্রতিপদে ফোঁটা হলে কিন্তু ছড়াটাও বদলে যায়। সেক্ষেত্রে বলা হয়, ‘প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নীতা, আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা।’
আর দ্বিতীয়াতে ফোঁটা হলে সেই প্রচলিত ছড়া, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।’ এটাই তিন বার বলতে হয়। বোন বা দিদিরা বাঁ হাতের কড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেয়।
আর দ্বিতীয়াতে ফোঁটা হলে সেই প্রচলিত ছড়া, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।’ এটাই তিন বার বলতে হয়। বোন বা দিদিরা বাঁ হাতের কড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেয়।
কিন্তু কেন প্রতিপদে ফোঁটা দেওয়া হয় সেটা জানেন কী? কথিত আছে সেই সময়ে পূর্ববঙ্গে  যাতায়াতের ভরসা ছিল কেবল নৌকা। তাই ফোঁটা নিয়ে সেদিন ফিরে যাওয়া সম্ভব হত না। তাই আগের দিন ভাইদের ফোঁটা এবং পর দিন শুধুই খাওয়া দাওয়া।
কিন্তু কেন প্রতিপদে ফোঁটা দেওয়া হয় সেটা জানেন কী? কথিত আছে সেই সময়ে পূর্ববঙ্গে যাতায়াতের ভরসা ছিল কেবল নৌকা। তাই ফোঁটা নিয়ে সেদিন ফিরে যাওয়া সম্ভব হত না। তাই আগের দিন ভাইদের ফোঁটা এবং পর দিন শুধুই খাওয়া দাওয়া।
কেউ হোমের টিকা, কেউ চন্দনের ফোঁটা দিয়ে ভাই বা দাদার মঙ্গল কামনা করেন। কিন্তু কেন কড়ে আঙুল ব্যবহার করা হয় সেটা অনেকেই জানেন না। এটি মহাশূন্যের প্রতীক।  আমাদের হাতের আঙুলগুলোতে পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম অবস্থান করে। ব্যোম হচ্ছে কড়ে আঙুল।  ভাইবোনের পারস্পরিক ভালবাসা যেন অসীম ও অনন্ত হয়, তাই এই আঙুলের ব্যবহার।
কেউ হোমের টিকা, কেউ চন্দনের ফোঁটা দিয়ে ভাই বা দাদার মঙ্গল কামনা করেন। কিন্তু কেন কড়ে আঙুল ব্যবহার করা হয় সেটা অনেকেই জানেন না। এটি মহাশূন্যের প্রতীক। আমাদের হাতের আঙুলগুলোতে পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম অবস্থান করে। ব্যোম হচ্ছে কড়ে আঙুল। ভাইবোনের পারস্পরিক ভালবাসা যেন অসীম ও অনন্ত হয়, তাই এই আঙুলের ব্যবহার।
ভাইফোঁটার তারিখ, ৩ নভেম্বর, ২০২৪। দিনটি রবিবার। তিলকের সময় ১৩:১০:২৭ থেকে ১৫:২২:১৮। স্থিতিকাল: ২ ঘণ্টা ১১ মিনিট।
ভাইফোঁটার তারিখ, ৩ নভেম্বর, ২০২৪। দিনটি রবিবার। তিলকের সময় ১৩:১০:২৭ থেকে ১৫:২২:১৮। স্থিতিকাল: ২ ঘণ্টা ১১ মিনিট।
জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান ভাইফোঁটার দিন চন্দনের তিলক লাগালে ভাইয়েরা দীর্ঘায়ুর পাশাপাশি সুখ-সমৃদ্ধি হয়। জ্যোতিষ মতে, টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত।
জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান ভাইফোঁটার দিন চন্দনের তিলক লাগালে ভাইয়েরা দীর্ঘায়ুর পাশাপাশি সুখ-সমৃদ্ধি হয়। জ্যোতিষ মতে, টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত।