Tag Archives: Bhai Dooj 2024

Bhaiphonta 2024: আর মাত্র কয়েকটা মাস…! এ বছর কত তারিখে পড়ছে ভাইফোঁটা? স্থিতিকাল, সময়, কী বার জেনে নিন!

কালীপুজো এবং দীপাবলির পর পরই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা৷ আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বা ভাইয়ের কপালে মঙ্গলতিলক এঁকে শুভকামনা থাকে বোন বা দিদির তরফে৷
কালীপুজো এবং দীপাবলির পর পরই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা৷ আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বা ভাইয়ের কপালে মঙ্গলতিলক এঁকে শুভকামনা থাকে বোন বা দিদির তরফে৷
কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটা হয়। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার প্রচলন রয়েছে।
কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটা হয়। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার প্রচলন রয়েছে।
এই উপলক্ষে বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগান এবং তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। বোন তাঁর জন্য করা সমস্ত পরিশ্রমের জন্য ভাইকে উপহার দেন। ভাইও উপহার দেন বোনকে।
এই উপলক্ষে বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগান এবং তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। বোন তাঁর জন্য করা সমস্ত পরিশ্রমের জন্য ভাইকে উপহার দেন। ভাইও উপহার দেন বোনকে।
তিলকের পরে অনেকে ভাইকে আরতির থালায় প্লেটে সিঁদুর, চন্দন, ফল, ফুল, মিষ্টি এবং সুপারি থাকতে হবে। আরতির আগে ফল, সুপারি, স্ফটিক চিনি, পান, কালো ছোলা দেন।
তিলকের পরে অনেকে ভাইকে আরতির থালায় প্লেটে সিঁদুর, চন্দন, ফল, ফুল, মিষ্টি এবং সুপারি থাকতে হবে। আরতির আগে ফল, সুপারি, স্ফটিক চিনি, পান, কালো ছোলা দেন।
এই বছর ভাইফোঁটা অথবা ভাইদুজ কবে পড়ছে? আর কতক্ষণ থাকবে এই তিথি? জেনে নিন ভাইফোঁটার তারিখ।
এই বছর ভাইফোঁটা অথবা ভাইদুজ কবে পড়ছে? আর কতক্ষণ থাকবে এই তিথি? জেনে নিন ভাইফোঁটার তারিখ।
ভাইফোঁটার তারিখ, ৩ নভেম্বর, ২০২৪। দিনটি রবিবার। তিলকের সময় ১৩:১০:২৭ থেকে ১৫:২২:১৮। স্থিতিকাল: ২ ঘণ্টা ১১ মিনিট।
ভাইফোঁটার তারিখ, ৩ নভেম্বর, ২০২৪। দিনটি রবিবার। তিলকের সময় ১৩:১০:২৭ থেকে ১৫:২২:১৮। স্থিতিকাল: ২ ঘণ্টা ১১ মিনিট।

Bhai Dooj 2024: ভাইফোঁটার জন্য ঠিক এই দুটি মুহূর্তই সেরা, আপনার ভাইয়ের জীবন থেকে কাটবে সব আঁধার! সমৃদ্ধি-সুস্থতা হবে চিরসঙ্গী

*আজ ২৭ মার্চ হোলি ভাইফোঁটা। শাস্ত্রবিদরা বলেন, এ দিন ভাইয়ের কপালে টিকা বা তিলক এঁকে দিলে তাঁর জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই এ দিন দিদি বা বোনেরা ভাই বা দাদাদের কপালে তিলক এঁকে দেন ভাইয়ের বা দাদার মঙ্গল কামনায়। সংগৃহীত ছবি।
*আজ ২৭ মার্চ হোলি ভাইফোঁটা। শাস্ত্রবিদরা বলেন, এ দিন ভাইয়ের কপালে টিকা বা তিলক এঁকে দিলে তাঁর জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই এ দিন দিদি বা বোনেরা ভাই বা দাদাদের কপালে তিলক এঁকে দেন ভাইয়ের বা দাদার মঙ্গল কামনায়। সংগৃহীত ছবি।
*বছরে মূলত দু'বার এই ভাইফোঁটা পালন করা হয়। একটি পালন করা হয় দীপাবলির কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় দিনে, এই দিনেই মূলত ভাইফোঁটা দেন সকলে। তাই অনেকেই দ্বিতীয় দিনটির কথা জানেন না। সংগৃহীত ছবি।
*বছরে মূলত দু’বার এই ভাইফোঁটা পালন করা হয়। একটি পালন করা হয় দীপাবলির কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় দিনে, এই দিনেই মূলত ভাইফোঁটা দেন সকলে। তাই অনেকেই দ্বিতীয় দিনটির কথা জানেন না। সংগৃহীত ছবি।
*দ্বিতীয় ভাইফোঁটা পালন করা হয় দোলের পরে। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয় দিনে এই ভাইফোঁটা পালন করা ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায়। সংগৃহীত ছবি।
*দ্বিতীয় ভাইফোঁটা পালন করা হয় দোলের পরে। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয় দিনে এই ভাইফোঁটা পালন করা ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায়। সংগৃহীত ছবি।
*আজ ঠিক দুটি মুহূর্ত রয়েছে এই তিলক পরিয়ে দেওয়ার জন্য। এই সময়ের মধ্যে ভাই বা দাদার কপালে তিলক এঁকে, তাঁর মঙ্গল কামনা করলে জীবন থেকে কাটবে সব আঁধার। সমৃদ্ধি-সুস্থতা হবে চিরসঙ্গী, এমনটাই মনে করা হয়। সংগৃহীত ছবি।
*আজ ঠিক দুটি মুহূর্ত রয়েছে এই তিলক পরিয়ে দেওয়ার জন্য। এই সময়ের মধ্যে ভাই বা দাদার কপালে তিলক এঁকে, তাঁর মঙ্গল কামনা করলে জীবন থেকে কাটবে সব আঁধার। সমৃদ্ধি-সুস্থতা হবে চিরসঙ্গী, এমনটাই মনে করা হয়। সংগৃহীত ছবি।
*প্রথম শুভ মুহূর্ত শুরু হচ্ছে ১০টা বেজে ৫৪ মিনিট থেকে। অর্থাৎ হাতে আর মাত্র কিছুক্ষণ সময় রয়েছে, তারপরেই শুরু হয়ে যাবে শুভ মুহূর্ত। এই সময় স্থায়ী হবে বেলা ১২টা বেজে ২৭ মিনিট পর্যন্ত। সংগৃহীত ছবি।
*প্রথম শুভ মুহূর্ত শুরু হচ্ছে ১০টা বেজে ৫৪ মিনিট থেকে। অর্থাৎ হাতে আর মাত্র কিছুক্ষণ সময় রয়েছে, তারপরেই শুরু হয়ে যাবে শুভ মুহূর্ত। এই সময় স্থায়ী হবে বেলা ১২টা বেজে ২৭ মিনিট পর্যন্ত। সংগৃহীত ছবি।
*এ দিনের দ্বিতীয় শুভ সময় শুরু হবে বেলা ৩টে বেজে ৩১ মিনিট থেকে, শেষ হবে বিকেল ৫টা ০৪ মিনিটে। সংগৃহীত ছবি।
*এ দিনের দ্বিতীয় শুভ সময় শুরু হবে বেলা ৩টে বেজে ৩১ মিনিট থেকে, শেষ হবে বিকেল ৫টা ০৪ মিনিটে। সংগৃহীত ছবি।
*শাস্ত্রমতে, হোলি ভাইফোঁটার দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বোনের কাছ থেকে ফোঁটা নিতে। বোন ভাই বা দাদার পছন্দ মতো রান্না করে খাওয়ান তাঁকে। এরপর ভাই তাঁর সাধ্যমতো কেনা উপহার বোন বা দিদির হাতে তুলে দেন। সংগৃহীত ছবি।
*শাস্ত্রমতে, হোলি ভাইফোঁটার দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বোনের কাছ থেকে ফোঁটা নিতে। বোন ভাই বা দাদার পছন্দ মতো রান্না করে খাওয়ান তাঁকে। এরপর ভাই তাঁর সাধ্যমতো কেনা উপহার বোন বা দিদির হাতে তুলে দেন। সংগৃহীত ছবি।
*মঙ্গলদীপ জ্বালিয়ে আরতি হয় ভাইয়ের। রুপোর পাত্রে গঙ্গাজল এবং চন্দনের সঙ্গে দেওয়া হয় ২৭টি কেশরের পাপড়ি। সেই তিলক পরিয়ে দেওয়া হয় ভাইয়ের কপালে। প্রথম টিকা পরিয়ে দিতে হয় ভগবান বিষ্ণু এবং গণেশকে। সংগৃহীত ছবি।
*মঙ্গলদীপ জ্বালিয়ে আরতি হয় ভাইয়ের। রুপোর পাত্রে গঙ্গাজল এবং চন্দনের সঙ্গে দেওয়া হয় ২৭টি কেশরের পাপড়ি। সেই তিলক পরিয়ে দেওয়া হয় ভাইয়ের কপালে। প্রথম টিকা পরিয়ে দিতে হয় ভগবান বিষ্ণু এবং গণেশকে। সংগৃহীত ছবি।