মই ছাড়াই ফ্যান পরিষ্কার

ceiling fan cleaning tips: ধুলো পড়ে সিলিং ফ্যানের অবস্থা যা-তা? মই ছাড়াই এই কয়েকটা উপায়ে পরিষ্কার করুন, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে

দীপাবলির আর কয়েকদিনই বাকি তার আগে ঘর-দোর তো ভাল করে পরিষ্কার করতে হবে৷ সিলিং ফ্যান পরিষ্কার করতে মানুষের বেশ বেগ পেতে হয়৷ বিশেষ করে অনেক সময়ই বিছানা থেকে সিলিং ফ্যানের নাগাল পাওয়া যায় না৷ মই দিয়ে উঠে পরিষ্কার করা যেমন ঝক্কি, তেমনই পড়ে গিয়ে আঘাত লাগারও আশঙ্কা থাকে৷ তাহলে রইল বেশ কিছু টিপস৷ এগুলো মানলে মই ছাড়াই উঁচুতে লাগানো সিলিং ফ্যান পরিষ্কার করে নিতে পারে
দীপাবলির আর কয়েকদিনই বাকি তার আগে ঘর-দোর তো ভাল করে পরিষ্কার করতে হবে৷ সিলিং ফ্যান পরিষ্কার করতে মানুষের বেশ বেগ পেতে হয়৷ বিশেষ করে অনেক সময়ই বিছানা থেকে
সিলিং ফ্যানের নাগাল পাওয়া যায় না৷ মই দিয়ে উঠে পরিষ্কার করা যেমন ঝক্কি, তেমনই পড়ে গিয়ে আঘাত লাগারও আশঙ্কা থাকে৷ তাহলে রইল বেশ কিছু টিপস৷ এগুলো মানলে মই ছাড়াই উঁচুতে লাগানো সিলিং ফ্যান পরিষ্কার করে নিতে পারেন৷ 
আজকাল বাজারে ক্লিনিং ডাস্টার পাওয়া যায়, যা দিয়ে আপনি নীচে দাঁড়িয়েও ফ্যান পরিষ্কার করতে পারবেন। প্রথমে ডাস্টার দিয়ে শুকনো করে পরিষ্কার করে ফেলুন৷ এবার একটা বালতিতে সাদা ভিনিগার, ডিটারজেন্ট এবং ২ চা-চামচ নারকেল তেল দিন৷ মিশ্রণটি দিয়ে ভাল করে পাখার ব্লেড পরিষ্কার করে নিন৷
আজকাল বাজারে ক্লিনিং ডাস্টার পাওয়া যায়, যা দিয়ে আপনি নীচে দাঁড়িয়েও ফ্যান পরিষ্কার করতে পারবেন। প্রথমে ডাস্টার দিয়ে শুকনো করে পরিষ্কার করে ফেলুন৷ এবার একটা বালতিতে সাদা ভিনিগার, ডিটারজেন্ট এবং ২ চা-চামচ নারকেল তেল দিন৷ মিশ্রণটি দিয়ে ভাল করে পাখার ব্লেড পরিষ্কার করে নিন৷
বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার থাকলে, তা দিয়েও ফ্যান পরিষ্কার করে ফেলা যায়৷ প্রথমে ফ্যানটি বন্ধ রাখুন৷ তারপর, ভ্যাকুয়াম ক্লিনার ব্লেডের চারদিকে ঘুরিয়ে নিন৷ সে নিজেই সমস্ত ধুলো শুষে নেবে৷
বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার থাকলে, তা দিয়েও ফ্যান পরিষ্কার করে ফেলা যায়৷ প্রথমে ফ্যানটি বন্ধ রাখুন৷ তারপর, ভ্যাকুয়াম ক্লিনার ব্লেডের চারদিকে ঘুরিয়ে নিন৷ সে নিজেই সমস্ত ধুলো শুষে নেবে৷
বাজারে অনেক ধরনের ডাস্টিং ব্রাশ পাওয়া যায়৷ তা দিয়েও ফ্যানের ব্লেড পরিষ্কার করে ফেলা যায়৷ এতে মইতে চড়ার ঝক্কিও থাকে না৷
বাজারে অনেক ধরনের ডাস্টিং ব্রাশ পাওয়া যায়৷ তা দিয়েও ফ্যানের ব্লেড পরিষ্কার করে ফেলা যায়৷ এতে মইতে চড়ার ঝক্কিও থাকে না৷
হ্যাঙ্গারের দুই পাশে মোটা স্পঞ্জ লাগিয়ে বেঁধে দিন।  এবার হ্যাঙ্গারের একদিকে দড়ির সাহায্যে রড বা কাঠের লম্বা লাঠি বেঁধে দিন। মেঝেতে দাঁড়িয়েও আপনি এটি দিয়ে ফ্যান পরিষ্কার করতে পারেন। ডিটারজেন্ট জলের দ্রবণে স্পঞ্জটি ডুবিয়ে নিন৷ তারপর ফ্যানেতে ভাল করে ঘষে ঘষে নোংরা করে তুলে নিন৷
হ্যাঙ্গারের দুই পাশে মোটা স্পঞ্জ লাগিয়ে বেঁধে দিন। এবার হ্যাঙ্গারের একদিকে দড়ির সাহায্যে রড বা কাঠের লম্বা লাঠি বেঁধে দিন। মেঝেতে দাঁড়িয়েও আপনি এটি দিয়ে ফ্যান পরিষ্কার করতে পারেন। ডিটারজেন্ট জলের দ্রবণে স্পঞ্জটি ডুবিয়ে নিন৷ তারপর ফ্যানেতে ভাল করে ঘষে ঘষে নোংরা করে তুলে নিন৷