Tag Archives: Ceiling Fan Cleaning

Ceiling Fan Height: সিলিং ফ্যানের হাওয়ায় ঘর ঠান্ডা হচ্ছে না? মেঝে থেকে কতটা উঁচুতে ঝোলানো উচিত ফ্যান?

আজকালকার দিনে প্রায় প্রতিটি বাড়িতে সিলিং ফ্যান থাকেই। কুলার আর এসি অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে জায়গা করে নিয়েছে। কিন্তু সিলিং ফ্যানের প্রয়োজনীয়তায় এতটুকু ভাটা পড়েনি। অর্থাৎ প্রতিটি বাড়ির ঘরে ঘরে সিলিং ফ্যানের উপস্থিতি বাঁধাধরা।
আজকালকার দিনে প্রায় প্রতিটি বাড়িতে সিলিং ফ্যান থাকেই। কুলার আর এসি অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে জায়গা করে নিয়েছে। কিন্তু সিলিং ফ্যানের প্রয়োজনীয়তায় এতটুকু ভাটা পড়েনি। অর্থাৎ প্রতিটি বাড়ির ঘরে ঘরে সিলিং ফ্যানের উপস্থিতি বাঁধাধরা।
তবে অনেকেই অভিযোগ করেন যে, দামি ফ্যান লাগিয়েও তেমন হাওয়া পাওয়া যাচ্ছে না। আসলে এই হাওয়া নির্ভর করে ঘরের আকার, ফ্যানের আকার, ধরন এবং মোটর-সহ সিলিং ফ্যানটি কত উচ্চতায় লাগানো হয়েছে, তার উপর।
তবে অনেকেই অভিযোগ করেন যে, দামি ফ্যান লাগিয়েও তেমন হাওয়া পাওয়া যাচ্ছে না। আসলে এই হাওয়া নির্ভর করে ঘরের আকার, ফ্যানের আকার, ধরন এবং মোটর-সহ সিলিং ফ্যানটি কত উচ্চতায় লাগানো হয়েছে, তার উপর।
বেশি পরিমাণে হাওয়া চাইলে নির্ধারিত উচ্চতায় ফ্যান লাগানো বাধ্যতামূলক। তবে শুধুমাত্র বাতাসের জন্য নয়, নিরাপত্তার দিকটা মাথায় রেখেও উপযুক্ত উচ্চতায় ফ্যান লাগানো খুবই গুরুত্বপূর্ণ। তবে বিশেষ বিষয় হল, ঘরের মেঝে থেকে কত উচ্চতায় সিলিং ফ্যান ঝোলানো উচিত, সেটা অনেকেই জানেন না।
বেশি পরিমাণে হাওয়া চাইলে নির্ধারিত উচ্চতায় ফ্যান লাগানো বাধ্যতামূলক। তবে শুধুমাত্র বাতাসের জন্য নয়, নিরাপত্তার দিকটা মাথায় রেখেও উপযুক্ত উচ্চতায় ফ্যান লাগানো খুবই গুরুত্বপূর্ণ। তবে বিশেষ বিষয় হল, ঘরের মেঝে থেকে কত উচ্চতায় সিলিং ফ্যান ঝোলানো উচিত, সেটা অনেকেই জানেন না।
উচ্চতা কেমন হওয়া উচিত:আমেরিকান লাইটিং সোসাইটির বক্তব্য অনুযায়ী, ভাল বায়ুচলাচলের জন্য ঘরের মেঝে থেকে ৮ থেকে ৯ ফুট উচ্চতায় ফ্যান ঝোলানো উচিত। এই উচ্চতায় ফ্যান লাগালে তা শুধু পুরো ঘরেই সর্বোচ্চ বাতাস দেবে না, সেই সঙ্গে এটা সম্পূর্ণরূপে নিরাপদও বটে।
উচ্চতা কেমন হওয়া উচিত:
আমেরিকান লাইটিং সোসাইটির বক্তব্য অনুযায়ী, ভাল বায়ুচলাচলের জন্য ঘরের মেঝে থেকে ৮ থেকে ৯ ফুট উচ্চতায় ফ্যান ঝোলানো উচিত। এই উচ্চতায় ফ্যান লাগালে তা শুধু পুরো ঘরেই সর্বোচ্চ বাতাস দেবে না, সেই সঙ্গে এটা সম্পূর্ণরূপে নিরাপদও বটে।
আবার সিলিং ফ্যান সব সময় সিলিং থেকে কমপক্ষে ৮ ইঞ্চি নিচে থাকা উচিত। আসলে সিলিংয়ের খুব কাছাকাছি ফ্যান থাকলে কম বাতাস মেলে। সেই সঙ্গে তা গরম বাতাস নিক্ষেপ করে। আবার মেঝে থেকে কমপক্ষে ৮ ফুট উচ্চতায় লাগানো পাখা থেকে হাত বা মাথায় আঘাত পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
আবার সিলিং ফ্যান সব সময় সিলিং থেকে কমপক্ষে ৮ ইঞ্চি নিচে থাকা উচিত। আসলে সিলিংয়ের খুব কাছাকাছি ফ্যান থাকলে কম বাতাস মেলে। সেই সঙ্গে তা গরম বাতাস নিক্ষেপ করে। আবার মেঝে থেকে কমপক্ষে ৮ ফুট উচ্চতায় লাগানো পাখা থেকে হাত বা মাথায় আঘাত পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
এই বিষয়গুলোও মাথায় রাখা জরুরি:আবার সিলিং ফ্যান সব সময় ঘরের মাঝখানেই বসানো উচিত। এর ফলে সারা ঘরে সমান ভাবে বাতাস ছড়িয়ে পড়বে। পাখা কখনওই দেওয়ালের কাছাকাছি লাগানো উচিত নয়। কারণ দেওয়ালে আঘাতের সম্ভাবনা একেবারেই থাকে না। মনে রাখা আবশ্যক যে, ফ্যানের ব্লেড দ্বারা গঠিত বৃত্তের অন্তত ৬ ইঞ্চি বাইরে কিছু থাকা উচিত নয়। এর আশপাশে পর্দা অথবা অন্য কোনও জিনিস থাকা উচিত নয়। সিলিং থেকে ফ্যান ঝোলানোর সময় এটাও মাথায় রাখতে হবে, যে হুক থেকে সেটা ঝোলানো হচ্ছে, তা যেন শক্তপোক্ত হয়।
এই বিষয়গুলোও মাথায় রাখা জরুরি:
আবার সিলিং ফ্যান সব সময় ঘরের মাঝখানেই বসানো উচিত। এর ফলে সারা ঘরে সমান ভাবে বাতাস ছড়িয়ে পড়বে। পাখা কখনওই দেওয়ালের কাছাকাছি লাগানো উচিত নয়। কারণ দেওয়ালে আঘাতের সম্ভাবনা একেবারেই থাকে না। মনে রাখা আবশ্যক যে, ফ্যানের ব্লেড দ্বারা গঠিত বৃত্তের অন্তত ৬ ইঞ্চি বাইরে কিছু থাকা উচিত নয়। এর আশপাশে পর্দা অথবা অন্য কোনও জিনিস থাকা উচিত নয়। সিলিং থেকে ফ্যান ঝোলানোর সময় এটাও মাথায় রাখতে হবে, যে হুক থেকে সেটা ঝোলানো হচ্ছে, তা যেন শক্তপোক্ত হয়।

Clean Ceiling Fan: সিলিং ফ‍্যান পরিষ্কার করুন এইভাবে, মিনিটে হবে ঝকঝকে! ধুলো থেকে বাঁচবে আপনার মাথা এবং ঘর

আসতে আসতে বিদায় নিচ্ছে শীত। ফের একটু একটু করে ভাসতে শুরু করেছে ঘাম। এবার বাড়ির সিলিং ফ‍্যান গুলোর ‘শীতঘুম’ কাটিয়ে জেগে ওঠার পালা। তবে ফ‍্যান ঘোরাবার আগে মাথাব‍্যথা হয়ে দাঁড়িয়েছে ফ‍্যানের গায়ে লেগে থাকা একপ্রস্থ ধুলো। অনেকখানি উঁচুতে থাকা ফ‍্যান পরিষ্কার করা মহাঝক্কির ব‍্যাপার।
আসতে আসতে বিদায় নিচ্ছে শীত। ফের একটু একটু করে ভাসতে শুরু করেছে ঘাম। এবার বাড়ির সিলিং ফ‍্যান গুলোর ‘শীতঘুম’ কাটিয়ে জেগে ওঠার পালা। তবে ফ‍্যান ঘোরাবার আগে মাথাব‍্যথা হয়ে দাঁড়িয়েছে ফ‍্যানের গায়ে লেগে থাকা একপ্রস্থ ধুলো। অনেকখানি উঁচুতে থাকা ফ‍্যান পরিষ্কার করা মহাঝক্কির ব‍্যাপার।
সিলিং ফ‍্যান পরিষ্কার করা অনেকের কাছেই বেশ কঠিন কাজ। পুরো শীত জুড়ে বন্ধ থাকায় মোটা ধুলো জমে যায় ফ‍্যানে। আপনিও যদি এমনটাই ভেবে মাথায় দিয়ে থাকেন, তবে এই প্রতিবেদন আপনারই জন‍্য। খুব সহজেই কীভাবে পরিষ্কার করা যায় সিলিং ফ‍্যান? জেনে নিন সহজ উপায়
সিলিং ফ‍্যান পরিষ্কার করা অনেকের কাছেই বেশ কঠিন কাজ। পুরো শীত জুড়ে বন্ধ থাকায় মোটা ধুলো জমে যায় ফ‍্যানে। আপনিও যদি এমনটাই ভেবে মাথায় দিয়ে থাকেন, তবে এই প্রতিবেদন আপনারই জন‍্য। খুব সহজেই কীভাবে পরিষ্কার করা যায় সিলিং ফ‍্যান? জেনে নিন সহজ উপায়
পুরনো বালিশের ঢাকনা: সিলিং ফ্যান পরিষ্কার করতে বালিশের ঢাকনা ব‍্যবহার করতে পারেন। বালিশের ঢাকনা দিয়ে খুব সহজেই ফ‍্যান পরিষ্কার করা যায়। বালিশের ঢাকনা ফ‍্যানে পরিয়ে দিন। এবার ভাল করে ঘষে দিলেই সহজে পরিষ্কার হবে ফ‍্যান।
পুরনো বালিশের ঢাকনা: সিলিং ফ্যান পরিষ্কার করতে বালিশের ঢাকনা ব‍্যবহার করতে পারেন। বালিশের ঢাকনা দিয়ে খুব সহজেই ফ‍্যান পরিষ্কার করা যায়। বালিশের ঢাকনা ফ‍্যানে পরিয়ে দিন। এবার ভাল করে ঘষে দিলেই সহজে পরিষ্কার হবে ফ‍্যান।
ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে: অনেকেই সোফা, কার্পেটের মতো জিনিস ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করেন। তবে, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ফ‍্যানও খুব ভালভাবে পরিষ্কার করা যায়। এ জন্য চেয়ার বা স্টুলে দাঁড়িয়ে ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে ফ্যান পরিষ্কার করুন। এতে করে নিমেষেই সব ময়লা চলে যাবে এবং আপনার ফ্যান একদম ঝকঝকে দেখাবে।
ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে: অনেকেই সোফা, কার্পেটের মতো জিনিস ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করেন। তবে, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ফ‍্যানও খুব ভালভাবে পরিষ্কার করা যায়। এ জন্য চেয়ার বা স্টুলে দাঁড়িয়ে ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে ফ্যান পরিষ্কার করুন। এতে করে নিমেষেই সব ময়লা চলে যাবে এবং আপনার ফ্যান একদম ঝকঝকে দেখাবে।
মোজা ব্যবহার করুন: বাড়িতে অনেক পুরনো মোজা রয়েছে। এগুলি ব্যবহার করে সহজেই ফ্যান পরিষ্কার করতে পারেন। এ জন্য ফুল সাইজের সুতির মোজা অর্থাত্‍ একটু লম্লা ধরণের মোজা ব‍্যবহার করুন।
মোজা ব্যবহার করুন: বাড়িতে অনেক পুরনো মোজা রয়েছে। এগুলি ব্যবহার করে সহজেই ফ্যান পরিষ্কার করতে পারেন। এ জন্য ফুল সাইজের সুতির মোজা অর্থাত্‍ একটু লম্লা ধরণের মোজা ব‍্যবহার করুন।
মোজা জলে ভিজিয়ে নিচড়ে নিন। তারপর সেই মোজা দিয়ে ফ্যানের ব্লেড ঢেকে দিন। এবার মোজার যে প্রান্ত বাইরের দিকে রয়েছে সেটি ধরে টানুন। ব‍্যাস মুহূর্তেই চকচকে হয়ে উঠবে ফ‍্যান।
মোজা জলে ভিজিয়ে নিচড়ে নিন। তারপর সেই মোজা দিয়ে ফ্যানের ব্লেড ঢেকে দিন। এবার মোজার যে প্রান্ত বাইরের দিকে রয়েছে সেটি ধরে টানুন। ব‍্যাস মুহূর্তেই চকচকে হয়ে উঠবে ফ‍্যান।
কবওয়েব ব্রাশ: কবওয়েব ব্রাশ বা জালের মতো মাথাওয়ালা ঝুল ঝাড়ার ব্রাশ দিয়েও সহজেই ফ‍্যান পরিষ্কার করতে পারেন। এর জন্য পাখার ব্লেডে কাবওয়েব ব্রাশ লাগিয়ে সোয়াইপ করুন। এতে ফ্যানের ওপর জমে থাকা ধুলোবালি দ্রুত দূর হয়ে যাবে এবং আপনার ফ্যান সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।

কবওয়েব ব্রাশ: কবওয়েব ব্রাশ বা জালের মতো মাথাওয়ালা ঝুল ঝাড়ার ব্রাশ দিয়েও সহজেই ফ‍্যান পরিষ্কার করতে পারেন। এর জন্য পাখার ব্লেডে কাবওয়েব ব্রাশ লাগিয়ে সোয়াইপ করুন। এতে ফ্যানের ওপর জমে থাকা ধুলোবালি দ্রুত দূর হয়ে যাবে এবং আপনার ফ্যান সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।
এই বিষয়গুলো মাথায় রাখুন: সিলিং ফ্যান পরিষ্কার করতে হলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, বিদ্যুৎ বন্ধ করুন, যাতে বৈদ্যুতিক শক না খেতে হয়। এর পরে, মাথা এবং মুখ একটি কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং তারপরেই ফ্যান পরিষ্কার করুন। এর ফলে ধুলোবালি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হবেন।
এই বিষয়গুলো মাথায় রাখুন: সিলিং ফ্যান পরিষ্কার করতে হলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, বিদ্যুৎ বন্ধ করুন, যাতে বৈদ্যুতিক শক না খেতে হয়। এর পরে, মাথা এবং মুখ একটি কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং তারপরেই ফ্যান পরিষ্কার করুন। এর ফলে ধুলোবালি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হবেন।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

লাগবে না মই-চেয়ার, একটি প্লাস্টিক বোতলেই পরিষ্কার হবে নোংরা সিলিং ফ্যান, কীভাবে? জানুন বিস্তারিত

কলকাতা: বাড়ির সিলিং ফ্যান পরিষ্কার করা নিয়ে সব বাড়িতেই কম বেশি সমস্যা হয়ে থাকে। কারণ হাতের নাগালে ফ্যান না থাকায় নয় মই, নয় টুল-চেয়ারের দরকার পরে। তারপরও ঠিক করে নাগাল পাওয়া যায় না। ফলে সঠিক ভাবে ফ্যান পরিষ্কারও করা যায় না। যার ফলে ফ্যানের শো যেমন নষ্ট হয়, তেমন দীর্ঘ দিন ময়লা জমলে হাওয়ার গতিও কমে যায়।

তবে এই প্রতিবেদনে এমন একটি পদ্ধতির কথা বলা হয়েছে যেটা দিয়ে দিয়ে খুব সহজেই চকচকে পরিষ্কার করা যাবে সিলিং ফ্যান। আর তার জন্য লাগবে কেবল একটি মাত্র প্লাস্টিকের বোতল। কী জেনে অবাক হলেন? ভাবছেন কী করে একটি প্লাস্টিক বোতল দিয়ে ফ্যান পরিষ্কার করা সম্ভব? অবাক হলেও সত্যি। তাহলে চলুন জানা যাক কীভাবে প্লাস্টিক বোতল দিয়ে ফ্যান পরিষ্কার করা যায়।

প্রথমে একটি বড় সাইজের প্লাস্টিক বোতল নিতে হবে। তার পেটের দিকে উপর নীচ করে তিন আঙুল মাপ নিয়ে ডিজাইন করতে হবে। এবার সেই মাপ নেওয়া অংশ দুই দিক থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। ছোট একটি প্লাস্টিকের খালি বোতল নিয়ে কেটে শুধু মুখের দিকটি কেটে বড় বোতলটির মধ্যে কায়দা করে ঢুকাতে হবে। তারপর দুটি সুতির কাপড় বোতলের কাটা জায়গায় ঘুড়িয়ে লাগিয়ে দিতে হবে এবং দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। পুরো বিষয়টি বোঝার জন্য একটি ভিডিও প্রতিবেদনে দেওয়া হল।

এরপর ছোট বোতলটির ছিপি খুলে সেই জায়গায় লাগাতে হবে পর্দার স্ট্যান্ড বা লাঠি। যা সকলের বাড়িতেই পাওয়া যায়। তৈরি আপনার ফ্যান পরিষ্কারের হাতে বানানো জিনিস। এবার লাঠিটিকে ধরে ফ্যানের একটি করে ব্লেড বোতলের কাটা জায়গা দিয়ে প্রবেশ করাতে হবে। আর উপর নীচে কাপড় থাকায় লাঠিটিকে কয়েক বার ব্লেডের এপার থেকে ওপার আপ-ডাউন করলেই দেখবেন ফ্যানের ময়লা সব উঠে যাচ্ছে।

আরও পড়ুনঃ Lifetyle: মেয়েদের কী শুঁকলে ‘উত্তেজনা’ কমে যায় পুরুষদের? গবেষণায় চমকে দেওয়া রিপোর্ট

এভাবে ফ্যানের প্রতিটি ব্লেড পরিষ্কার করে নিন। আর শেষে মাঝের অংশটি বোতলের উপর দিকে যে কাপড় থাকবে তা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। এভাবে সহজেই না মই, না টুল-চেয়ার লাগবে, সহজে আপনি নিজেই ঘরের ফ্যান পরিষ্কার করে নিতে পারবেন।