রবিবার বেঙ্গালুরু টেস্টের ‘বড় দিন’! ভারতের চাই ১০ উইকেট, নিউজিল্যান্ডের ১০৭ রান

বেঙ্গালুরু: কোনও মিরাকেল কি ঘটবে! যদি ঘটে তা হলে আবার ঘরের মাঠে ইতিহাস লিখবে ভারতীয় দল। তা না হলে নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারতে হবে রোহিত শর্মার দলকে।

দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানে শেষ টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৪৬ রানের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ছিল ভারত। তার পরও পাল্টা লড়াই সরফরাজ খান, ঋষভ পন্থ, বিরাট কোহলিদের। তার পর ৪৬২ রান তোলে ভারত।

চতুর্থ দিনের শেষটা হল বৃষ্টি দিয়ে। শেষ দিনে নিউজিল্যান্ডের জয়ের জন্য চাই ১০৭ রান। আর ভারতের চাই ১০ উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে ঘটেছিল ভারতের। সেদিন শূন্য রানে আউট হয়েছিলেন ভারতের পাঁচজন ব্যাটার। এর পর নিউজিল্যান্ড করে ৪০২ রান। ৩৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।

আরও পড়ুন- সরফরাজ খান পিচের মাঝখানে ও কী করছিলেন! পন্থের সঙ্গে রান নিতে গিয়ে হলেন ভাইরাল

তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৩১ রান। শুক্রবার দিনের শেষ বলে ব্যক্তিগত ৭০ রান করে আউট হন বিরাট কোহলি। ৭০ রানে অপরাজিত থাকেন সরফরাজ খান। এর পর চতুর্থ দিনে সরফরাজ খানের সঙ্গে ব্যাট করেন ঋষভ পন্থ। ১৫০ রান করে টিম সাউদির বলে কভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সরফরাজ। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ঋষভ পন্থ। ৯৯ রান করে বোল্ড হন তিনি।

সেকেন্ড ইনিংসেও ব্যর্থ রাহুল। মাত্র ১২ রান করে ও’রোর্কের বলে খোঁচা দিয়ে আউট এল রাহুল। এর পর কম রানে আউট হন জাদেজাও। করেন মাত্র ৫ রান। জাদেজাকেও আউট করেন ও’রোর্ক। ১৫ রান করে আউট আর অশ্বিন। এর পর ভারতের ইনিংস আর বেশিক্ষণ টেকেনি। ৪৬২ রানে শেষ হয়ে যায় দ্বিতীয় ইনিংস। শেষ দিনে নিউজিল্যান্ডের জয়ের জন্য চাই ১০৭ রান।

আরও পড়ুন- ইস্ট-মোহন ডার্বিতে ফের প্রতিবাদের আঁচ! আরজি করে বিচারের দাবিতে একজোট ঘটি-বাঙাল

এদিন শেষ বেলায় মাত্র চার বল খেলা হয়। তার পর আলো কম থাকার জন্য আম্পায়ার খেলা বন্ধ করেন। তখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় বেঙ্গালুরুতে। মাঠ ঢেকে দেওয়া হয়।