লাইফস্টাইল Relationship: সঙ্গী কপালে চুমু খায়? জেনে নিন আপনার সঙ্গী সৎ না খুব বেশি অসৎ, গবেষণার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে Gallery October 20, 2024 Bangla Digital Desk চুমু… রোম্যান্সের শেষ কথা! শুধু প্রেমই নয়! দীর্ঘ দিন সুস্থ থাকা, মেদ ঝড়ানো থেকে শুরু করে হার্ট ভাল রাখার অন্যতম উপাদানও জমিয়ে চুমু খাওয়া! বহু যুগ ধরেই নানা গবেষণা এমনটাই দাবি করছে। চুমু হরেক কিসিমের হয়। গবেষণায় দাবি, চুমু থেকেই আঁচ করা যায় আপনার সঙ্গী কেমন বা আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে। যদি আপনার সঙ্গী কপালে চুমু খায় তার অর্থ কী জানেন? আপনার সঙ্গী কি সৎ না অসৎ? কপালে চুমু বিষয়টিই খুব রোম্যান্টিক। সঙ্গী যদি আপনার কপালে চুমু খান, বুঝতে হবে তিনি আপনার যত্ন-খেয়াল রাখেন। তিনি আপনাকে নিয়ে খুব সিরিয়াস। তিনি আপনার বাহ্যিক চেহাড়া নয়, আপনার মনটাকে ভালবাসে। সঙ্গী কপালে চুমু খাওয়া মানে, মানুষটা আপনার সঙ্গে, আপনার পাশে থাকবেন। আপনার হাত ছেড়ে দেবেনা হাজার প্রতিকূলতাতেও। গালে চুমু খাওয়ার ইঙ্গিত, সঙ্গী আপনাকে বেশি বন্ধু হিসাবে দেখে। এখন-ও আপনাদের মধ্যে রোম্যান্টিক কেমিস্ট্রি গড়ে ওঠেনি। সে আপনাকে প্রেমিক বা প্রেমিকা ভেবে উঠতে পারেনি। গলায় চুমু খাওয়া মানে, আপনার সঙ্গী আপনাকে এক মূহূর্তও ছেড়ে থাকতে পারছেন না। তিনি আপনাকে ভালবাসেন এবং আবেগপ্রবণভাবে আপনার প্রতি আকৃষ্ট। চোখে চুমু খাওয়া মানে সঙ্গী এখন-ও আপনাকে রোম্যান্টিকভাবে ভালবেসে উঠতে পারেনি, তবে আপনাকে খুব সম্মান করে। ঠোঁটে চুমু খাওয়া সবথেকে বেশি প্রচলিত। যদি প্রকাশ্যে সঙ্গী ঝটপট আপনার ঠোঁটে চুমু খায়, তার অর্থ তিনি আপনাকে নিয়ে খুব সিরিয়াস।