উত্তরবঙ্গ Weather Forecast: সাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ… কালীপুজোয় দুর্যোগের আশঙ্কা, কেমন থাকবে উত্তরের আবহাওয়া? Gallery October 20, 2024 Bangla Digital Desk গভীর নিম্নচাপ, ঘূর্ণাবর্ত। ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গে, তেমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজও উত্তরের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কিছুটা নেমেছে। বৃষ্টিতে ভিজছে কালিম্পং-সহ সমতলের কয়েকটি জেলা। শিলিগুড়িতে কখনও রোদ। আবার হালকা মেঘ। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি।দার্জিলিংয়ে মেঘ আর কুয়াশায় ঢাকা পাহাড়। জলপাইগুড়িতে মেঘলা আকাশ। ঝিরিঝিরি বৃষ্টি। ভোর থেকে বৃষ্টি ডুয়ার্সে। কোচবিহারে মেঘলা আকাশ। সপ্তাহের শেষে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মেঘলা আকাশ থাকবে। তবে যে কোনও মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কালীপুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা৷ ২৩ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে৷ আগামী ২০ অক্টোবর ২০২৪ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে৷ *টানা এক থেকে দু’দিন বৃষ্টি হবে দক্ষিণের বিভিন্ন প্রান্তে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে। দক্ষিণের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফাইল ছবি।