লাইফস্টাইল Cleaning Tips: রোজ সাফাইয়ের ঝামেলা নেই! ঘর মোছার জলে মিশিয়ে নিন এই ৩ জিনিস, ঝকঝক করবে মেঝে Gallery October 20, 2024 Bangla Digital Desk ঘরের স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রান্নাঘর, টয়লেট এবং বাড়ির মেঝে। মেঝেতে ময়লা, ধুলোবালি এবং জীবাণু থাকে। যদি ঝাড়ু দেওয়া এবং মপিং সঠিকভাবে করা না হয়, তাহলে সেগুলির সংস্পর্শে আসার পর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তবে ব্যস্ততার কারণে অনেক সময় রোজ ঝাড়ু দেওয়া বা মপিং করা হয় না, তাঁদের জন্য রইল সহজ টিপস। এটি মেনে চললে রোজ মপিং না করলেও ঘর থাকবে পরিষ্কার। প্রথমে আধা বালতি জল নিন। এবার এতে এক চামচ নুন দিন। এখন মপিং এর জন্য যে ফিনাইল ব্যবহার করেন, তা এক চামচ যোগ করুন। তার সঙ্গেই এক চামচ গোলাপ জল যোগ করুন। ফিনাইল ব্যাকটেরিয়া ছত্রাকের বৃদ্ধি রোধ করে। ক্ষতিকারক অণুজীব মেরে ফেলে। টিকটিকি, পোকামাকড় সব পালিয়ে যায়। ঘরের মেঝে সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকে।