কলকাতা IMD Bengal Weather Update: টিক টিক করছে ঘড়ির কাঁটা, হাতে নেই সময়…! বঙ্গোপসাগরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের ভ্রকুটি! ব্যাপক ঝড়বৃষ্টি কাঁপাবে একাধিক জেলা… Gallery October 20, 2024 Bangla Digital Desk বুধবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা ও বাংলা উপকূলের কাছাকাছি চলে আসবে। আগামী ২৪ ঘন্টায় উত্তর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে আন্দামান সাগর ও মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সকালে এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হবে। বৃহস্পতিবার সকালে উপকূলের কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।আবহাওয়া দফতর এখনও ল্যান্ডফল সম্পর্কে কিছু না জানালেও ইউরোপিয়ান মডেল গুলো জানাচ্ছে ওড়িশার ভুবনেশ্বর থেকে খুলনার মধ্যে সম্ভাবনা বেশি। এর মধ্যে ওড়িশার পারাদ্বীপ অথবা বাংলাদেশের সাতক্ষীরা দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা সব থেকে বেশি। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। ২১ তারিখ অর্থাৎ সোমবার থেকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২২ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ। ২৩ অক্টোবর বুধবার থেকে ২৬ শে অক্টোবর শনিবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার থেকে উপকূলে প্রভাব পড়বে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা ঝরো হাওয়া ও বৃষ্টি শুরু হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলী উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। হালকা ঝড়ো হাওয়া থাকবে, উপকূলের জেলাগুলিতে ঝড়ো হওয়ার পরিমাণ গতিবেগ বেশি থাকবে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড় স্থলভাগের কাছে থাকি আসলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ফসলের ক্ষতি হতে পারে। ঝোড়ো হাওয়ায় উপকূলের উপকূল সংলগ্ন জেলাগুলিতে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। সমুদ্রের জল ভেড়িতে ঢুকে যেতে পারে। কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। আমন খান ও আলু চাষে ক্ষতি হতে পারে।