শেষ পছন্দ হয় শাহরুখ। আর শাহরুখ খান সত্যিই হেরে গিয়ে জিতে যান বাজিগর।

Shah Rukh Khan Kajol: শাহরুখ না, বাজিগর-এর প্রথম পছন্দ ছিল অন্য ৩ নায়ক! নামগুলি জানলে হা হয়ে যাবেন

১৯৯৩ সাল। প্রেক্ষাগৃহে মুক্তি পায় আব্বাস-মস্তান পরিচালিত রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি 'বাজিগর'। বলিউডের বাদশার কেরিয়ারের শুরুতেই এই ছবিটি মাইলফলক তৈরি করে।
১৯৯৩ সাল। প্রেক্ষাগৃহে মুক্তি পায় আব্বাস-মস্তান পরিচালিত রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘বাজিগর’। বলিউডের বাদশার কেরিয়ারের শুরুতেই এই ছবিটি মাইলফলক তৈরি করে।
অজয় শর্মা ওরফে বিকি মলহোত্রার চরিত্রের বিভিন্ন দিক নিপুণ ভাবে বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন শাহরুখ। কিন্তু এই চরিত্রের জন্য শাহরুখ প্রথম পছন্দ ছিলেন না পরিচালক যুগলের।
অজয় শর্মা ওরফে বিকি মলহোত্রার চরিত্রের বিভিন্ন দিক নিপুণ ভাবে বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন শাহরুখ। কিন্তু এই চরিত্রের জন্য শাহরুখ প্রথম পছন্দ ছিলেন না পরিচালক যুগলের।
শাহরুখ খান তখন ইন্ডাস্ট্রিতে নতুন। তাঁর কথা কোনও পরিচালকের মনেই হয়নি।
শাহরুখ খান তখন ইন্ডাস্ট্রিতে নতুন। তাঁর কথা কোনও পরিচালকের মনেই হয়নি।
বাজিগর ছবিতেই প্রথম শাহরুখ ও কাজল একসঙ্গে কাজ করেন। পরে এই জুটি বলিউডের অন্যতম সেরা অনস্ক্রিন জুটির তকমা পেয়েছে।
বাজিগর ছবিতেই প্রথম শাহরুখ ও কাজল একসঙ্গে কাজ করেন। পরে এই জুটি বলিউডের অন্যতম সেরা অনস্ক্রিন জুটির তকমা পেয়েছে।
এই ছবিতেই প্রথম বলিউডে অভিনয় করেন শিল্পা শেঠি।
এই ছবিতেই প্রথম বলিউডে অভিনয় করেন শিল্পা শেঠি।
বাজিগরে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা সিদ্ধার্থ রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কয়েক বছর আগে।
বাজিগরে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা সিদ্ধার্থ রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কয়েক বছর আগে।
জানেন, পরিচালক আব্বাস-মস্তান প্রথম এই ছবির জন্য কাকে নায়কের প্রস্তাব দিয়েছিলেন? সলমান খানকে। কিন্তু অন্য শ্যুটিং থাকায় সলমান না করে দেন।
জানেন, পরিচালক আব্বাস-মস্তান প্রথম এই ছবির জন্য কাকে নায়কের প্রস্তাব দিয়েছিলেন? সলমান খানকে। কিন্তু অন্য শ্যুটিং থাকায় সলমান না করে দেন।
এরপর সেই অফার যায় অনিল কাপুরের কাছে।  কিন্তু চরিত্রটি নেতিবাচক হওয়ায় অনিল স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের চরিত্রে অভিনয় করতে পারবেন না তিনি।
এরপর সেই অফার যায় অনিল কাপুরের কাছে। কিন্তু চরিত্রটি নেতিবাচক হওয়ায় অনিল স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের চরিত্রে অভিনয় করতে পারবেন না তিনি।
অনিলের থেকে হিরোর প্রস্তাব যায় অক্ষয় কুমারের কাছে। কারণ তার আগে খিলাড়ি করে আব্বাস মস্তান বিরাট হিট পেয়েছিলেন। কিন্তু হিরোর ইমেজ নষ্ট না করার অজুহাতে না করে দেন অক্ষয় কুমারও।
অনিলের থেকে হিরোর প্রস্তাব যায় অক্ষয় কুমারের কাছে। কারণ তার আগে খিলাড়ি করে আব্বাস মস্তান বিরাট হিট পেয়েছিলেন। কিন্তু হিরোর ইমেজ নষ্ট না করার অজুহাতে না করে দেন অক্ষয় কুমারও।
শেষ পছন্দ হয় শাহরুখ। আর শাহরুখ খান সত্যিই হেরে গিয়ে জিতে যান বাজিগর।
শেষ পছন্দ হয় শাহরুখ। আর শাহরুখ খান সত্যিই হেরে গিয়ে জিতে যান বাজিগর।