Tag Archives: Kajol

Siddharth Ray Baazigar Actor: এক সময় টেক্কা দিচ্ছিলেন শাহরুখকে, একটি ভুলে সব শেষ! ৪০-এই প্রয়াত বাঙালি নায়ক

আট-নয়ের দশকে বলিউড কাঁপিয়ে শাসন করেছেন তিন খান। শাহরুখ, সলমান, আমিরের পাশাপাশি নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন অক্ষয় কুমার, অজয় দেবগণ, গোবিন্দাও। তবে দারুণ অভিনেতা হয়েও কেরিয়ার গড়ে তুলতে পারেননি সিদ্ধার্থ রায়।
আট-নয়ের দশকে বলিউড কাঁপিয়ে শাসন করেছেন তিন খান। শাহরুখ, সলমান, আমিরের পাশাপাশি নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন অক্ষয় কুমার, অজয় দেবগণ, গোবিন্দাও। তবে দারুণ অভিনেতা হয়েও কেরিয়ার গড়ে তুলতে পারেননি সিদ্ধার্থ রায়।
সাল ১৯৯৩। মুক্তি পেয়েছিল 'বাজিগর'। ধূসর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন শাহরুখ খান। তবে তিনি একা নন, গল্পের কেন্দ্রে না থেকেও শুধুমাত্র অভিনয় দক্ষতার জোরে দর্শক-মনে ছাপ ফেলেছিলেন সিদ্ধার্থ রায়।
সাল ১৯৯৩। মুক্তি পেয়েছিল ‘বাজিগর’। ধূসর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন শাহরুখ খান। তবে তিনি একা নন, গল্পের কেন্দ্রে না থেকেও শুধুমাত্র অভিনয় দক্ষতার জোরে দর্শক-মনে ছাপ ফেলেছিলেন সিদ্ধার্থ রায়।
স্বল্পভাষী, মুখচোরা পুলিশ ইনস্পেক্টর করণ সাক্সেনার চরিত্রে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন এই বাঙালি অভিনেতা। বেশিদিন বাঁচেননি তিনি, মাত্র ৪০ বছর বয়সেই প্রয়াত হন সিদ্ধার্থ। তাঁর আসল নাম সুশান্ত রায়।
স্বল্পভাষী, মুখচোরা পুলিশ ইনস্পেক্টর করণ সাক্সেনার চরিত্রে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন এই বাঙালি অভিনেতা। বেশিদিন বাঁচেননি তিনি, মাত্র ৪০ বছর বয়সেই প্রয়াত হন সিদ্ধার্থ। তাঁর আসল নাম সুশান্ত রায়।
১৯৬৩ সালের ১৯ জুলাই বাঙালি পরিবারে জন্মেছিলেন সিদ্ধার্থ। তাঁর বাবা ড. সুব্রত রায় ছিলেন একজন অর্থনীতিবিদ। তাঁর মা চারুশীলা রায়ের বাবা ছিলেন বিখ্য়াত পরিচালক ভি শান্তারাম। বিখ্যাত পরিচালক ভি শান্তারামের নাতি ছিলেন সুশান্ত ওরফে সিদ্ধার্থ রায়। ১৩ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন তিনি। ১৯৮৭ সালে ঝাঁঝর ছবিতে প্রথম প্রাপ্তবয়স্ক হিসেবে অভিনয় সিদ্ধার্থের।
১৯৬৩ সালের ১৯ জুলাই বাঙালি পরিবারে জন্মেছিলেন সিদ্ধার্থ। তাঁর বাবা ড. সুব্রত রায় ছিলেন একজন অর্থনীতিবিদ। তাঁর মা চারুশীলা রায়ের বাবা ছিলেন বিখ্য়াত পরিচালক ভি শান্তারাম। বিখ্যাত পরিচালক ভি শান্তারামের নাতি ছিলেন সুশান্ত ওরফে সিদ্ধার্থ রায়। ১৩ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন তিনি। ১৯৮৭ সালে ঝাঁঝর ছবিতে প্রথম প্রাপ্তবয়স্ক হিসেবে অভিনয় সিদ্ধার্থের।
পর পর ভাল ছবিই করে যাচ্ছিলেন সিদ্ধার্থ রায়। কেরিয়ারে একটি ভুল তাঁর সম্পূর্ণ জীবনই বদলে দেয় বলে মনে করেন ফিল্ম বিশেষজ্ঞরা। শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয়ে হাতেখড়ি। দাদুর পরিচালিত ছবিতেই অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন সিদ্ধার্থ। এর পর 'পানাহ', 'বংশ', 'যুদ্ধপথ'-এর মতো একের পর এক ছবি করেন তিনি।
পর পর ভাল ছবিই করে যাচ্ছিলেন সিদ্ধার্থ রায়। কেরিয়ারে একটি ভুল তাঁর সম্পূর্ণ জীবনই বদলে দেয় বলে মনে করেন ফিল্ম বিশেষজ্ঞরা। শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয়ে হাতেখড়ি। দাদুর পরিচালিত ছবিতেই অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন সিদ্ধার্থ। এর পর ‘পানাহ’, ‘বংশ’, ‘যুদ্ধপথ’-এর মতো একের পর এক ছবি করেন তিনি।
তবে জনপ্রিয়তা আসে 'বাজিগর'-এর হাত ধরেই। অনেকে বলেন, ছবির বেশ কিছু দৃশ্য়ে শাহরুখকেও ছাপিয়ে গিয়েছিল তাঁর অভিনয়।
তবে জনপ্রিয়তা আসে ‘বাজিগর’-এর হাত ধরেই। অনেকে বলেন, ছবির বেশ কিছু দৃশ্য়ে শাহরুখকেও ছাপিয়ে গিয়েছিল তাঁর অভিনয়।
ছবিতে 'ছুপানা ভি নেহি আতা' গানটি দৃশ্য়ায়িত হয়েছিল সিদ্ধার্থের উপর। তবে এই ছবিতে শাহরুখ খান এমনই জনপ্রিয়তা পান অভিনেতা হিসেবে যে, আলাদা করে আর নিজের কেরিয়ারের কোনও সুবিধে করতে পারেননি।
ছবিতে ‘ছুপানা ভি নেহি আতা’ গানটি দৃশ্য়ায়িত হয়েছিল সিদ্ধার্থের উপর। তবে এই ছবিতে শাহরুখ খান এমনই জনপ্রিয়তা পান অভিনেতা হিসেবে যে, আলাদা করে আর নিজের কেরিয়ারের কোনও সুবিধে করতে পারেননি।
১৯৯২ সালে দক্ষিণী অভিনেত্রী ভানুপ্রিয়ার বোন শান্তিপ্রিয়াকে বিয়ে করেন সিদ্ধার্থ। শান্তিপ্রিয়াও পেশায় একজন অভিনেত্রী। দীর্ঘ দিন ধরে সম্পর্কে থাকার পর সাতপাক ঘুরেছিলেন তাঁরা। দুই ছেলেও আছে তাঁদের। পেশাগত ও পারিবারিক, দু'দিকই সমান তালে সামলাচ্ছিলেন সিদ্ধার্থ। কিন্তু খুব বেশি দিন সাফল্য় উপভোগ করতে পারেননি তিনি।
১৯৯২ সালে দক্ষিণী অভিনেত্রী ভানুপ্রিয়ার বোন শান্তিপ্রিয়াকে বিয়ে করেন সিদ্ধার্থ। শান্তিপ্রিয়াও পেশায় একজন অভিনেত্রী। দীর্ঘ দিন ধরে সম্পর্কে থাকার পর সাতপাক ঘুরেছিলেন তাঁরা। দুই ছেলেও আছে তাঁদের। পেশাগত ও পারিবারিক, দু’দিকই সমান তালে সামলাচ্ছিলেন সিদ্ধার্থ। কিন্তু খুব বেশি দিন সাফল্য় উপভোগ করতে পারেননি তিনি।
২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০-এই মারা যান সিদ্ধার্থ রায়। তবে দর্শক তাঁকে আজও মনে রেখেছে। বাজিগর ছবিতে তাঁর অভিনয় এখনও সমান ভাবে মনে দাগ কেটে রেখেছে ভক্তেদর।
২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০-এই মারা যান সিদ্ধার্থ রায়। তবে দর্শক তাঁকে আজও মনে রেখেছে। বাজিগর ছবিতে তাঁর অভিনয় এখনও সমান ভাবে মনে দাগ কেটে রেখেছে ভক্তেদর।

পড়াশোনার হাত থেকে মুক্তি পেতেই রুপোলি দুনিয়ায়, পেয়েছেন সুপারস্টারের তকমা; স্বয়ং আমির খানও এই অভিনেত্রীর ভক্ত

রুপোলি দুনিয়ায় বেশ কিছু অভিনেত্রী রয়েছেন, যাঁরা নিজেদের অভিনয়ের জাদুতে লক্ষ লক্ষ ভক্তের মন জয় করে নিয়েছিলেন। আবার বহু অভিনেত্রী নিজের সৌন্দর্যের ছটায় মুগ্ধ করেছেন ভক্তদের।
রুপোলি দুনিয়ায় বেশ কিছু অভিনেত্রী রয়েছেন, যাঁরা নিজেদের অভিনয়ের জাদুতে লক্ষ লক্ষ ভক্তের মন জয় করে নিয়েছিলেন। আবার বহু অভিনেত্রী নিজের সৌন্দর্যের ছটায় মুগ্ধ করেছেন ভক্তদের।
তবে কাজল এমন একজন অভিনেত্রী, যাঁর গায়ের রঙ একেবারেই ফর্সা ছিল না। আর তাঁর দেহের গঠনও তেমন সুন্দর ছিল না। কিন্তু এত কিছু সত্ত্বেও শুধু নিজের প্রতিভার জোরে সেরা অভিনেত্রীর তকমা লাভ করেছিলেন। আসলে অভিনেত্রী মানেই ফর্সা-পেলব ত্বক এবং স্লিম-ট্রিম হতেই হবে।
তবে কাজল এমন একজন অভিনেত্রী, যাঁর গায়ের রঙ একেবারেই ফর্সা ছিল না। আর তাঁর দেহের গঠনও তেমন সুন্দর ছিল না। কিন্তু এত কিছু সত্ত্বেও শুধু নিজের প্রতিভার জোরে সেরা অভিনেত্রীর তকমা লাভ করেছিলেন। আসলে অভিনেত্রী মানেই ফর্সা-পেলব ত্বক এবং স্লিম-ট্রিম হতেই হবে।
কিন্তু এই স্টিরিওটাইপ একেবারে ভেঙে দিয়েছিলেন কাজল। এমনকী নিজের ৩০ বছরের কেরিয়ারে ঘনিষ্ঠ কিংবা আপত্তিকর দৃশ্য করতেও দেখা যায়নি তাঁকে। আর রুপোলি দুনিয়ায় কাজলের আগমনটাও যেন ফিল্মি কায়দায়। এক সাক্ষাৎকারে খোদ অভিনেত্রী জানিয়েছিলেন যে, পড়াশোনা করতে ভাল লাগত না তাঁর। আর পড়াশোনা থেকে পালাতেই অভিনয়ের দুনিয়ায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেবেছিলেন যে, ফিল্মি দুনিয়ায় ভাগ্য পরীক্ষা করা যাক। আর সেই ছবির দুনিয়াই তাঁর ভাগ্য একেবারে বদলে দিয়েছিল।
কিন্তু এই স্টিরিওটাইপ একেবারে ভেঙে দিয়েছিলেন কাজল। এমনকী নিজের ৩০ বছরের কেরিয়ারে ঘনিষ্ঠ কিংবা আপত্তিকর দৃশ্য করতেও দেখা যায়নি তাঁকে। আর রুপোলি দুনিয়ায় কাজলের আগমনটাও যেন ফিল্মি কায়দায়। এক সাক্ষাৎকারে খোদ অভিনেত্রী জানিয়েছিলেন যে, পড়াশোনা করতে ভাল লাগত না তাঁর। আর পড়াশোনা থেকে পালাতেই অভিনয়ের দুনিয়ায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেবেছিলেন যে, ফিল্মি দুনিয়ায় ভাগ্য পরীক্ষা করা যাক। আর সেই ছবির দুনিয়াই তাঁর ভাগ্য একেবারে বদলে দিয়েছিল।
আর বলিউডে পা রাখামাত্র অচিরেই ভক্তদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন কাজল। এমনকী সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিলেন তিনি। শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি প্রবল জনপ্রিয়তা লাভ করে। এমনকী, তাঁদের প্রত্যেকটি ছবিই হিট হত। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির বহুমুখী প্রতিভাময়ী অভিনেত্রী তিনি।
আর বলিউডে পা রাখামাত্র অচিরেই ভক্তদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন কাজল। এমনকী সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিলেন তিনি। শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি প্রবল জনপ্রিয়তা লাভ করে। এমনকী, তাঁদের প্রত্যেকটি ছবিই হিট হত। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির বহুমুখী প্রতিভাময়ী অভিনেত্রী তিনি।
কাজলের মা অভিনেত্রী তনুজাও নিজের কেরিয়ারে প্রচুর সফল ছবিতে অভিনয় করেছেন। এমনকী কাজলের বোন তানিশাও একজন অভিনেত্রী। যদিও বড় পর্দায় তনুজা এবং কাজল নিজেদের অভিনয় দক্ষতা প্রদর্শন করতে পেরেছিলেন। কিন্তু তানিশা বিশেষ কিছুই করতে পারেননি। এদিকে কাজলের অনুরাগী অভিনেতা আমির খান। তাই ‘ফনা’ ছবির জন্য যখন প্রধান অভিনেত্রী খোঁজা হচ্ছিল, তখন আমিরের কাছেও জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, “কাজল, কাজল আর কাজল।”
কাজলের মা অভিনেত্রী তনুজাও নিজের কেরিয়ারে প্রচুর সফল ছবিতে অভিনয় করেছেন। এমনকী কাজলের বোন তানিশাও একজন অভিনেত্রী। যদিও বড় পর্দায় তনুজা এবং কাজল নিজেদের অভিনয় দক্ষতা প্রদর্শন করতে পেরেছিলেন। কিন্তু তানিশা বিশেষ কিছুই করতে পারেননি। এদিকে কাজলের অনুরাগী অভিনেতা আমির খান। তাই ‘ফনা’ ছবির জন্য যখন প্রধান অভিনেত্রী খোঁজা হচ্ছিল, তখন আমিরের কাছেও জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, “কাজল, কাজল আর কাজল।”
আর এই ‘ফনা’ ছবির হাত ধরেই কামব্যাক করেছিলেন অভিনেত্রী।প্রসঙ্গত ১৯৯২ সালে বেখুদি ছবির হাত ধরে কেরিয়ার জীবন শুরু করেছিলেন কাজল। ১৯৯৭ সালে গুপ্ত ছবিতে নেতিবাচক ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই সঙ্গে প্রচুর ব্লকবাস্টার ছবিতে উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম হল ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যয়া’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘করণ অর্জুন’, ‘বাজিগর’, ‘মাই নেম ইজ খান’, ‘ফনা’ ইত্যাদি।
আর এই ‘ফনা’ ছবির হাত ধরেই কামব্যাক করেছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত ১৯৯২ সালে বেখুদি ছবির হাত ধরে কেরিয়ার জীবন শুরু করেছিলেন কাজল। ১৯৯৭ সালে গুপ্ত ছবিতে নেতিবাচক ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই সঙ্গে প্রচুর ব্লকবাস্টার ছবিতে উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম হল ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যয়া’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘করণ অর্জুন’, ‘বাজিগর’, ‘মাই নেম ইজ খান’, ‘ফনা’ ইত্যাদি।

Noor Malabika Das Dies: ফাঁকা ফ্ল্যাটে পচা গন্ধ, ৩ দিন পর উদ্ধার কাজলের সহ-অভিনেত্রী নূর মালবিকা দাসের দেহ!

মুম্বই: প্রাক্তন বিমানসেবিকা, পরে শুরু করেছিলেন অভিনয়। বলিউডের তারকা কাজলের সঙ্গে কিছুদিন আগে ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের ভালবাসাও পেয়েছিলেন। সেই নূর মালবিকা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ৬ জুন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ৩৭ বছরের নায়িকা। ৩ দিন পর তাঁর দেহ উদ্ধার হয়।

প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে। রূপোলি পর্দায় বেশ ভালই পরিচিতি ছিল তাঁর। প্রাথমিক তদন্তে অনুমান আত্মহত্যা করেছেন তিনি। তাঁর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোরেগাঁওয়ের একটি হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ভিড়ে ঠাসা-সতর্ক প্রশাসন, দিঘার সমুদ্র সৈকতে রবিবার জনপ্লাবন! কেন জানেন?

জানা গিয়েছে নূর মালবিকা দাস অসমের মেয়ে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ আসেননি। ফলে পুলিশ মামদানি হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্ট এনজিওর সহায়তায় রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করে। গোটা ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: পড়াশোনায় আর বাধা নয়, মেধাশ্রী প্রকল্পে টাকা পাবেন পড়ুয়ারা! কত টাকা-কীভাবে আবেদন? জানুন

কী কারণে আত্মহত্যা করলেন উঠতি নায়িকা? এখনও সেই প্রশ্নের জবাব পাননি তদন্তকারীরা। তল্লাশি চালিয়ে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাঁর মোবাইল, ওষুধপত্র-সহ একটি ডায়েরি। অসম থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা রেখেছিলেন মালবিকা। একাধিক হিন্দি সিনেমায় অভিনয়ও করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজ ও অ্যাপের পরিচিত মুখ ছিলেন মালবিকা। তিনি চাটনি, জাগন্য উপয়া, চরমসুখ, দেখি আন্দেখির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে অ্যামাজন প্রাইমে তাঁর আসন্ন প্রোজেক্ট ‘দ্য গুড ওয়াইফ’-এর কাজে ব্যস্ত ছিলেন তিনি।

Bollywood Gossip: একই জিন্স পরে ১০ ছবির হিরো, এখন ৪২৭ কোটি টাকার মালিক এই সুপারস্টার কে জানেন?

জীবনের ওঠানামা সকলেরই রয়েছে। তবে সাধারণ মানুষেরই শুধু নয়, এমনই ভয়াবহ জীবনযুদ্ধ রয়েছে বলিউডের একাধিক তারকারও। আপনি কি জানেন, বর্তমানের এক তারকা অভিনেতা এক সময় দিনের পর দিন এক জোড়া জিন্স পরেই বহু ছবিতে অভিনয় করেছেন।
জীবনের ওঠানামা সকলেরই রয়েছে। তবে সাধারণ মানুষেরই শুধু নয়, এমনই ভয়াবহ জীবনযুদ্ধ রয়েছে বলিউডের একাধিক তারকারও। আপনি কি জানেন, বর্তমানের এক তারকা অভিনেতা এক সময় দিনের পর দিন এক জোড়া জিন্স পরেই বহু ছবিতে অভিনয় করেছেন।
ধরতে পারলেন কোন অভিনেতা ইনি? হ্যাঁ, ঠিকই ধরেছেন অজয় দেবগণ। বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণের ছেলে অজয়। প্রথম ছবি ছিল ফুল অওর কাঁটে।
ধরতে পারলেন কোন অভিনেতা ইনি? হ্যাঁ, ঠিকই ধরেছেন অজয় দেবগণ। বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণের ছেলে অজয়। প্রথম ছবি ছিল ফুল অওর কাঁটে।
সেই ছবি মুক্তির পর তাঁর ভাগ্য বদলে যায়। একের পর এক সুপারহিট ছবি রয়েছে অজয়ের ঝুলিতে। দিলওয়ালে, দিলজ্বলে, ইশক, পেয়ার তো হোনা হি থা, জখম, ভগত সিং, সিংঘম, গোলমাল, দৃশ্যম, শয়তান, ভোলা-র মতো ছবি রয়েছে অজয়ের।
সেই ছবি মুক্তির পর তাঁর ভাগ্য বদলে যায়। একের পর এক সুপারহিট ছবি রয়েছে অজয়ের ঝুলিতে। দিলওয়ালে, দিলজ্বলে, ইশক, পেয়ার তো হোনা হি থা, জখম, ভগত সিং, সিংঘম, গোলমাল, দৃশ্যম, শয়তান, ভোলা-র মতো ছবি রয়েছে অজয়ের।
কোটি কোটি ভক্তসংখ্যা, সুপারহিট নায়িকা কাজলের স্বামী অজয় দেবগণ। ব্লকবাস্টার নায়ক অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন। বলিউড সূত্রে খবর, এই মুহূর্তে অজয় ৪২৭ কোটি টাকার মালিক।
কোটি কোটি ভক্তসংখ্যা, সুপারহিট নায়িকা কাজলের স্বামী অজয় দেবগণ। ব্লকবাস্টার নায়ক অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন। বলিউড সূত্রে খবর, এই মুহূর্তে অজয় ৪২৭ কোটি টাকার মালিক।
সম্প্রতি তাঁর জন্মদিনে একটি সাক্ষাৎকারে অজয় বলেছিলেন, ৯০ দশকে তিনি ও অক্ষয় কুমার বছরে ১০টি ছবি করতেন। একাধিক ছবিতে একই জিন্স ও শার্ট পরে অভিনয় করতেন তিনি।
সম্প্রতি তাঁর জন্মদিনে একটি সাক্ষাৎকারে অজয় বলেছিলেন, ৯০ দশকে তিনি ও অক্ষয় কুমার বছরে ১০টি ছবি করতেন। একাধিক ছবিতে একই জিন্স ও শার্ট পরে অভিনয় করতেন তিনি।
রোজগারের তাড়নায় একের পর এক ছবি করতেন অজয়। শ্যুটিংয়ের ফাঁকে যাতে সময় নষ্ট না হয়, সে কারণে একই জিন্সের উপর শুধু শার্ট বদলে শট দিতেন।
রোজগারের তাড়নায় একের পর এক ছবি করতেন অজয়। শ্যুটিংয়ের ফাঁকে যাতে সময় নষ্ট না হয়, সে কারণে একই জিন্সের উপর শুধু শার্ট বদলে শট দিতেন।
শুরুর দিকে ছবি করার জন্য এক লক্ষ টাকা পারিশ্রমিক পেতেন অজয়। এখন অজয় দেবগণ একেকটি ছবি করার জন্য ১৬ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক পান।
শুরুর দিকে ছবি করার জন্য এক লক্ষ টাকা পারিশ্রমিক পেতেন অজয়। এখন অজয় দেবগণ একেকটি ছবি করার জন্য ১৬ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক পান।

Kajol-Tanuja in Kolkata: কখনও শান্তিনিকেতন, কখনও পার্কস্ট্রিট, বাংলাজুড়ে টইটই, মা তনুজা-ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল

Kajol in Kolkata: কলকাতায় কাজল। গতকালই শহরে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী। তিনি একা নন, সঙ্গে মা তনুজা এবং ছেলে যুগ। কাজলের সঙ্গে এই শহরের যোগসূত্র যতটা, তাঁর মায়ের সঙ্গে এই শহরের যোগসূত্র অনেক বেশি, অনেক পুরনো। বাংলা সিনেমার জগতে অন্যতম নায়িকা বর্ষীয়ান অভিনেত্রী।
Kajol in Kolkata: কলকাতায় কাজল। গতকালই শহরে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী। তিনি একা নন, সঙ্গে মা তনুজা এবং ছেলে যুগ। কাজলের সঙ্গে এই শহরের যোগসূত্র যতটা, তাঁর মায়ের সঙ্গে এই শহরের যোগসূত্র অনেক বেশি, অনেক পুরনো। বাংলা সিনেমার জগতে অন্যতম নায়িকা বর্ষীয়ান অভিনেত্রী।
Kajol in Kolkata: উত্তম কুমারের সঙ্গে ‘দেয়া নেয়া’ কে-ই বা ভুলতে পারে। শেষবার পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘সোনার পাহাড়’-এ অভিনয় করেছিলেন। সোমু মুখোপাধ্যায়ের স্ত্রী, তনুজা বাঙালি না হলেও বাংলা ভাষায় তাঁর দখল প্রশংসনীয়।
Kajol in Kolkata: উত্তম কুমারের সঙ্গে ‘দেয়া নেয়া’ কে-ই বা ভুলতে পারে। শেষবার পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘সোনার পাহাড়’-এ অভিনয় করেছিলেন। সোমু মুখোপাধ্যায়ের স্ত্রী, তনুজা বাঙালি না হলেও বাংলা ভাষায় তাঁর দখল প্রশংসনীয়।
Kajol in Kolkata: সেই তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন অভিনেত্রী কাজল। গতকাল বিকেলে মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে এলেন তিনি। কাজলকে দেখতে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল।
Kajol in Kolkata: সেই তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন অভিনেত্রী কাজল। গতকাল বিকেলে মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে এলেন তিনি। কাজলকে দেখতে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল।
Kajol in Kolkata: দক্ষিণেশ্বর মন্দিরে অভিনেত্রীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। দক্ষিণেশ্বর মন্দিরে আসা সাধারণ মানুষ ও কাজলের ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজল।
Kajol in Kolkata: দক্ষিণেশ্বর মন্দিরে অভিনেত্রীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। দক্ষিণেশ্বর মন্দিরে আসা সাধারণ মানুষ ও কাজলের ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজল।
Kajol in Kolkata: গত মাস থেকেই কলকাতায় শ্যুটিংয়ে ব্যস্ত কাজল। ‘মা’ ছবির কাজ চলছে কলকাতা এবং শান্তিনিকেতনে। শুক্রবার সকালে কলকাতায় পা রাখেন যুগ এবং দিদা তনুজা। মা কাজল সেই সময়ে শান্তিনিকেতনে শ্যুটে ব্যস্ত ছিলেন।
Kajol in Kolkata: গত মাস থেকেই কলকাতায় শ্যুটিংয়ে ব্যস্ত কাজল। ‘মা’ ছবির কাজ চলছে কলকাতা এবং শান্তিনিকেতনে। শুক্রবার সকালে কলকাতায় পা রাখেন যুগ এবং দিদা তনুজা। মা কাজল সেই সময়ে শান্তিনিকেতনে শ্যুটে ব্যস্ত ছিলেন।
Kajol in Kolkata: আর আজ সকালবেলা পার্কস্ট্রিটে গিয়েছিলেন কাজল। ফ্লুরিজে শ্যুটিং চলছিল তাঁর। রাস্তাতেও শ্যুটিং হয়েছে। সেখানে যদিও অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের বাইকের দৃশ্যগুলিই বেশি শ্যুট করা হয়েছে। মানিকতলা, স্কটিশ চার্চেও শ্যুট করেছেন তাঁরা আজ।
Kajol in Kolkata: আর আজ সকালবেলা পার্কস্ট্রিটে গিয়েছিলেন কাজল। ফ্লুরিজে শ্যুটিং চলছিল তাঁর। রাস্তাতেও শ্যুটিং হয়েছে। সেখানে যদিও অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের বাইকের দৃশ্যগুলিই বেশি শ্যুট করা হয়েছে। মানিকতলা, স্কটিশ চার্চেও শ্যুট করেছেন তাঁরা আজ।

Kajol Shooting in Bengal: ভোটের মরশুমে বর্ধমানে কাজল! নিরাপত্তার কড়া ঘেরাটোপ, কী করছেন অভিনেত্রী 

পূর্ব বর্ধমান: ভোটের মরশুমেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে শ্যুটিং চলছে জনপ্রিয় কাজলের হিন্দি ছবির।  ‘মা’ সিনেমার শ্যুটিংয়ের কাজ চলছে আউশগ্রামের কালিকাপুর রাজবাড়িতে৷ শনিবার থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত কাজলের অভিনয়ের সাক্ষী থাকছে কালিকাপুর রাজবাড়ি। পূর্ব বর্ধমানের আউশগ্রামে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। জঙ্গলঘেরা কালিকাপুর রাজবাড়ি এবং আশপাশের বেশ কিছু জায়গায় শ্যুটিং চলছে।

স্বভাবতই শ্যুটিং ঘিরে ব্যপক উন্মাদনা রয়েছে সম্পূর্ণ গ্রামজুড়ে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বিশাল ফুরিয়া নির্দেশিত এবং অজয় দেবগণের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘মা’ সিনেমাটি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন কাজল। এটি ভূতের সিনমা। বীরভূম জেলার বিভিন্ন জায়গায় শ্যুটিংয়ের পর  পূর্ব বর্ধমানের আদুরিয়া-সহ কালিকাপুর রাজবাড়িতেও শ্যুটিং করতে দেখা যায় কাজলকে।

অজয়ের প্রযোজনায় তৈরি এই ছবিতে  কাজল মায়ের ভূমিকায় থাকবেন বলেই জানা গিয়েছে। বীরভূম জেলার বোলপুরের লাইন প্রোডিউসার কার্তিক শেঠের ব্যবস্থাপনায় ছবির শ্যুটিংয়ের দৃশ্য গ্রহনের কাজ চলছে৷

আরও পড়ুন: এক প্যান্টেই শ্যুটিং! বহু ফ্লপ! সেই নায়কই ৫৭২ কোটির মালিক, বিদেশেও অঢেল সম্পত্তি

আরও পড়ুন: ‘এত খারাপ! ইংলিশ জানে না’! ইংরেজি বলে মহাবিপাকে! কী বলে হাসির খোরাক শুভশ্রী

সাধারণ ভাবেই পূর্ব বর্ধমানের আউশগ্রামের কালিকাপুর রাজবাড়িতে বহু সিনেমার শ্যুটিং হয়েছে। ‘পিপ্পা’ ছবির শ্যুটিংও এই জায়গাতেই হয়েছে। এছাড়াও পাভেলের ‘রসগোল্লা’ ছবির দৃশ্যগ্রহনও করা হয়েছে এই জায়গায় ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘আয় খুকু আয়’ ছবির শ্যুটিং কালিকাপুরেই হয়েছে৷ সেরকমই আবার এক ছবির দৃশ্যগ্রহণের সাক্ষী থাকল কালিকাপুর রাজবাড়ি। সূত্রের খবর, চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত শ্যুটিং চলবে আউশগ্রামে।

প্রশাসন সূত্রে খবর,আশপাশের প্রত্যেক জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কমবেশি প্রায় ১০০ জন পুলিশকর্মী মোতায়েন রয়েছে সম্পূর্ণ এলাকা জুড়ে। এছাড়াও অভিনেত্রীর নিরাপত্তার জন্য রয়েছে বাউন্সার। জনসাধারণের প্রবেশ আপাতত বন্ধ রয়েছে শ্যুটিং এরিয়ায়। তবে স্থানীয় গ্রামবাসীদের স্বাভাবিক জীবনে যাতে কোনও প্রভাব না পড়ে, তাই তাঁদের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে।

বনোয়ারীলাল চৌধুরী

Kajol Ajay Devgn Love Story: কাজলকে বিয়ে করেছিলেন কেন? লাইভ শো-তে অজয় দেবগণের উত্তর শুনলে মাথা ঘুরে যাবে! দেখুন ভিডিও

মুম্বই: বলিউডের অন্যতম ‘ফেভারিট’ জুটি অজয় দেবগণ ও কাজল। অন-স্ক্রিনের পাশাপাশি অফ-স্ক্রিনেও তাঁদের জুটির জনপ্রিয়তা তুঙ্গে। মাঝে তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবল গুঞ্জন শোনা যায় বিটাউনে। যদিও সে সব কোনও কিছুই ঘটেনি, সুখেই সংসার করছেন কাজল ও অজয়। তবে সম্প্রতি একটি লাইভ পডকাস্ট শো-তে বিস্ফোরক দাবি করেছেন অজয় দেবগণ।

রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে রণবীর অজয়কে প্রশ্ন করেন, ‘কাজলকে বিয়ে করলেন কেন? কেন তাঁকেই স্ত্রী করলেন?’ এর উত্তরেই অজয় যা বলেছেন তা শুনে ভিরমি খাচ্ছেন তাঁদের ভক্তরা। অজয় বলেন, ‘আমি সত্যিই জানি না। মানে, আমাদের দেখা হয়, এরপর রোজই দেখা হতে শুরু করে। কেউ কাউকে প্রোপোজ না করেই এটা চলে। এবং এরপর এটা একপ্রকার স্বাভাবিক ভাবেই বিয়ের দিকে চলে যায়’।

আরও পড়ুন: কাপুর পরিবারের মেয়ের সঙ্গে গভীর প্রেম, বিয়েও ঠিক! একজনের জন্য আজও সংসার করা হল না অক্ষয় খান্নার

দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন কাজল ও অজয় দেবগণ। দুই ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার তাঁদের। অজয় পডকাস্টে আরও জানান, ‘আমাদের চিন্তাভাবনা একরকম। আমাদের জীবনের গুরুত্ব উদ্দেশ্য এক ধরনের। একসঙ্গে থাকতে ভাল লাগে আমাদের। তাই আমরা একসঙ্গে থাকি।’ মুহূর্তে অজয় দেবগণের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: উত্তর-পূর্বে যাওয়ার চাহিদা মেনে একাধিক স্পেশ্যাল ট্রেন ভারতীয় রেলের, শিলিগুড়ি যাওয়ার বিকল্প আরও বাড়ল 

১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। অভিনেত্রী হিসাবে কাজল তখন সাফল্যের মধ্যগগনে। সেই সময় আচমকাই অজয়কে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান রয়েছে। তাঁদের দীর্ঘ বিবাহিত জীবনের রহস্য কী? একটি পুরনো সাক্ষাৎকারে অজয়-কাজল বলেছিলেন, ‘শুধু ভালবাসা তো নয়, এ কথা বলতেই পারি’, এক কথায় জবাব কাজল স্বামীর। তাহলে কীভাবে টিকে থাকে একটি বিয়ে? তাঁর মত, প্রথমে ভালবাসা থাকলেও পরবর্তী সময়ে তা অন্য আরও বিষয়ে পরিবর্তিত হয়। যেমন, যত্ন আর দায়-দায়িত্ব-এগুলো থাকলেই বিয়ে টিকে যায়।

Ajay Devgn-Kajol: শাহরুখের সঙ্গে সিনেমা করতে গিয়ে মিসক‍্যারেজ! সবার সামনে সপাটে কাজলকে চড় স্বামী অজয়ের, তারপর যা হল…

পর্দায় শাহরুখ-কাজল মানেই অভূতপূর্ব রসায়ণ। তাঁদের জুটিতে আজও মুগ্ধ দর্শককুল। কিন্তু জানেন কি দুই তারকারই বাস্তব জীবনে বয়ে গিয়েছে বহু ঝড়। এমনকী অন্ত:স্বত্তা কাজলের গর্ভপাতও হয়েছিল।
পর্দায় শাহরুখ-কাজল মানেই অভূতপূর্ব রসায়ণ। তাঁদের জুটিতে আজও মুগ্ধ দর্শককুল। কিন্তু জানেন কি দুই তারকারই বাস্তব জীবনে বয়ে গিয়েছে বহু ঝড়। এমনকী অন্ত:স্বত্তা কাজলের গর্ভপাতও হয়েছিল।
ইন্ডাস্ট্রির অন‍্যতম সেরা ‘কাপল’ বলা হয় অজয় এবং কাজলকে। শাহরুখ খান এবং কাজলের জুটি নিয়ে মাতামাতি থাকলেও অজয় কাজলের পর্দার বাইরের জুটি হিট। যদিও এই পাওয়ার কাপলের জীবনেও এসেছে একাধিক সমস‍্যা।
ইন্ডাস্ট্রির অন‍্যতম সেরা ‘কাপল’ বলা হয় অজয় এবং কাজলকে। শাহরুখ খান এবং কাজলের জুটি নিয়ে মাতামাতি থাকলেও অজয় কাজলের পর্দার বাইরের জুটি হিট। যদিও এই পাওয়ার কাপলের জীবনেও এসেছে একাধিক সমস‍্যা।
২০০১ সালে শাহরুখ-কাজলের ‘কভি খুশি কভি গম’ ছবি মুক্তি পায়। বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে এই ছবি। করণ জোহরের পরিচালনায় ‘কে৩জি’ মারাত্মক হিট।
২০০১ সালে শাহরুখ-কাজলের ‘কভি খুশি কভি গম’ ছবি মুক্তি পায়। বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে এই ছবি। করণ জোহরের পরিচালনায় ‘কে৩জি’ মারাত্মক হিট।
কিন্তু এই ছবির শ‍্যুটিংয়েই কাজলের জীবনে ঘটে মর্মান্তিক ঘটনা। মিডিয়ার অন্দের কান পাতলে শোনা যায়, এই ছবির সেটে মারাত্মক ঝামেলা হয় অজয় কাজলের মধ‍্যে। কাজল অসুস্থ হয়ে পড়েছিলেন।
কিন্তু এই ছবির শ‍্যুটিংয়েই কাজলের জীবনে ঘটে মর্মান্তিক ঘটনা। মিডিয়ার অন্দের কান পাতলে শোনা যায়, এই ছবির সেটে মারাত্মক ঝামেলা হয় অজয় কাজলের মধ‍্যে। কাজল অসুস্থ হয়ে পড়েছিলেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ছবির সেটেই একটি গানের শ‍্যুটিং করতে করতে মাথা ঘুরে পড়ে যান কাজল। খবর পেয়ে অজয় দৌড়ে যান সেখানে। সেসময় কাজল অন্ত:স্বত্তা ছিলেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ছবির সেটেই একটি গানের শ‍্যুটিং করতে করতে মাথা ঘুরে পড়ে যান কাজল। খবর পেয়ে অজয় দৌড়ে যান সেখানে। সেসময় কাজল অন্ত:স্বত্তা ছিলেন।
শোনা যায়, সেটে সকলের সামনেই বচসা হয় স্বামী স্ত্রীর। সবার সামনেই কাজলকে থাপ্পড় মারেন অজয়। যদিও এ বিষয়ে কাজল নিজে কখনও কিছুই বলেননি। কাজলের দুবার গর্ভপাত হয়েছিল বলেও শোনা যায়।
শোনা যায়, সেটে সকলের সামনেই বচসা হয় স্বামী স্ত্রীর। সবার সামনেই কাজলকে থাপ্পড় মারেন অজয়। যদিও এ বিষয়ে কাজল নিজে কখনও কিছুই বলেননি। কাজলের দুবার গর্ভপাত হয়েছিল বলেও শোনা যায়।
তবে শুধু কাজল নয়, পরিচালক করণ জোহরের উপরেও রেগে যান অজয়। অন্ত:স্বত্তা অবস্থায় কাজলকে দিয়ে নাচ করানোর জন‍্য ভয়ঙ্কর রেগে যান অজয়। বহুদিন করণ এবং অজয়ের মধ‍্যে ঝামেলা চলেছিল। পরে সবকিছু অবশ‍্য স্বাভাবিক হয়ে যায়।

তবে শুধু কাজল নয়, পরিচালক করণ জোহরের উপরেও রেগে যান অজয়। অন্ত:স্বত্তা অবস্থায় কাজলকে দিয়ে নাচ করানোর জন‍্য ভয়ঙ্কর রেগে যান অজয়। বহুদিন করণ এবং অজয়ের মধ‍্যে ঝামেলা চলেছিল। পরে সবকিছু অবশ‍্য স্বাভাবিক হয়ে যায়।

Selfie Le Le! : অজয়ের জন্মদিনে সেলফি তুলতে গিয়ে কী পেলেন কাজল? দেখে তাজ্জব নেটিজেনরা!

#মুম্বই : বলিউড অভিনেত্রীদের মধ্যে ‘বিউটি উইথ ব্রেন’ তালিকার অন্যতম সেরা কাজল। এ বিষয়ে কোনও তর্কের জায়গা নেই। তবে শুধু বুদ্ধিমত্তাই নয়, ‘সেন্স অব হিউমার’ও অসাধারণ এই নায়িকার! অন্তত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলি চোখ বোলালে তেমনই মালুম পরে।

স্বামী অজয় দেবগনের ৫২-তম জন্মদিনে তেমনই বুদ্ধি আর কৌতুকবোধের ঝলক দেখা গেল কাজলের ইন্সটা হ্যান্ডেলে। অভিনব কায়দায় অজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর ভক্তদের অবাক করে দিলেন অভিনেত্রী। অভিনেতা ও পরিচালক স্বামীকে জন্মদিনের উইশ জানাতে একটি সেলফি তোলার চেষ্টা করেছিলেন কাজল। কিন্তু ক্যামেরা সেলফি মোড-এ না থাকায় বদলে পেয়ে গেলেন অজয় দেবগনের একটি অসাধারণ ছবি। ওই ছবিটিতে তাঁর প্রিয় ক্যামেরা হাতে দেখা গিয়েছে অজয়কে। ‘আরআরআর’ অভিনেতার সেই ছবি শেয়ার করে কাজল লিখেছেন, “সেলফি তোলার চেষ্টা করা হয়েছিল তবে তার বদলে পেলাম তাঁরই ‘সেলফ’ ছবি। সঙ্গে তার ক্যামেরা, যা তাঁকে খুশি করে!”

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

কাজল এবং অজয় ​​১৯৯৯ সালে বিয়ে করেছিলেন এবং বলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতিদের মধ্যে একটি। বহু ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে। অজয়-কাজল জুটির ‘ইশক’, ‘প্যার তো হোনা হি থা’ এবং ‘তানহাজি’ মন কেড়েছে দর্শকদের। প্রায়ই টক শো এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরকে হাসি-ঠাট্টা করে ট্রোল করতে দেখা যায় এই যুগলকে।

জামাইবাবুর জন্মদিনে একগুচ্ছ পারিবারিক ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছে কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ও। ছবিগুলির ক্যাপশনে তানিশা লিখেছেন, “শুভ জন্মদিনের জয় !!!!” কাজল-তানিশা ও অজয়ের বেশ কিছু সুন্দর মুহূর্ত ধরা পড়েছে এই ফ্রেমে।

 

View this post on Instagram

 

A post shared by Tanishaa Mukerji (@tanishaamukerji)

অজয়ের সহকর্মী এবং বন্ধু অক্ষয় কুমারও তাঁর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি ‘নাউ এন্ড দেন’ ছবি ভাগ করে অক্ষয় লিখেছেন, “তখন থেকে এখন পর্যন্ত তুমি এক অসাধারণ সহ-অভিনেতা এবং আমার বেড়ানোর সঙ্গী হয়ে আছো। অনেক ভালোবাসা। “

আজ অজয় দেবগণের ৫২ তম জন্মদিন উপলক্ষে অনুরাগীদের এক দারুন উপহার দিয়েছেন অজয়। খুব শীঘ্রই পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘RRR’এ দেখা যেতে চলেছে তাঁকে। ছবিতে নিজের চরিত্রের প্রথম লুক এদিন প্রকাশ‍্যে আনেন অজয়।

 

 

‘তোমরা ছাড়া আমার অস্তিত্ব নেই’, নারী দিবসে অভিনব শুভেচ্ছা কাজলের

#মুম্বই: একের পর এক ছবির কোলাজ ৷ কোনওটা মায়ের সঙ্গে, কোনটাতে বোনের সঙ্গে, কোনওটাতে আবার নিজের মেয়ের ছবি ৷ এরা সবাই-ই জীবনের অন্যতম খুঁটি ! হ্যাঁ, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছাটা এইভাবেই সবার সঙ্গে ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী কাজল ৷ ট্যুইটারে শেয়ার করলেন ছবির কোলাজ দেওয়া এক ভিডিও ৷

ট্যুইটারে কাজল লিখলেন, ‘এরাই হল আমার জীবনের নারী ৷ এদের মধ্যে দিয়ে আমার বেড়ে ওঠা৷ এরাই আমাকে জীবনের শিক্ষা দিয়েছে ৷ নারীত্ব কি, এদের থেকেই শেখা ৷ তাই সবাইকেই জানাই নারী দিবসের শুভেচ্ছা !’

দেখুন কাজলের সেই ট্যুইট–