ভয়াবহ জঙ্গি হামলা

Jammu Kashmir Terrorist Attack: ডাক্তার পরিযায়ী শ্রমিকের মৃত্যু! জম্মু-কাশ্মীরে নৃশংস জঙ্গি হানা, নিন্দায় সরব ওমর আবদুল্লা

শ্রীনগর : ফের রক্তাক্ত ভূস্বর্গ। ভয়াবহ জঙ্গি হামলায় সোনমার্গে চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক-সহ কমপক্ষে ৭ জনের মৃত্যু। নৃশংস জঙ্গি হামলার নিন্দায় সোচ্চার হলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডেলে তিনি এদিন লেখেন, “সোনমার্গে পরিযায়ী শ্রমিকদের উপর এই কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুঃখজনক।”

রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার শ্রীনগর-লেহ জাতীয় সড়কে সন্ত্রাসবাদীরা একটি টানেল নির্মাণস্থলে হামলা চালায়। ঘটনায় একজন ডাক্তার এবং ছয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা।

আরও পড়ুন: ৭২ ঘণ্টা…! তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়? আসছে ‘অশনি’! মঙ্গল থেকে শুক্র কী হতে চলেছে বাংলায়? জানিয়ে দিল IMD

ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন। এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। নিরস্ত্র সাধারণ মানুষের উপর জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

সন্ত্রাসবাদীরা একটি বেসরকারী কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের উপর গুলি চালায় বলে খবর। ওইসময় তাঁরা গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন জেড-মোহর টানেলে কাজ করছিলেন, যা গগনীরকে মধ্য কাশ্মীরের গান্ডারবাল জেলার সোনামার্গের সঙ্গে সংযুক্ত করে।