Tag Archives: Jammu and Kashmir news

Jammu and Kashmir Elections 2024: কংগ্রেসের ‘হাত’ ধরলেন ফারুক, কাশ্মীরে ভোটের আগে রহস্য বাড়িয়ে জোট ন্যাশনাল কনফারেন্সের

শ্রীনগর: সামনেই জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোট, ঠিক এরমাঝেই ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা বৃহস্পতিবার জানালেন তাঁরা ৯০ আসনে কংগ্রেসের সঙ্গে জোটসঙ্গী হিসাবে লড়বে। আগামী ১৮ই সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর তিন দফায় ভোট হবে উপত্যকায়।
ভোটের মুখে কংগ্রেসের সঙ্গে জোটের কথাতে রাহুল গান্ধি এবং কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে এই বিষয়ে ঘোষণা করেন। কংগ্রেসের সঙ্গে হাত মেলালেও, মেহবুবা মুফতির পিওপিলস ডেমক্রাটিক পার্টি (পিডিপি) এর সঙ্গে জোটের কথাও উড়িয়ে দেন নি তিনি।
এই প্রসঙ্গে ফারুক আবদুল্লা জানান, “আমাদের আলোচনা ভাল হয়েছে। জোট ঠিক পথেই চালিত হচ্ছে, ঈশ্বরের ইচ্ছে থাকলে এই জোট মসৃণ ভাবেই এগোবে। কিন্তু জোট চূড়ান্ত। আজ সন্ধ্যার মধ্যে আমরা সই করে দেব যে ৯০টি সিটেই আমরা আসন সমঝোতা করে জোটসঙ্গী হয়েই লড়ব।”

আরও পড়ুন: উঠোনময় ঘুরছে ১৪ ফুটের সাপ, কাছে যেতেই যে মারাত্মক ঘটনা ঘটল, জানলে শিউরে উঠবেন
এই জোটে সিপিআই(এম) এর এমওয়াই টারিগামিও জোট সঙ্গী হিসাবে লড়ছেন।
কিন্তু , পিডিপির সঙ্গে এখনও জোট হবে কিনা সে বিষয়ে এখনও খোলসা করেন নি ফারুক। এই বিষয়ে তিনি জানান, “আমাদের প্রথমে আসন গুলো দেখে নিতে হবে, তারপর আমরা অন্যান্য বিষয় নিয়ে ভাবব।” রহস্য বাড়িয়ে তিনি যোগ করেন, “সবার দরজাই খোলা রয়েছে। আমারা কারুর জন্যই দরজা বন্ধ করিনি।”

Assembly Elections 2024 Dates: অবশেষে ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে, দিল্লি থেকে দিন ঘোষণা কমিশনের, ভোট হরিয়াণাতেও

নয়াদিল্লি: ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে এই প্রথম বিধানসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জম্মু ও কাশ্মীরে। শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে ২০২৪ এ দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন৷ জানানো হল জম্মু ও কাশ্মীরে তিন দফায় এবং হরিয়াণায় এক দফায় অনুষ্ঠিত হতে চলেছে ভোট৷ ফলপ্রকাশ ৪ অক্টোবর৷

শুক্রবার সাংবাদিক বৈঠকে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘‘২০২৪ এর লোকসভা নির্বাচন বিশ্বস্তরে আয়োজিত নির্বাচনের অনুরূপ৷ এটি সফল এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷ কোনও রকম হিংসাত্মক ঘটনা ছাড়াই গণতান্ত্রিক ভাবে বিশ্বস্তরে আদৃত হয়েছে গণতন্ত্র৷’’

এরপরেই জম্মু ও কাশ্মীরে নির্বাচনের আয়োজন নিয়ে কথা বলতে শুরু করেন রাজীব কুমার৷ জানান, নির্বাচনের আগেই সে জম্মু ও কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন৷ তারা প্রত্যেকেই যত দ্রুত সম্ভব নির্বাচন করানোর ইচ্ছাপ্রকাশ করেছে৷

আরও পড়ুন: পিএইচডি করেও এ কী করছেন কাশ্মীরের যুবক! শিক্ষা দফতরের কর্মীকে দেখে চোখে জল সকলের

জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে প্রথম দফায় ভোট হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় ১ অক্টোবর৷ এই তিন দফায় মোট ৯০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে৷ তার মধ্যে ৭৪টি জেনারেল, তফশিলি জাতি সংরক্ষিত ৭টি আসন এবং তফশিলি উপজাতি সংরক্ষিত ৯টি আসনে ভোট হবে৷

জম্মু ও কাশ্মীরে মোট ভোটার সংখ্যা ৮৭.০৯ লক্ষ৷ তার মধ্যে ৪৪.৪৬ লক্ষ পুরুষ, ৪২.৬২ লক্ষ মহিলা৷ ৩.৭১ লক্ষ প্রথম ভোটার৷ নবীন ভোটারের সংখ্যা ২০.৭ লক্ষ৷

আগামী ১৯ অগাস্ট থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ অগাস্ট৷

আরও পড়ুন: চিকিত্‍সকের পর এবার নার্স! ফের ধর্ষণ করে নৃশংস খুন, আরজি করের ছায়া নৈনিতালে

অন্যদিকে, হরিয়াণায় এক দফাতেই বিধানসভার ভোটগ্রহণ পর্বের সমাধা হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ ৯০ আসনের হরিয়াণায় ভোট হবে ১ অক্টোবর৷ উভয় জায়গাতেই ফল ঘোষণা ৪ অক্টোবর৷

জম্মু ও কাশ্মীরের ভোট এক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখছে অবশ্যই৷ কেন্দ্র কতটা সুষ্ঠু ভাবে এই ভোটপর্ব সমাধা করতে পারে, সেটাই একটা চ্যালেঞ্জ৷ অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ভোটের তারিখ ঘোষণার পরে বলেন, ‘‘আমি নির্বাচনে লড়তে চাই না৷ তবে দল চাইছে৷ আমরা কথা বলে বিষয়টিতে সিদ্ধান্ত নেব৷’’

চলতি বছরেই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷