মুম্বইঃ সলমন খানকে ব্ল্যাকমেল! অভিনেতার কাছ থেকে ৫ কোটি টাকা চেয়ে এক ব্যক্তি দাবি করেছিলেন, তাঁকে টাকা দিলে আর “শত্রুতা” করবেন না লরেন্স বিষ্ণোই। তিনি গ্যাংস্টারকে বুঝিয়ে বলবেন। অবশেষে ক্ষমা চাইলেন সেই ব্যক্তি।
অভিনেতার কাছে যে নম্বর থেকে মেসেজ গিয়েছিল, সোমবার সেই একই নম্বর থেকে মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে মেসেজ পাঠানো হয়। তাতেই, সলমন খানকে হুমকি দেওয়ার জন্য ক্ষমা চান ওই ব্যক্তি। তিনি বলেছেন, ভুল করে ওই মেসেজ চলে গিয়েছিল।
মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি ঝাড়খণ্ডে রয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করতে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে মুম্বই পুলিশের একটি দল। প্রসঙ্গত, সলমন খানকে খুনের হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই। এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। বিশেষ করে সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে খুনের পর বিষয়টা সিরিয়াস দিকে মোড় নিয়েছে। এর মধ্যে এই কাণ্ড।
১৮ অক্টোবর হোয়াটসঅ্যাপে একটি হুমকি মেসেজ পায় মুম্বই ট্র্যাফিক পুলিশ। সেখানে অভিনেতার কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেন এক ব্যক্তি। হুমকি দিয়ে বলা হয়, সলমন যদি টাকা না দেন, তাহলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ পরিণতি হবে।
হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা ছিল, “এটাকে হালকাভাবে নেবেন না। সলমন খান যদি বেঁচে থাকতে চান, লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তাহলে ৫ কোটি টাকা পাঠান। টাকা না দিলে বাবা সিদ্দিকির চেয়ে খারাপ পরিণতি অপেক্ষা করছে।”
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচয় দিয়ে দাবি করেছিলেন, তিনি সলমন এবং গ্যাংস্টারের মধ্যে মধ্যস্থতা করবেন, এর জন্য ৫ কোটি টাকা দিতে হবে তাঁকে।
গত কয়েক মাস ধরে লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছে সলমন খানকে। তারপর থেকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বান্দ্রার বাড়ি এবং পানভেলের ফার্ম হাউজ। Y+ সিকিউরিটি দেওয়া হয়েছে অভিনেতাকে। শুধু তাই নয়, মুম্বই পুলিশ এআই চালিত ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির হাই রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরাও বসিয়েছে।
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যার পর সলমনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, দশেরার সন্ধ্যায় বান্দ্রায় ছেলের অফিসের সামনে বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করে তিন আততায়ী। সঙ্গে সঙ্গে তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাবা সিদ্দিকি সলমন-ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।