ব্যবসা-বাণিজ্য Bank Timings: বদলে যাবে ব্যাঙ্ক খোলার সময়, সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক; জেনে নিন নতুন নিয়ম Gallery October 23, 2024 Bangla Digital Desk কেউ যদি একজন ব্যাঙ্ক কর্মী হয়ে থাকেন, তাহলে এই খবরটি তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি, ব্যাঙ্ক গ্রাহকদের জন্যও খবরটি গুরুত্বপূর্ণ। আসলে দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক কর্মীরা সপ্তাহে দুই দিন ছুটি দাবি করছেন। ব্যাঙ্ক কর্মীরা চান রবিবারের পাশাপাশি শনিবারও ছুটি দেওয়া হোক। এমতাবস্থায় সরকার ব্যাঙ্ক কর্মচারীদের এই দাবি মেনে নিতে পারে। ইন্ডিয়ান ব্যাঙ্কস কনফেডারেশন (IBA) এবং ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়নগুলির মধ্যে এই দাবির বিষয়ে একটি চুক্তি হয়েছে। এর ফলে বদলে যেতে পারে ব্যাঙ্ক খোলার ও বন্ধের সময়। সপ্তাহে দুদিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। কিন্তু ঠিক কবে থেকে তা কার্যকর রূপ নিতে পারে, এই নিয়ে প্রশ্নের উত্তর কিছুতেই স্পষ্টভাবে সামনে আসছে না। জেনে নেওয়া যাক নতুন নিয়মের সমস্ত খুঁটিনাটি। ইন্ডিয়ান ব্যাঙ্কস কনফেডারেশন (IBA) এবং ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়নগুলির মধ্যে ৫ দিনের কাজের বিষয়ে একটি চুক্তি হয়েছে। এমতাবস্থায় সরকারও যদি এই সিদ্ধান্তে সম্মতি দেয়, তাহলে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এই নিয়ম কার্যকর হতে পারে। ইন্ডিয়ান ব্যাঙ্কস কনফেডারেশন (IBA) এবং ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে চুক্তি অনুসারে, সমস্ত বেসরকারি এবং সরকারি ব্যাঙ্কগুলি দু’দিনের ছুটির নিয়মের অধীনে আসবে। আরবিআই-এর অনুমোদন নেওয়া দরকার –ইন্ডিয়ান ব্যাঙ্কস কনফেডারেশন (আইবিএ) এবং ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়নগুলির মধ্যে এই চুক্তির এক বছর পূর্ণ হতে চলেছে। এই নিয়ম কার্যকর করার জন্য, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) অনুমোদন নেওয়া প্রয়োজন। সরকার এই নিয়ম বাস্তবায়নের অনুমোদন দিলে ব্যাঙ্কের বন্ধ ও খোলার সময়ও পরিবর্তন হবে। এখন সব ব্যাঙ্ক ১০টায় খোলে এবং ৫টায় বন্ধ হয়ে যায়। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর ব্যাঙ্ক কর্মীদের সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কাজ করতে হবে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, ব্যাঙ্ক ইউনিয়ন ২০১৫ সাল থেকে শনি ও রবিবার ছুটির দাবি করে আসছে। ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তির অধীনে, আরবিআই এবং সরকার, আইবিএ সহ, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি হিসাবে রাখার অনুমোদন দিয়েছিল। অবশেষে সেই দাবি সরকার মেনে নিতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। এবার চলতি বছরের শেষে বা নতুন বছরের শুরুতে নতুন নিয়ম কার্যকর হলে প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক এবং ৫ দিন খোলা থাকবে।