পাঁচমিশালি মানুষের আর ফেরার পথ থাকবে না! ৩০ বছর পর পৃথিবীতে কী হবে, শুনলে বুক কাঁপবে Gallery October 22, 2024 Bangla Digital Desk বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস গ্যাস-এর বাড়বাড়ন্তের ফলে প্রকৃতি বিরূপ আচরণ করতে শুরু করেছে। পৃথিবীর পরিস্থিতি যে বদলাচ্ছে তা আর কাউকে বলে দিতে হয় না এখন। পৃথিবীর অবস্থা যেভাবে বদলাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে, বিষ্ণ উষ্ণায়নের ভবিষ্যতে চরম আকার নেবে। প্রকৃতির খামখেয়ালিপনা বাড়বে। তবে এরই মাঝে নাসা-র এক রিপোর্ট আরও ভয় ধরানো কথা জানাল। আজ থেকে ৩০ বছর পর পৃথিবীর অবস্থা কেমন হবে, তা নিয়ে এবার আভাস দিল নাসা। সমুদ্রের জল বাড়া নিয়ে যে ইঙ্গিত দিল নাসা তা শুনলে বুক কাঁপবে। সবচেয়ে বেশি চিন্তায় দ্বীপরাষ্ট্রগুলি। নাসার রিপোর্ট বলছে, মুছে যেতে পারে অনেক দ্বীপ। নাসার সি লেভেল চেঞ্জ টিম-এর কাছে টুভালু, কিরিবাতি, ফিজি সহ বেশ কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র অনুরোধ করেছে, তাদের যেন জলস্তর বৃদ্ধির হালহকিকত নিয়ে সময়মতো অবগত করা হয়। দ্বীপরাষ্ট্রগুলির সেই অনুরোধে সাড়া দিয়ে সেখানে জলস্তর বৃদ্ধি নিয়ে নানা পরীক্ষা শুরু করেন বিশেষজ্ঞেরা। সেটা করতে গিয়েই তাঁরা এমন তথ্য হাতে পান যা সকলের বুক কাঁপিয়ে দিতে পারে। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, আগামী ৩০ বছরের মধ্যে প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপের আশপাশের জলরাশি ৬ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একবার তা বাড়লে আর কমানো যাবে না। ফেরার পথ থাকবে না সেই দ্বীপরাষ্ট্রগুলির অধিবাসীদের। অর্থাৎ ৩০ বছরের মধ্যে এমনটা যদি সত্যি হয় তা হলে বহু মানুষের প্রাণ সংশয় তৈরি হতে পারে। জল বাড়লে তার প্রভাব সরাসরি গিয়ে পড়বে দ্বীপগুলির ভূখণ্ডে।