কলকাতা: ওড়িশার পুরীর কাছেই সম্ভবত আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানা৷ আর তারই জেরে ওড়িশা থেকে অথবা ওড়িশার উপর দিয়ে চলাচলকারী ১৫১টি বাতিল করল দক্ষিণ পূর্ব রেল৷ তার মধ্যে অনেকগুলি ট্রেনই এমন রয়েছে যা এ রাজ্য থেকে যাতায়াত করে৷
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর ছাড়ার কথা ছিল৷ এর মধ্যে হাওড়া থেকে ছেড়ে যাওয়া এবং হাওড়াগামী একাধিক ট্রেন রয়েছে৷
আরও পড়ুন: আমফানের থেকেও কি বেশি শক্তিশালী দানা? বাংলায় কত উঠবে ঘূর্ণিঝড়ের গতি, কোথায় কোথায় তাণ্ডব
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ অক্টোবর বাতিল থাকবে হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শালিমার-পুরী এক্সপ্রেস, হাওড়া- ভুবনেশ্বর এক্সপ্রেস, হাওড়া- পুরী এক্সপ্রেস, শালিমার-হায়দ্রাবাদ এক্সপ্রেস, সাঁতরাগাছি- ম্যাঙ্গালুরু এক্সপ্রেস, শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-হাওড়া, এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া, তিরুনেলভেলি- পুরুলিয়া, এমজিআর চেন্নাই সেন্ট্রাল- হাওড়া, পুরী-শিয়ালদহ এক্সপ্রেস, কলকাতা স্টেশন-পুরী এক্সপ্রেস, পুদুচেরি- হাওড়া এক্সপ্রেসের মতো ট্রেনগুলি বাতিল থাকবে৷
২৫ অক্টোবর খড়্গপুর-ভদ্রক এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, পুরী-হাওড়া এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, বিশাখাপত্তনম-দিঘা এক্সপ্রেস, সম্বলপুর-শালিমার এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস, হায়দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস, ভদ্রক- হাওড়া এক্সপ্রেস, হাওড়া-দিঘা, পাঁশকুড়া-দিঘা, মালদহ টাউন-দিঘা এক্সপ্রেসের মতো ট্রেন বাতিল থাকবে৷
এ ছাড়াও শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩.২০.২০২৪ ছাড়ার কথা), পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, আসানসোল হলদিয়া এক্সপ্রেস (২৪.১০.২০২৪ তারিখে ছাড়ার কথা) সহ ১৯টি ট্রেন বাতিল করেছে ইস্ট কোস্ট রেল৷