ফালাকাটার কালীপুজোয় বিশেষ থিম

Alipurduar News: বিশাল বাজ পাখির ডানা! যে যেখানে দাঁড়িয়ে! বিশেষ থিম ফালাকাটার কালীপুজোয়

আলিপুরদুয়ার: সামনেই কালীপুজো, সেজে উঠছে ফালাকাটা। আলিপুরদুয়ারের নানা প্রান্তের পাশাপাশি শ্যামাপুজো উপলক্ষে ফালাকাটাতে বিশেষ নজর থাকে জেলাবাসীর। কালীপুজোয় বরাবর জেলাবাসীদের নতুন থিম উপহার দেয়ফালাকাটা তরুণ দল ক্লাব।
নানা ধরনের থিমের পুজোয় নজর কাড়া আলোকসজ্জায় প্রতিবছরই লক্ষাধিক মানুষের ভিড় লক্ষ্য করা যায় ফালাকাটায়, কালীপুজোর কয়েকদিন। আর তাই প্রতিবছরই বিশেষ চমক দিতে পুজো উদ্যোক্তারা হাজির করেন নানা আকর্ষণীয় পুজোর থিম।

ফালাকাটার কালীপুজো গুলির মধ্যে অন্যতম তরুণ দল। শহরের অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করে তরুণ দল। বর্তমানে জোরকদমেই চলছে প্যান্ডেল তৈরির কাজ। ৬৫ তম বর্ষে বিশেষ তাদের থিমে ‘যে যেখানে দাঁড়িয়ে।’ মূলত সমাজের বাস্তব বিষয়গুলিকে ফুটিয়ে তোলা হবে এই মন্ডপে।

আরও পড়ুন: নতুন শাড়ি গয়নাতে কনের সাজে পালন করবা চৌথ! অনন্য রীতিতে জমজমাট কালচিনি

আরও পড়ুন: ভুটান ঘুরে এলেন কিন্তু গেরিগাঁও দেখননি, মিস করলেন দারুণ ভিউ, আর ভুটানি মহিলাদের হাতে বানানো দারুণ সব খাবার

পুজো উদ্যোক্তা সুশান্ত সেন জানিয়েছেন, “একটি বিশাল বাজ পাখি ডানা মেলে থাকবে পুরো প্যান্ডেল জুড়ে। এছাড়াও থাকছে নজরকাড়া আলোকসজ্জা। সব মিলিয়ে ফালাকাটায় এবার অন্যতম সেরা আকর্ষণীয় কালী পুজো হয়ে উঠতে চলেছে তরুণ দলের এই কালীপুজো।”

Annanya Dey