দেশ Indian railways: আর মাত্র দেড় মাস! বিদ্যুৎ, ডিজেল নয়, ‘জল’ দিয়ে ট্রেন চালাবে ভারতীয় রেল? প্রস্তুতি তুঙ্গে Gallery October 22, 2024 Bangla Digital Desk বন্দে ভারত, অমৃত ভারতের মতো ট্রেনের পর এবার নতুন চমক দিতে চলেছে ভারতীয় রেল৷ বিদ্যুৎ অথবা ডিজেলের সাহায্যে নয়, এবার জল দিয়ে ট্রেন চালাবে ভারতীয় রেল? আসলে খুব শিগগিরই পরীক্ষামূলক ভাবে হাইড্রোজেন ব্যবহার করে ট্রেন চালাতে চায় ভারতীয় রেল৷ কোন রুটে এই ট্রেন চালানো হবে, তাও ঠিক হয়ে গিয়েছে৷ প্রতীকী ছবি ২০২৪ সালের ডিসেম্বর মাসেই প্রোটোটাইপ হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা করেছে ভারতীয় রেল৷ হরিয়ানার ঝিন্দ থেকে পানিপথের মধ্যে ৯০ কিলোমিটার রুটে এই ট্রেন চালানো হবে৷ প্রতীকী ছবি একবার এই ট্রেন চালাতে ৩৬০ কেজি হাইড্রোজেনের প্রয়োজন হবে৷ তার জন্য হাইড্রোজেন প্ল্যান্ট তৈরির কাজও দ্রুত গতিতে চলছে৷ প্রতীকী ছবি রেল মন্ত্রকের জনসংযোগ দফতরের এক্সিকিউটিভ ডাইরেক্টর দিলীপ কুমার জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃস্বরণের মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল৷ বিকল্প জ্বালানি হিসেবে হাইড্রোজেনের কথা ভাবা হয়েছে৷ প্রতীকী ছবি হাইড্রোজেন চালিত ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়ার বদলে বাষ্প এবং জল বেরিয়ে আসবে৷ ডিজেল ইঞ্জিনের তুলনায় হাইড্রোজেন ইঞ্জিনে আওয়াজও ৬০ শতাংশ কম হবে৷ তা সত্ত্বেও হাইড্রোজেন চালিত ট্রেনের গতি এবং যাত্রী বহন ক্ষমতা সাধারণ ইঞ্জিনের মতোই হবে বলে রেল কর্তারা দাবি করছেন৷