দেশ Cyclone Dana IMD update: ল্যান্ডফলের পরই বাঁক নেবে দানা! তছনছ হতে পারে বাংলার দুই জেলা, এল নতুন আপডেট Gallery October 23, 2024 Bangla Digital Desk যত সময় এগোচ্ছে, আবহবিদরা ততই সুস্পষ্ট ভাবে ঘূর্ণিঝড় দানা কোথায় আছড়ে পড়বে তার পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছেন৷ মঙ্গলবার ভারতীয় আবহবিজ্ঞান দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভবত ওড়িশার বালাসোরের কাছে ধর্মা বন্দর লাগোয়া এলাকাতেই আঘাত হানবে এই ঘূর্ণিঝড়৷ আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, বালাসোরের কাছে আঘাত হানার পর ক্রমশ ওড়িশার দিকেই সরে যাবে দানা৷ কিন্তু ঘূর্ণিঝড়ের গতিপথের ডানদিকে পড়ায় পশ্চিমবঙ্গের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে৷ তবে আবহবিদরা জানাচ্ছেন, অতীতে বহু ঘূর্ণিঝড়ই শেষ মুহূর্তে গতিপথ বদলেছে৷ ফলে ঘূর্ণিঝড়ের গতিপথ এবং ল্যান্ডফলের জায়গা যদি পশ্চিমবঙ্গের কাছাকাছি কোনও জায়গায় হয়, স্বভাবতই রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে৷ আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে৷’ বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও ঘূর্ণিঝড়ের গতিপথের ডানদিকে যে এলাকা পড়ে, সেগুলিই বেশি ক্ষতিগ্রস্ত হয়৷ সেই কারণেই সুন্দরবন এলাকাতেও দানার দাপটে যথেষ্ট প্রভাব পড়তে পারে৷ এখনও পর্যন্ত আবহবিদদের যা পর্যবেক্ষণ, তাতে ২৫ অক্টোবর ভোর সাড়ে পাঁচটা নাগাদ বালাসোরের কাছে ল্যান্ডফল হতে পারে দানার৷ Photo-PTI এর পাশাপাশি ২৪ এবং ২৫ অক্টোবর দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা এবং বাঁকুড়া জেলার কিছু জায়গায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে৷ আবহবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, কলকাতাতেও ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোর পর্যন্ত ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে৷