পাঁচমিশালি Cyclone Dana Alert: আসছে ঘূর্ণিঝড় দানা! জানেন পরের ঝড়ের নাম কী? ভারত আবার কবে ঝড়ের নাম দেবে? Gallery October 23, 2024 Bangla Digital Desk গতকালের সুস্পষ্ট নিম্নচাপ আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। প্রতীকী ছবি। এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতি নিয়ে সাগরদ্বীপ থেকে পুরীর মধ্যে উপকূল ভাগে প্রবেশ করবে। প্রতীকী ছবি। বর্তমানে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপর এটা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দিকে যাবে এবং ২৪ তারিখ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রতীকী ছবি। এই ঝড়টির নাম দানা, দিয়েছে কাতার। এরপরের ঝড়টির নাম ফেইনজাল, সেই নামটি দেবে সৌদি আরব। প্রতীকী ছবি। ফেইনজাল ঝড়টির পরে যেই ঝড়টি আসবে তার নাম শক্তি, নামটি দেবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পরে তাইল্যান্ডের দেওয়া ঘূর্ণিঝড়ের নাম মন্থ। ডানার পরে ৭টি ঘূর্ণিঝড় পরে নাম দেবে ভারত, নাম মুরাসু। প্রতীকী ছবি।