কলকাতা Cyclone Dana warning: কলকাতা, হলদিয়া বন্দরের জন্য জারি হল ৯ নম্বর বিপদ সঙ্কেত, কী এর অর্থ? জানাল হাওয়া অফিস Gallery October 23, 2024 Bangla Digital Desk বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ভোরে ওড়িশার ভিতর কনিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা৷ তীব্র এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই কলকাতা এবং হলদিয়া বন্দরের জন্য ৯ নম্বর বিপদ সঙ্কেত জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ কিন্তু এই ৯ নম্বর বিপদ সঙ্কেতের অর্থ কী? আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, এই ৯ নম্বর বিপদ সঙ্কেতের অর্থ ভেরি ডেঞ্জারাস, অর্থাৎ খুবই বিপজ্জনক৷ সাধারণত কোনও ঘূর্ণিঝড়ের গতিপথের ডান দিকে যদি কোনও বন্দর পড়ে, তাহলেই এই সতর্কবার্তা জারি করা হয়৷ বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের গতিপথের ডান দিকে যে এলাকা পড়ে, সেই সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতি তুলনামূলক ভাবে বেশি হয়৷ সেই কারণেই ওড়িশায় দানা আছড়ে পড়লেও রাজ্যের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় দানার ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, শক্তির নিরিখে আমফানের তুলনায় দানার তীব্রতা অনেকটাই কম হবে৷ এই ঘূর্ণিঝড়ের তীব্রতা ঘূর্ণিঝড় রেমালের সমান হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান বিশ্বাস৷