বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ভোরে ওড়িশার ভিতর কনিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা৷

Cyclone Dana warning: কলকাতা, হলদিয়া বন্দরের জন্য জারি হল ৯ নম্বর বিপদ সঙ্কেত, কী এর অর্থ? জানাল হাওয়া অফিস

বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ভোরে ওড়িশার ভিতর কনিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা৷
বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ভোরে ওড়িশার ভিতর কনিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা৷
তীব্র এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই কলকাতা এবং হলদিয়া বন্দরের জন্য ৯ নম্বর বিপদ সঙ্কেত জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ কিন্তু এই ৯ নম্বর বিপদ সঙ্কেতের অর্থ কী?
তীব্র এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই কলকাতা এবং হলদিয়া বন্দরের জন্য ৯ নম্বর বিপদ সঙ্কেত জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ কিন্তু এই ৯ নম্বর বিপদ সঙ্কেতের অর্থ কী?
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, এই ৯ নম্বর বিপদ সঙ্কেতের অর্থ ভেরি ডেঞ্জারাস, অর্থাৎ খুবই বিপজ্জনক৷ সাধারণত কোনও ঘূর্ণিঝড়ের গতিপথের ডান দিকে যদি কোনও বন্দর পড়ে, তাহলেই এই সতর্কবার্তা জারি করা হয়৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, এই ৯ নম্বর বিপদ সঙ্কেতের অর্থ ভেরি ডেঞ্জারাস, অর্থাৎ খুবই বিপজ্জনক৷ সাধারণত কোনও ঘূর্ণিঝড়ের গতিপথের ডান দিকে যদি কোনও বন্দর পড়ে, তাহলেই এই সতর্কবার্তা জারি করা হয়৷
বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের গতিপথের ডান দিকে যে এলাকা পড়ে, সেই সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতি তুলনামূলক ভাবে বেশি হয়৷ সেই কারণেই ওড়িশায় দানা আছড়ে পড়লেও রাজ্যের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় দানার ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷
বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের গতিপথের ডান দিকে যে এলাকা পড়ে, সেই সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতি তুলনামূলক ভাবে বেশি হয়৷ সেই কারণেই ওড়িশায় দানা আছড়ে পড়লেও রাজ্যের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় দানার ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷
আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, শক্তির নিরিখে আমফানের তুলনায় দানার তীব্রতা অনেকটাই কম হবে৷ এই ঘূর্ণিঝড়ের তীব্রতা ঘূর্ণিঝড় রেমালের সমান হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান বিশ্বাস৷
আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, শক্তির নিরিখে আমফানের তুলনায় দানার তীব্রতা অনেকটাই কম হবে৷ এই ঘূর্ণিঝড়ের তীব্রতা ঘূর্ণিঝড় রেমালের সমান হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান বিশ্বাস৷