কলকাতাঃ মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও কেন বেসরকারি স্কুল খোলা? অবিলম্বে বেসরকারি স্কুলগুলি যাতে বন্ধ রাখা হয় আগামিকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার, তা নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সচিবকে নির্দেশ। স্কুল শিক্ষা দফতরের সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে আজ বুধবার বেশ কয়েকটি বেসরকারি স্কুল খোলা ছিল, তা রাজ্যের নজরে এসেছে। সরকারি ও সরকারি অনুমোদিত স্কুলগুলিতে ইতিমধ্যেই ছুটি দেওয়ার ঘোষণা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও এই সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন স্কুল শিক্ষা সচিবকে।
এদিকে, দানার গতিবিধির উপর কাল রাতভর নজরদারি চলবে নবান্ন। দানা পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের মধ্যে দীর্ঘক্ষন বৈঠক নয়। ৯ জেলার উপর প্রতিনিয়ত নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাগুলির সঙ্গে দফায় দফায় রিভিউ মিটিংয়ের নির্দেশ আজ বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী-মুখ্য সচিবের বৈঠকে দেওয়া হয়। আগামিকাল রাতভর মুখ্য সচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা রাতভর নজরদারি চালাবেন দানার গতিবিধি উপর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়