কলকাতা Cyclone Dana Local Train Cancel: ব্যান্ডেল, বর্ধমান, শ্যাওড়াফুলি…দানার দাপটে হাওড়া ডিভিশনেও বাতিল বহু লোকাল! জানাল রেল Gallery October 23, 2024 Bangla Digital Desk শিয়ালদহের পর এবার ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় হাওড়া ডিভিশনেও বাতিল করা হল প্রায় ৬৮টি লোকাল ট্রেন৷ এর মধ্যে রয়েছে ব্যান্ডেল, শ্যাওড়াফুলি, কাটোয়া, সিঙ্গুর, শ্রীরামপুর, কাটোয়া, মেমারি লোকালের মতো ট্রেন৷ দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ অক্টোবর ভোর ৪টে থেকে সকাল ১০টা পর্যন্ত হাওড়া থেকে ছেড়ে যাওয়া এবং হাওড়ামুখী প্রায় ৬৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে৷ এর মধ্যে হাওড়া থেকেই বাতিল করা হয়েছে ২৫টি লোকাল ট্রেন৷ শুক্রবার ভোর থেকে হাওড়া থেকে দুটি বর্ধমান লোকাল, পাঁচটি ব্যান্ডেল লোকাল, চারটি শ্যাওড়াফুলি লোকাল সহ আরও একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে৷ উল্টোদিকে হাওড়ামুখী এক ডজন ব্যান্ডেল লোকাল, পাঁচটি বর্ধমান-ব্যান্ডেল এবং বর্ধমান-হাওড়া লোকাল, ছটি শ্যাওড়াফুলি লোকাল, পাঁচটি তারকেশ্বর লোকাল সহ বিভিন্ন ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী এবং আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে প্রয়োজনে আরও বেশ কিছু ট্রেন বাতিল করা হতে পারে৷ পূর্ব রেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বৃহস্পতিবার রাত ৮টা থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় এবং বারাসত-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে৷প্রতীকী ছবি৷