দেবাশিস চক্রবর্তী, হাওড়া: প্রকাশ্যে খুন প্রোমোটার। উত্তেজনা শিবপুর থানার অন্তর্গত জিটি রোডের বস্তিতে। তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতীর নাম জানতে পারা গিয়েছে। তাদের খোঁজে চলছে তল্লাশি।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, জিটি রোডের উপর একটি দোকানে বসে ফোন কথা বলছিলেন আব্দুল কাদির। তখনই চার-পাঁচজন যুবক বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয়। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে কাদির। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক সরকারি হাসপাতালে। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশের দাবি ইদানিং সময় প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত হলেও মৃত আবদুল কাদিরের বিরুদ্ধে একাধিক খুনের চেষ্টা-সহ অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আগেও বেশ কয়েকবার পুলিশ জলে ধরা পড়েন তিনি। পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।