Tag Archives: Crime News

Crime News: চরম নৃশংস! কাকভোরে বাড়িতে ঢুকে টেনে হিঁচড়ে যুবতীকে যা করল প্রেমিক…! হাড়হিম ঘটনায় শিউরে উঠবেন

হুবলি: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক যুবক রীতিমতো বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করল একুশের বছরের এক তরুণীকে। এমনকী ওই তরুণীর চরম পরিণতি হবে বলে আগেই হুমকি দিয়ে রেখেছিল অভিযুক্ত। বেন্ডিগেরি থানার অন্তর্গত বীরাপুরা ওনি এলাকার ঘটনা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বিশ্ব সাওয়ান্ত। আবার সে গিরীশ নামেও পরিচিত। ঘটনার দিন অভিযুক্ত ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ অঞ্জলি অ্যাম্বিগেরার বাড়িতে ঢোকে। এরপর ঘুমন্ত অঞ্জলির উপর চড়াও হয় সে। বাধা দেওয়ার আগেই ছুরি নিয়ে আক্রমণ করে অঞ্জলিকে। তাঁর পরিবার বাধা দেওয়ার চেষ্টা করলেও তা বিফলে যায়। ততক্ষণে অঞ্জলিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায় বছর তেইশের বিশ্ব।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

ঘটনার সময় অঞ্জলির বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর ঠাকুরমা এবং দুই বোন। জানা গিয়েছে, অঞ্জলিকে টেনে হিঁচড়ে রীতিমতো লাথি মারতে মারতে গোটা বাড়িতে ঘুরেছে অভিযুক্ত। সেই সঙ্গে চলেছে এলোপাথাড়ি কোপও। শেষে রান্নাঘরে নিয়ে গিয়ে সজোরে ধাক্কা মেরে ফের কোপ মারে যুবক। এরপর সেখান থেকে পালিয়ে যায় সে।

অঞ্জলির পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে যে, প্রেমের ডাকে সাড়া না দিলে মর্মান্তিক অবস্থা হবে বলে অঞ্জলিকে হুমকি দিয়েছিল অভিযুক্ত। এমনকী সে অঞ্জলিকে ব্ল্যাকমেল করছিল বলেও অভিযোগ। এখানেই শেষ নয়, বাড়িতে না জানিয়ে অঞ্জলিকে তার সঙ্গে মাইসুরু যাওয়ার জন্য চাপও দিয়েছিল অভিযুক্ত।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, অভিযুক্ত বিশ্ব এর আগে একাধিক চুরির মামলায় যুক্ত ছিল। তার বিরুদ্ধে মূলত বাইক চুরির অভিযোগ রয়েছে। অবশ্য এর আগেও অঞ্জলির ঠাকুরমা গঙ্গাম্মা থানায় এই বিষয়ে জানিয়েছিলেন। নাতনিকে যে অভিযুক্ত হুমকি দিচ্ছে, সেই অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ বিষয়টাকে তেমন গুরুত্ব দেয়নি। উল্টে গঙ্গাম্মাকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেয় তারা। এই মর্মান্তিক ঘটনার পরে আপাতত ফেরার যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে বিশ্বর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। তার সন্ধান করে তাকে গ্রেফতার করতে তৎপর হয়েছে পুলিশ।

Bangla News: হাতে ওটা কী? সালিশিসভায় তুমুল দাপাদাপি ‌যুবকের; শেষে যা বেরিয়ে এল, দেখে থ পুলিশ!

জলপাইগুড়ি: জমি বিবাদ নিয়ে সালিশি সভা, আর সেখানে বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ির গাদং ১ নং গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া এলাকায়।

অভিযুক্ত যুবকের নাম শাহজাহান। জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে একটি বিবাদ চলছিল। আর সেই বিবাদের মীমাংসা করতে ডাকা হয় সালিশি সভা। সেখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য, অঞ্চলের প্রধান-সহ অন্যান্যরা।

আরও পড়ুন: ভোটগ্রহণ কেন্দ্র না প্যালেস? ভোট দিতে গিয়ে চমকে উঠলেন ভোটাররা! দেখুন কী কাণ্ড

সালিশি সভা চলাকালীন আচমকা শাজাহান কোমর থেকে বন্দুক বের করে হুমকি দেয় বলে অভিযোগ। বন্দুক হাতে দেখতে পেয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সভাতে উপস্থিত মানুষের মধ্যে।

আরও পড়ুন: পরীক্ষায়-প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে সন্তানকে কী বলেন? না জানলে বড় ক্ষতি হতে পারে! রইল জরুরি টিপস

খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসেন ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ও ধূপগুড়ি থানার আইসি নিজেও। পুলিশ সূত্রে খবর, ওই যুবককে আটক করা হয়েছে। আর উদ্ধার হওয়া বন্দুকটি একটি খেলনা বন্দুক।

সুরজিৎ দে

Crime news viral video: গাড়ি চাপা দিয়ে বৃদ্ধকে খুন করে মৃতদেহকে চুম্বন তরুণীর, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও

৬৪ বছর বয়সি বৃদ্ধকে গাড়ি চাপা দিলেন মহিলা। তার পর দেহটিকে ন’বার ছুরি দিয়ে কোপালেন, সব শেষে মৃতদেহকে তুলে বার বার চুম্বন করলেন সেই তরুণী। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এমনই এক ভিডিয়ো। দিনে-দুপুরে ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের হিউস্টনে, মৃত ব্যক্তির নাম স্টিভেন অ্যান্ডারসন।

এই চূড়ান্ত নৃশংস ঘটনাটির জন্য অভিযুক্ত ২০ বছর বয়সি ক্যারন ফিশার নামের এক রূপান্তরকামী মহিলাকে। ভাইরাল হওয়া ভয়ঙ্কর ভিডিওতে দেখা গিয়েছে এক বৃদ্ধকে গাড়ি চাপা দেন মহিলা। গাড়ি থেকে বেরিয়ে আসেন এক জন মহিলা। তার পর সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার বদলে মৃতপ্রায় ব্যক্তির উপর ঝাঁপিয়ে বার বার ছুরি দিয়ে আঘাত করতে থাকেন।

আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে এখানেই থামেননি অভিযুক্ত তরুণী, ৯ বার দেহের উপর ছুরি দিয়ে আঘাত করার পরে মৃতদেহকে চুম্বন করেন। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। সেই সঙ্গে ফিশারের বিরুদ্ধে গ্রেফতারি এড়িয়ে পালানোর চেষ্টা এবং হাসপাতাল কর্মীদের নিগ্রহেরও মামলা দায়ের করেছে।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, খুনে অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে ২০২১ সালে দেহ ব্যবসারও অভিযোগ ওঠে, যদিও সেই মামলা থেকে তরুণী মুক্তি পান।

Murshidabad crime news: সুতপাকাণ্ডের ছায়া! মুর্শিদাবাদে প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের

মুর্শিদাবাদ: সুতপাকাণ্ডের পুনরাবৃত্তি হল মুর্শিদাবাদের দৌলতাবাদে। প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক। ঘটনাটি ঘটেছে শনিবার দৌলতাবাদ থানার প্রাইমারি স্কুলের পিছনে।  অভিযোগ, প্রেমিক মিঠু সরকার প্রেমিকা সাবিয়া খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দৌলতাবাদ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত প্রেমিক মিঠু সরকার নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।

আরও খবর: দু’ঘণ্টার মধ্যেই রাজ্যের ছ’জেলায় বৃষ্টি-সহ ঝড়ের সতর্কবার্তা, সঙ্গে চার জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী

দৌলতাবাদের বাসিন্দা প্রেমিকার সঙ্গে এলাকারই সরিফুল সেখের একমাত্র ছেলে মিঠু সরকারের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। তরুণী এ বার উচ্চমাধ্যমিক পাশ করে লালবাগ কলেজে ভর্তির জন্য শুক্রবার ফর্ম জমা করেছিলেন। মিঠু সরকার কেরালায় রাজমিস্ত্রির কাজ করে। এক মাস আগে কেরালা থেকে বাড়ি ফিরেছে সে। জানা যায় বেশ কিছু দিন ধরেই প্রেমিকার সঙ্গে মিঠুর মধ্যে মনোমালিন্য চলছিল। শনিবার সকালে কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তরুণী। এর পর দৌলতাবাদ প্রাইমারী স্কুলের পিছনে দু’জনে দেখা করেন। সেখানে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং প্রেমিক মিঠু ধারালো অস্ত্র দিয়ে করে প্রেমিকার পেটে এবং গলায় আঘাত করে কুপিয়ে খুন করে। প্রেমিকার সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী। তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডেকে আনেন। তত ক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ এসে সাবিয়ার রক্তাক্ত দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে ছুটে আসেন মৃতার পরিবারের লোকেরা।

পরে অভিযুক্ত প্রেমিক মিঠু সরকার নিজে বাড়ি থেকে ফোন করে পুলিশকে সমস্ত ঘটনা জানায়। আর তার পরেই পলিশ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সাবিয়ার বান্ধবীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। মিঠু সরকারের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সাবিয়ার পরিবার ও এলাকাবাসীরা। মৃতার মা সেলিমা বিবি বলেন, “সকালে কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। কিছু ক্ষণ পরেই ওর এক বান্ধবী ফোন করে জানায় সাবিয়াকে খুন করা হয়েছে। আমি ফোনটা পেয়েই বাড়ি থেকে ছুটে এসে দেখি আমার মেয়েটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি আমার মেয়ের খুনির ফাঁসি চাই। এলাকাবাসী নুর সেলিম মণ্ডল বলেন, “পড়াশোনার জন্য বাড়ি থেকে বেরোলেও মেয়েদের কোনও নিরাপত্তা নেই। প্রেমের সম্পর্কের জন্য এমন নৃশংস ভাবে খুন মেনে নেওয়া যায়না। আমরা চাই অভিযুক্ত ওই যুবকের কঠোর শাস্তি হোক। যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।”

Crime news: ভয়ঙ্কর নৃশংতা উত্তরপ্রদেশে! মাকে গুলি, বৌকে হাতুড়ির ঘা, তিন সন্তানকে ছুড়ে ফেলে আত্মঘাতী অভিযুক্ত

লখনউ: ভয়ঙ্কর নৃশংসতার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। নিজের পরিবারের পাঁচ জনকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশের সীতাপুরের ঘটনা। অভিযুক্ত যুবক আগে নিজের মাকে খুন করেন, তার পরে হাতুড়ির ঘা দিয়ে খুন করেন স্ত্রীকে। নৃশংসতার ঘটনা এখানেই শেষ নয়, তিন সন্তানকে ছুড়ে ফেলে দেন ছাদ থেকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অনুরাগ সিং (৪২) লখনউয়ের কাছে সীতাপুরের বাসিন্দা। তার হাতে খুন হন মা সাবিত্রী (৬৫)। মাকে গুলি করে খুন করেন। তুড়ি দিয়ে খুন করেন স্ত্রীকে (৪০)। শেষে নিজের তিন সন্তানকে ছাদ থেকে পেলে খুন করেন। সন্তানদের বয়স ১২ বছর, ৯ বছর এবং ৬ বছর। অবশেষে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন অনুরাগ।

পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত মদ্যপ এবং মানসিক ভাবে অসুস্থ ছিলেন। একই পরিবারের ৬ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সীতাপুরের পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন, পুলিশ এবং ফরেন্সিক দল তদন্ত চালাচ্ছে।

Son kills mother for FD: অনাথ আশ্রম থেকে এনে বড় করেছিলেন, ৩০ লাখের এফডি-র জন্য মাকে খুন ছেলের!

ভোপাল: উদ্দেশ্য ছিল মায়ের নামে থাকা তিরিশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট হাতিয়ে নেওয়া৷ তাই নিজের মাকে খুন করে দেহ মাটির নীচে পুঁতে দিল ছেলে৷ নৃশংস এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুর জেলায়৷
জানা গিয়েছে, মৃত মহিলার নাম ঊষা (৬৫)৷ ওই মহিলাকে খুনের অভিযোগে তাঁর ছেলে দীপক পচৌরিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ৷

এই দীপককে দত্তক নিয়ে মানুষ করেছিলেন ঊষা এবং তাঁর স্বামী৷ কয়েক দিন আগে শেওপুরের কোতওয়ালি থানায় দীপক অভিযোগ জানান যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তদন্তে নেমে দীপক এবং তার আত্মীয় ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷

আরও পড়ুন: এর পর মমতা? জেল থেকে বেরিয়েই বিস্ফোরক কেজরিওয়াল, নিশানায় মোদি

কিন্তু জিজ্ঞাসাবাদের সময় দীপকের পরস্পর বিরোধী মন্তব্যে পুলিশের সন্দেহ বাড়ে৷ তদন্তে পুলিশ জানতে পারে, শেয়ার বাজারে ১৫ লক্ষ টাকা খোয়া যায় দীপকের৷ তাই টাকার জন্য মরিয়া হয়ে উঠেছিল সে৷

এর পর তদন্তকারীদের নজরে আসে, মা নিখোঁজ হওয়ার পরই বাথরুমে কিছু কাজ করেছিল দীপক৷ ওই প্লাস্টার ভাঙতেই ঊষাদেবীর দেহ উদ্ধার হয়৷ পুলিশ চেপে ধরতেই দীপক স্বীকার করে নেয়, মায়ের নামে থাকা তিরিশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট হাতিয়ে নিতেই তাঁকে খুন করেছে সে৷ কারণ ওই ফিক্সড ডিপোজিটের নমিনি ছিল সে৷

তদন্তকারীরা জানতে পেরেছেন, ২৩ বছর আগে একটি অনাথ আশ্রম থেকে দীপককে নিয়ে এসেছিলেন ঊষা এবং তাঁর স্বামী ভূবেন্দ্র৷ ২০২১ সালে ভূবেন্দ্রর মৃত্যুর পর থেকে মা ছেলে একসঙ্গেই থাকতেন৷

Crime News: রান্নাঘরে ঢুকে পিছন থেকে গৃহবধূকে… ওয়াটার পিউরিফায়ার সারাতে এসে সাংঘাতিক কাণ্ড

বাড়িতে ওয়াটার পিউরিফায়ার সারাতে এসে গৃহবধূকে যৌন হয়রানি। বেঙ্গালুরুর ঘটনা। বেগুর থানায় মামলা দায়ের করেছেন নিগৃহীতা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাড়ির ওয়াটার পিউরিফায়ার খারাপ হয়ে যাওয়ায় ৪ মে বেগুরের বাসিন্দা ৩০ বছর বয়সী এক গৃহবধূ কাস্টমার কেয়ারে ফোন করে অভিযোগ জানান। কিন্তু টেকনিশিয়ান না আসায় পরদিন ফের ফোন করেন। বিকেল ৫টা নাগাদ টেকনিশিয়ান আসে। সেই সময় ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। দরজা খুলে দেন তিনি। পিউরিফায়ারে কী সমস্যা হচ্ছে জানান। টেকনিশিয়ান তাঁকে জানান, ওয়াটার পিউরিফায়ার আরেকবার ইনস্টল করা দরকার, তাই মেন সুইচ অফ করতে হবে।

গৃহবধূ তাই করেন। মেন সুইচ বন্ধ করে দেন। টেকনিশিয়ান ফের কাজ শুরু করেন। গৃহবধূ গিয়ে ঢোকেন রান্নাঘরে। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, পিছনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। অভিযোগ, ঘাড় ঘোরাতেই অশালীনভাবে গৃহবধূর গায়ে হাত দেন টেকনিশিয়ান। রান্নাঘরে ঢুকে পড়েন। মহিলা তাঁকে কোনও রকমে রান্নাঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেন। তারপর সাহায্য চেয়ে ফোন করেন প্রতিবেশীকে।

সঙ্গে সঙ্গে ছুটে আসেন প্রতিবেশী। তিনি দেখেন, রান্নাঘরে ঢোকার চেষ্টা করছে ওই টেকনিশিয়ান। এদিকে প্রতিবেশীকে আসতে দেখে রোখ চেপে যায় টেকনিশিয়ানের মাথায়, তিনি আক্রমণ করেন। প্রতিবেশী আগে থেকেই সতর্ক ছিলেন। লাঠি নিয়ে এসেছিলেন তিনি। টেকনিশিয়ানকে লাঠি দিয়ে মারতে শুরু করেন তিনি। পাল্টা আক্রমণে ঘাবড়ে যান ওয়াটার পিউরিফায়ার কর্মী। তিনি সেখান থেকে পালান। প্রতিবেশীর সঙ্গে ধস্তাধস্তিতে ওই টেকনিশিয়ান সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে।

এরপর বেগুর থানায় গিয়ে টেকনিশিয়ানের নামে এফআইআর করেন গৃহবধূ। অভিযোগ জানান তিনি। পুলিশ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির কাছ থেকে টেকনিশিয়ানের বিবরণ সংগ্রহ করে। তাঁকে ফোনও করা হয়। তবে অভিযুক্ত ফোন ধরেননি। এরপর বাড়িতে যায় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

১৭ বছর বয়সী প্রেমিকার সঙ্গে সঙ্গম! মেয়ের মা এনেছিল মারাত্মক অভিযোগ, ৪০ বছরের পুরনো অভিযোগে ৪ সন্তানের বাবা জেলে

 এ কেমন প্রেম! প্রেমিক, প্রেমিকা দুজনেই  বিয়ে করেছেন, চার সন্তানও আছে৷ প্রেমিক এখন পুরনো অপরাধের দায়ে এখন জেল খাটছেন৷  প্রেমিকার সঙ্গে ৪০ বছর আগে যে অশ্লীল কাজ করেছিল তার দায়ে সে এখন জেলে৷ এমনকি তাঁর প্রেমিকাও আর বেঁচে নেই৷  তাই নিজেকে নির্দোষ  প্রমাণ করার জন্য এই পৃথিবীতে  এই মুহূর্তে তার আর কেউ নেই৷ Photo -Representative
এ কেমন প্রেম! প্রেমিক, প্রেমিকা দুজনেই  বিয়ে করেছেন, চার সন্তানও আছে৷ প্রেমিক এখন পুরনো অপরাধের দায়ে এখন জেল খাটছেন৷  প্রেমিকার সঙ্গে ৪০ বছর আগে যে অশ্লীল কাজ করেছিল তার দায়ে সে এখন জেলে৷ এমনকি তাঁর প্রেমিকাও আর বেঁচে নেই৷  তাই নিজেকে নির্দোষ  প্রমাণ করার জন্য এই পৃথিবীতে  এই মুহূর্তে তার আর কেউ নেই৷ Photo -Representative
৪০ বছর আগের একটি মামলা এখন ৭০ বছর বয়সী দাউদ বন্দু খানকে প্রবল চাপে ফেলে দিয়েছে৷  ১৯৮৪ সালে একটি নাবালিকা মেয়ের প্রেমে পড়েছিল দাউদ বান্দু খান৷  সেই সময়ে দাউদ বান্দু খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন ১৭ বছর বয়সী বান্ধবীর মা। বান্ধবীর ১৮ বছর হওয়ার পর  দাউদ বন্দু খান সেই মহিলাকেই  বিয়ে করেন। Photo- Representative 
৪০ বছর আগের একটি মামলা এখন ৭০ বছর বয়সী দাউদ বন্দু খানকে প্রবল চাপে ফেলে দিয়েছে৷  ১৯৮৪ সালে একটি নাবালিকা মেয়ের প্রেমে পড়েছিল দাউদ বান্দু খান৷  সেই সময়ে দাউদ বান্দু খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন ১৭ বছর বয়সী বান্ধবীর মা। বান্ধবীর ১৮ বছর হওয়ার পর  দাউদ বন্দু খান সেই মহিলাকেই  বিয়ে করেন। Photo- Representative
 ৭০ বছর বয়সী দাউদ বান্দু খান সে সময় ভুল করেছিলেন। এরপর নদী দিয়ে অনেক জল বয়ে গেছে৷ কিন্তু সে সময়েই তিনি একটি মেগা ভুল করেছিলেন৷ তিনি যে তাঁর বান্ধবীকেই বিয়ে  করেছেন এবং যে  শাশুড়ি যৌন হেনস্তার অভিযোগ এনেছিল তার সঙ্গেও মিলমিশ হয়ে গেছে৷ এই খবর  পুলিশ ও আদালতের কর্মকর্তাদের না জানিয়ে আগ্রা চলে যান। তার ও তার স্ত্রীয়ের চার সন্তান রয়েছে৷ Photo- Representative 
৭০ বছর বয়সী দাউদ বান্দু খান সে সময় ভুল করেছিলেন। এরপর নদী দিয়ে অনেক জল বয়ে গেছে৷ কিন্তু সে সময়েই তিনি একটি মেগা ভুল করেছিলেন৷ তিনি যে তাঁর বান্ধবীকেই বিয়ে  করেছেন এবং যে  শাশুড়ি যৌন হেনস্তার অভিযোগ এনেছিল তার সঙ্গেও মিলমিশ হয়ে গেছে৷ এই খবর  পুলিশ ও আদালতের কর্মকর্তাদের না জানিয়ে আগ্রা চলে যান। তার ও তার স্ত্রীয়ের চার সন্তান রয়েছে৷ Photo- Representative
মুম্বই পুলিশ উত্তরপ্রদেশের আগ্রা থেকে গত ৪০ বছর ধরে অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক দাউদ খানকে গ্রেফতার করেছে৷  দাউদ বান্দু খান ২০২০ সালের জানুয়ারিতে আদালতে হাজির হননি আদালত তাঁকে পলাতক বা অ্যাবস্কন্ডিং ঘোষণা করেছিল। অভিযুক্তের স্ত্রী ও শাশুড়িও এখন আর এই পৃথিবীতে নেই। এমন পরিস্থিতিতে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ফিরিয়ে নেওয়ার কেউ নেই এবং এখন তাকে যৌন হয়রানির মামলার মধ্য দিয়ে যেতেই হবে। Photo- AI generated 
মুম্বই পুলিশ উত্তরপ্রদেশের আগ্রা থেকে গত ৪০ বছর ধরে অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক দাউদ খানকে গ্রেফতার করেছে৷  দাউদ বান্দু খান ২০২০ সালের জানুয়ারিতে আদালতে হাজির হননি আদালত তাঁকে পলাতক বা অ্যাবস্কন্ডিং ঘোষণা করেছিল। অভিযুক্তের স্ত্রী ও শাশুড়িও এখন আর এই পৃথিবীতে নেই। এমন পরিস্থিতিতে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ফিরিয়ে নেওয়ার কেউ নেই এবং এখন তাকে যৌন হয়রানির মামলার মধ্য দিয়ে যেতেই হবে। Photo- AI generated
শাশুড়ি  অপহরণ ও  রেপ মামলা করেছিলেনপুলিশ জানায়, ১৯৮৪ সালে, দাউদ খান এবং তাঁর বান্ধবী (যার বয়স তখন ১৭ বছর এবং পরে তার স্ত্রী হয়েছিল মুম্বইয়ের গিরগাঁওয়ের ভিপি রোড এলাকায় পাশাপাশি বাড়িতে থাকতেন। দাউদ বান্দু খান সোনা গলানোর কাজ করতেন এবং তখন তার বয়স ৩০ বছর ৷ এরাই প্রেমে পড়েন৷ Photo - Representative 
শাশুড়ি  অপহরণ ও  রেপ মামলা করেছিলেন
পুলিশ জানায়, ১৯৮৪ সালে, দাউদ খান এবং তাঁর বান্ধবী (যার বয়স তখন ১৭ বছর এবং পরে তার স্ত্রী হয়েছিল মুম্বইয়ের গিরগাঁওয়ের ভিপি রোড এলাকায় পাশাপাশি বাড়িতে থাকতেন। দাউদ বান্দু খান সোনা গলানোর কাজ করতেন এবং তখন তার বয়স ৩০ বছর ৷ এরাই প্রেমে পড়েন৷ Photo – Representative
মেয়েটির মা তাঁদের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন এবং ডিবি মার্গ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন, যার পরে দাউদ খানকে অপহরণ ও রেপ অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।  জামিন পেতে সক্ষম হন, যার পরে তিনি জেল থেকে বেরিয়ে আসেন এবং অবশেষে মেয়েটির আইনি বয়স অতিক্রম করার পরে তার বান্ধবীকে বিয়ে করেছিলেন এটি  একজন কর্মকর্তা জানিয়েছেন।
মেয়েটির মা তাঁদের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন এবং ডিবি মার্গ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন, যার পরে দাউদ খানকে অপহরণ ও রেপ অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।  জামিন পেতে সক্ষম হন, যার পরে তিনি জেল থেকে বেরিয়ে আসেন এবং অবশেষে মেয়েটির আইনি বয়স অতিক্রম করার পরে তার বান্ধবীকে বিয়ে করেছিলেন এটি  একজন কর্মকর্তা জানিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে,  তাদের প্রথম সন্তানের জন্ম হয়। এরপর কাউকে কিছু না বলে আগ্রা চলে যান। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে আগ্রায় স্থানান্তরিত হওয়ার আগে তাদের উভয়ের (খান এবং তার বান্ধবী) পুলিশ এবং আদালতকে জানানো উচিত ছিল যে বিষয়টি সমাধান করা হয়েছে এবং তারা একে অপরকে বিয়ে করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে,  তাদের প্রথম সন্তানের জন্ম হয়। এরপর কাউকে কিছু না বলে আগ্রা চলে যান। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে আগ্রায় স্থানান্তরিত হওয়ার আগে তাদের উভয়ের (খান এবং তার বান্ধবী) পুলিশ এবং আদালতকে জানানো উচিত ছিল যে বিষয়টি সমাধান করা হয়েছে এবং তারা একে অপরকে বিয়ে করেছেন।
দাউদ খান স্বীকার করেছিলেন যে যেহেতু তিনি এখন তার বান্ধবীকে (মামলার শিকার) বিয়ে করেছেন, তাই বিষয়টি মিটে গেছে। বছরের পর বছর ধরে, আদালত আদালতে হাজির হওয়ার আদেশ জারি করতে থাকে এবং খান আদালতে হাজির হতে ব্যর্থ হন। তিনি বারবার আদালতের আদেশে সাড়া না দিলে, আদালত খানের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে এবং ২০২০ সালের জানুয়ারিতে তাকে পলাতক ঘোষণা করে।
দাউদ খান স্বীকার করেছিলেন যে যেহেতু তিনি এখন তার বান্ধবীকে (মামলার শিকার) বিয়ে করেছেন, তাই বিষয়টি মিটে গেছে। বছরের পর বছর ধরে, আদালত আদালতে হাজির হওয়ার আদেশ জারি করতে থাকে এবং খান আদালতে হাজির হতে ব্যর্থ হন। তিনি বারবার আদালতের আদেশে সাড়া না দিলে, আদালত খানের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে এবং ২০২০ সালের জানুয়ারিতে তাকে পলাতক ঘোষণা করে।
৪০ বছর পর যেভাবে খানের নাম উঠলদাউদ খানের এই ঘটনাটি প্রকাশ্যে আসে যখন মুম্বই পুলিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পলাতকদের সন্ধান ও গ্রেফতারের জন্য একটি বিশেষ অভিযান শুরু করে। ডিবি মার্গ পুলিশ জানিয়েছে, খানের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই কারণ তিনি দুই দশক আগে কাউকে না জানিয়ে নিজের জায়গা বদলে নিয়েছিলেন৷ পুলিশ জানিয়েছে যে মেয়েটির ধর্ষিতা হওয়ার অভিযোগ উঠেছিল সেই মাও মারা গিয়েছিল৷
৪০ বছর পর যেভাবে খানের নাম উঠল
দাউদ খানের এই ঘটনাটি প্রকাশ্যে আসে যখন মুম্বই পুলিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পলাতকদের সন্ধান ও গ্রেফতারের জন্য একটি বিশেষ অভিযান শুরু করে। ডিবি মার্গ পুলিশ জানিয়েছে, খানের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই কারণ তিনি দুই দশক আগে কাউকে না জানিয়ে নিজের জায়গা বদলে নিয়েছিলেন৷ পুলিশ জানিয়েছে যে মেয়েটির ধর্ষিতা হওয়ার অভিযোগ উঠেছিল সেই মাও মারা গিয়েছিল৷
একজন শেফের কারণে দাউদের হদিস জানা গেছেসিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিজয় ঘোরপাড়ের নির্দেশনায়, কনস্টেবল বিনোদ রানে এই মামলায় কাজ শুরু করেন এবং এলাকায় তথ্যদাতাদের খোঁজ করেন। আমাদের কাছে তার পুরানো ঠিকানা ছিল কিন্তু সে কোথায় ছিল তা কেউ জানত না। তাই আমরা প্রবীণ নাগরিকদের খোঁজ করতে শুরু করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করার সময়, আমরা একজন শেফ সম্পর্কে জানতে পারি যাকে দাউদ খান প্রায় ১০ বছর আগে তার ছেলের বিয়ের খাবার রান্না করতে আগ্রায় ডেকেছিলেন।
একজন শেফের কারণে দাউদের হদিস জানা গেছে
সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিজয় ঘোরপাড়ের নির্দেশনায়, কনস্টেবল বিনোদ রানে এই মামলায় কাজ শুরু করেন এবং এলাকায় তথ্যদাতাদের খোঁজ করেন। আমাদের কাছে তার পুরানো ঠিকানা ছিল কিন্তু সে কোথায় ছিল তা কেউ জানত না। তাই আমরা প্রবীণ নাগরিকদের খোঁজ করতে শুরু করি এবং তাদের জিজ্ঞাসাবাদ করার সময়, আমরা একজন শেফ সম্পর্কে জানতে পারি যাকে দাউদ খান প্রায় ১০ বছর আগে তার ছেলের বিয়ের খাবার রান্না করতে আগ্রায় ডেকেছিলেন।
৪০ বছর পর পুলিশ কীভাবে অভিযুক্তের কাছে পৌঁছল?এর পরে পুলিশ দল শেফের সন্ধান করে, তারপরে তারা তার নম্বর পায় এবং রবিবার তাকে আগ্রায় তার বাড়িতে সনাক্ত করে। দাউদ খানকে মুম্বাইয়ে নিয়ে এসে মঙ্গলবার গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দাউদ খান দাবি করেন, তিনি ভেবেছিলেন নির্যাতিতাকে বিয়ে করার পর বিষয়টি বন্ধ হয়ে যেত। পুলিশ জানিয়েছে, 'দাউদ আরও জানিয়েছেন যে তার স্ত্রী ২০১১ সালে মারা গেছেন। তারা আমাদেরকে তার ডেথ সার্টিফিকেটও দেখিয়েছে।' বর্তমানে দাউদ খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একজন কর্মকর্তা বলেন, দাউদ খান প্রায় ৪০ বছর আগে তার বিয়ের কথা আদালতকে না জানিয়ে বড় ভুল করেছেন। এটি তাদের বৃদ্ধ বয়সে তাড়া করতে ফিরে আসে। শিগগিরই মামলার কার্যক্রম শুরু হতে পারে।
৪০ বছর পর পুলিশ কীভাবে অভিযুক্তের কাছে পৌঁছল?
এর পরে পুলিশ দল শেফের সন্ধান করে, তারপরে তারা তার নম্বর পায় এবং রবিবার তাকে আগ্রায় তার বাড়িতে সনাক্ত করে। দাউদ খানকে মুম্বাইয়ে নিয়ে এসে মঙ্গলবার গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দাউদ খান দাবি করেন, তিনি ভেবেছিলেন নির্যাতিতাকে বিয়ে করার পর বিষয়টি বন্ধ হয়ে যেত। পুলিশ জানিয়েছে, ‘দাউদ আরও জানিয়েছেন যে তার স্ত্রী ২০১১ সালে মারা গেছেন। তারা আমাদেরকে তার ডেথ সার্টিফিকেটও দেখিয়েছে।’ বর্তমানে দাউদ খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একজন কর্মকর্তা বলেন, দাউদ খান প্রায় ৪০ বছর আগে তার বিয়ের কথা আদালতকে না জানিয়ে বড় ভুল করেছেন। এটি তাদের বৃদ্ধ বয়সে তাড়া করতে ফিরে আসে। শিগগিরই মামলার কার্যক্রম শুরু হতে পারে।

মায়ানমার থেকে দেশে ঢুকেছিল ৮টি ট্রাক; তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের !

আইজল, মিজোরাম: গোপন সূত্রে খবর পেয়ে দু’টি পৃথক অভিযান চালিয়েছিল অসম রাইফেলস এবং মিজোরাম পুলিশ। সেই অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের মাদক এবং বিদেশি সিগারেট উদ্ধার হয়েছে। আধাসামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে যে, অসম রাইফেলস এবং মিজোরাম পুলিশের দু’টি আলাদা অভিযানে ৪.৩৪ কোটি টাকা মূল্যের হেরোইন এবং বিদেশি সিগারেট বাজেয়াপ্ত হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান বলে জানানো হয়েছে। অসম রাইফেলস এবং মিজোরাম পুলিশের একটি যৌথ বাহিনী আইজলের ফকল্যান্ড এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। আর তাতে প্রায় ৫৯৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। আবার অন্য একটি অভিযানে ৮ ট্রাক মিষ্টি সুপারি এবং প্রায় ২২ হাজার সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন– উড়ন্ত বিমানের সঙ্গে সেলফি তুলতে চান? ঘুরে আসুন ফুকেটের ‘মাই খাও বিচ’, প্লেন স্পটিংয়ের সেরা জায়গা

আধাসামরিক বাহিনীর কর্মীরা আরও জানিয়েছেন যে, ৪.১৮ কোটি টাকা মূল্যের হেরোইন রাখার জন্য দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন মণিপুরের বাসিন্দা। অন্য একটি অভিযানে আবার অসম রাইফেলস ১৬ লক্ষ টাকা মূল্যের ২২ হাজার প্যাকেট বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে। আসলে মায়ানমার থেকে দক্ষিণ মিজোরামের সিয়াহা জেলার লুংপুক গ্রামে এইসব দ্রব্য পাচার করা হয়েছিল। আর এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা সংস্থা এবং পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন– বিড়াল সিঁড়ি ভেঙে উপরে উঠছে না কি নীচে নামছে? অপটিক্যাল ইলিউশনের এই ছবিই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

আবার ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ)-এর স্বেচ্ছাসেবকদের সহায়তায় মিজোরাম পুলিশ মায়ানমার থেকে পাচার করা শুকনো মিষ্টি সুপারি ঠাসা ৮টি ট্রাক আটক করেছে। পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। শুকনো সুপারির এত বড় চালান কোথায় যাচ্ছিল এবং এর পিছনে কাদের হাত রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে নিরাপত্তা সংস্থাগুলি।

আরও পড়ুন– রাশিফল ৬ মে – ১২ মে; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

এখানেই শেষ নয়, অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পেট্রাপোলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ২.২৫ কোটি টাকার সোনা পাচারের চেষ্টা চালানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বর্ডার সিকিওরিটি ফোর্স (বিএসএফ)-এর এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। আবার ওই জেলাতেই অন্য একটি ঘটনায় বিএসএফ কর্মীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী ট্রাকগুলির তল্লাশি চালায়। আর তাতে একটি ট্রাক থেকে ১.৫৮ কোটি টাকা মূল্যের ২.৫ কেজি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

Sister punishes elder brother: ফোনে কথা বলতে নিষেধ করার ‘শাস্তি’, দাদাকে গলা কেটে খুনের অভিযোগ ১৪ বছরের বোনের বিরুদ্ধে

চুইখাদান: বোন ফোনে ছেলেদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে, তাই শাসন করেছিল দাদা। বকাবকি করে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে নিষেধ করেন, ফলও পেতে হল দাদাকে। ১৪ বছরের বোনের হাতে খুন হলেন ১৮ বছরের দাদা। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের খরাইগগড়-চুইখাদান-গণ্ডাই জেলার অমলিদিকালা গ্রামে।

আরও পড়ুন: বিশ্বকাপের দলে ৩ রঞ্জি খেলা ‘ভারতীয়’, ২ জন খেলেন ভারতের U19 দলে, কোন দলে?

চুইখাদান থানার পুলিশ খবর পেয়ে গ্রেফতার করেছে ১৪ বছরের মেয়েটিকে। পুলিশি জেরায় মেয়েটি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার। যখন কিশোরী তার দাদাকে খুন করে তখন বাড়িতে কেউ ছিল না। মেয়েটির দাদা ঘুমাচ্ছিলেন, ঠিক তখনই কুঠার নিয়ে দাদার গলা কেটে দেয় ১৪ বছর বয়সের মেয়েটি। ঘটনার জেরে সঙ্গে সঙ্গেই প্রাণ হারায় মেয়েটির দাদা। তার পরে মেয়েটি বাথরুমে গিয়ে গা থেকে এবং জামাকাপড় থেকে সমস্ত রক্তের দাগ ধুয়ে ফেলে। পরে বাইরে বেরিয়ে গ্রামবাসীদের সমস্ত ঘটনার কথা জানায় মেয়েটি নিজেই। গ্রামবাসীরা তার পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং মেয়েটিকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছে কিশোরী। খুনের নৃশংসতা দেখে শিউরে উঠেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে হেফাজতে নেওয়া হয়েছে, এবং ঘটনার তদন্ত চলছে।