দানার প্রভাবে এখনও বিপর্যস্ত লোকাল ট্রেন।

Train Cancel: শুক্রবার কাজে বেরবেন? একাধিক ট্রেন বাতিল কিন্তু! হাওড়া স্টেশন যাওয়ার আগে শিগগির জেনে নিন, না হলেই বিপত্তি

কলকাতা: যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। হাওড়া থেকে বাতিল থাকবে ২৫ লোকাল ট্রেন, ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ১২টি লোকাল ট্রেন, বর্ধমান থেকে বাতিল থাকবে ৫টি লোকাল ট্রেন, শেওড়াফুলি থেকে  বাতিল থাকবে ৬টি লোকাল ট্রেন। এছাড়া, শ্রীরামপুর থেকে ২টি, কাটোয়া থেকে ২টি, মেমারি থেকে একটি এবং আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, বারুইপাড়া, চন্দনপুর, পান্ডুয়া, গুরাপ, মশাগ্রাম, সিঙ্গুর, বেলুড়মঠ থেকে ১৫টি লোকাল বাতিল থাকবে।

হাওড়া-বর্ধমান লোকাল: ভোর ৪টে

বর্ধমান লোকাল: ভোর ৪.১৫

গোঘাট লোকাল: ভোর ৪.২২

ব্যান্ডেল লোকাল: ভোর ৪.৪৭

তারকেশ্বর লোকাল: ভোর ৪.৫৫

গুরাপ লোকাল: ভোর ৫.০৫

ব্যান্ডেল লোকাল: ভোর ৫.১৪

সিঙ্গুর লোকাল: ভোর ৫.৩২

মসাগ্রাম লোকাল: ভোর ৫.৪৫

তারকেশ্বর লোকাল: ভোর ৫.৫৫

ব্যান্ডেল লোকাল: ৬.২৬

ব্যান্ডেল লোকাল: সকাল ৭.০৫

শ্যাওড়াফুলি লোকাল: সকাল সাড়ে ৭টা

বেলুড়মঠ লোকাল: সকাল ৭.৪০

শ্রীরামপুর লোকাল: সকাল ৭.৪৫

শ্যাওড়াফুলি লোকাল : সকাল ৮.১২

ব্যান্ডেল লোকাল: সকাল ৮.২০

মেমারি লোকাল: সকাল ৮.৩৫

চন্দনপুর লোকাল: সকাল ৮.৪৯

শ্যাওড়াফুলি লোকাল: সকাল ৮.৫০

ব্যান্ডেল লোকাল: সকাল ৯.১০

শ্যাওড়াফুলি লোকাল: সকাল ৯.১৫

শ্রীরামপুর লোকাল: সকাল ৯.২০

বারুইপাড়া লোকাল: সকাল ৯.৪০

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

এ ছাড়া, ব্যান্ডেল থেকে হাওড়াগামী ভোর ৩টে ৭ মিনিট, ৩টে ৫০ মিনিট, ৪টে ৪৫ মিনিট, সকাল ৫টা ৪০ মিনিট, সাড়ে ৬টা এবং ৭টা ১৫ মিনিটের ট্রেনগুলি বাতিল করা হয়েছে। কাটোয়া, বর্ধমানগামী ভোরের কয়েকটি ট্রেনও বাতিল থাকবে শুক্রবার। বাতিল থাকবে বর্ধমান থেকে ব্যান্ডেলগামী কিছু ট্রেন।