কলকাতা Cyclone Dana Update: বড় খবর! বর্তমানে সাগর থেকে ৩৫০ কিমি দূরে ‘দানা’! জেনে নিন ল্যান্ডফলের সঠিক সময়? Gallery October 24, 2024 Bangla Digital Desk উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর প্রবল ঘূর্ণিঝড় “দানা” তৈরি হয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের জন্য ঘূর্ণিঝড় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে, তীব্র ঘূর্ণিঝড় /শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ‘দানা’। বর্তমানে, মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছ ‘দানা’র অবস্থান। ‘দানা’ বাঁক নিয়েছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে (আগে ছিল শুধু উত্তর-পশ্চিম দিক)। নিজস্ব গতি ঘন্টায় ১২ কিলোমিটার।(আগে ১৫ কিলোমিটার ছিল)। অর্থাৎ নিজস্ব ও গতি কমেছে। দূরত্ব: পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে।ধামারা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক।সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক বর্তমানে অবস্থিত ‘দানা’ আজ, বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামিকাল, শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।