পুরুলিয়া : চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। আশঙ্কায় ভুগছে কৃষকেরা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ে তৈরি হয়েছে তার প্রভাব পড়বে পুরুলিয়া জেলাতেও। এই জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আর তাতেই কিছুটা দুশ্চিন্তা বেড়ে গিয়েছে সাধারণ মানুষ থেকে কৃষকদের। সঠিক সময় বৃষ্টি না হওয়ার কারণে এ বছর কৃষি কাজে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে জেলার কৃষকদের। তার মধ্যে অসময়ে বৃষ্টি চাষে অনেকটাই ক্ষতি করেছে।
সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই কালীপুজোর পূর্বে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। আর তাতেই অনেকখানি চিন্তার মধ্যে পড়েছে জেলার কৃষকেরা। বিশেষ করে যারা জেলার এক ফসলি ধান চাষি রয়েছে তারা অনেকখানি আশঙ্কায় ভুগছেন। কারণ মরশুমের এই সময় ধান জমিতে ধান পাকতে শুরু হয়। আর ধান পাকার মুখে এই ঝড় চাষিদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! আবহাওয়ার খেলা শুরু! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কতদিন? দিন-তারিখ বলে দিল আলিপুর
এ বিষয়ে জেলার চাষিরা বলেন , চাষের উপর তারা অনেকখানি নির্ভরশীল। এই চাষ করেই তাদের জীবন-জীবিকা নির্বাহ হয়। তাই এই ঝড়ের ফলে তাদের চাষে অনেকখানি ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তাদের অনেকটাই লস হয়ে যাবে। এই সময় ধান পাকার সময় আর তার মাঝে এই ক্ষতি তারা কিভাবে পূরণ করবে তা তারা বুঝে উঠতে পারছেন না। তাই আশঙ্কার মধ্যে দিন কাটছে তাদের।
আরও পড়ুন: মাত্র ১০-টাকার বিনিময়ে পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যাচ্ছে পুরুলিয়ায়
মানুষের দুর্গাপুজোর ঠিকঠাক ভাবে কাটলেও কালীপুজো নিয়ে চিন্তায় রয়েছে সকলের। বিশেষ করে যারা ধানচাষিতারা অনেকটাই দুশ্চিন্তায় রয়েছে। কারণ জেলা পুরুলিয়ার বেশিরভাগ জমি এক ফসলি বিকল্প চাষ জেলায় হয় না বললেই চলে। তাই কৃষি কাজের উপর অনেকটাই ভরসা করতে হয় চাষিদের। আর সেখানে দাঁড়িয়েও এই ঝড় বৃষ্টি অনেকটাই ভয় ধরাচ্ছে তাদের।
শর্মিষ্ঠা ব্যানার্জি