লাইফস্টাইল Pet Care during Cyclone Dana: আসছে ঘূর্ণিঝড় দানা! কীভাবে পোষ্যদের নিরাপদে রাখবেন? ওদের ভালর জন্য কী কী করবেন, ভুলেও করবেন না কোন কাজ? জানুন Gallery October 24, 2024 Bangla Digital Desk মানুষের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন হয়ে পড়ে পশুপ্রাণীরাও৷ ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগে সতর্কতা নিন আপনার বাড়ির গবাদি পশু এবং অন্য পোষ্যদের নিয়ে৷ হাতের কাছে মজুত রাখুন অ্যানিম্যাল ইমার্জেন্সি কিট৷ যাতে স্বল্প আঘাতে প্রাথমিক চিকিৎসা দ্রুত করা যায়৷ কখনওই পোষ্যকে বাড়িতে একা ফেলে চলে যাবেন না৷ নিজেদের যদি কোনও নিরাপদ স্থানে যেতে হয়, তাহলে সঙ্গে নিয়ে যান পোষ্যকেও৷ নিজেদের পাশাপাশি মজুত রাখুন পশুদের খাবারও৷ সঙ্গে পর্যাপ্ত জল৷ পশুখাদ্য অমিল হতে পারে প্রাকৃতিক দুর্যোগের পরে৷ বিড়াল, কুকুর ও গবাদি পশু থাকলে তাদের গলায় ঘণ্টা বেঁধে দিন৷ তাহলে তাদের গতিবিধিতে নজর রাখতে সুবিধে হবে৷ ঝড়ের সময় কখনওই কোনও প্রাণীকে বেঁধে রাখবেন না৷ তাহলে বিপর্যয়ে তারা পালাতে পারবে না৷ বাড়ির বাইরে তাদের ছেড়ে দেবেন না৷ গৃহপালিত পশুরা তাদের মানবসঙ্গীর উপর খুবই নির্ভরশীল হয়৷ নিজেদের বাঁচাতে তারা পারে না সবসময়৷ ঘরে বা বাইরে উঠোনে ধারালো ও ভারী জিনিস খোলা অবস্থায় রাখবেন না৷ এতে আপনাদের মতো আহত হতে পারে পোষ্যরাও৷ পারলে পোষ্যের গলায় একটা কার্ডে আপনার নাম, ঠিকানা ও যোগাযোগের নম্বর লিখে রাখুন৷ প্রবল ঝড়, বজ্রপাতের সময় আপনার পোষ্যরাও ভয় পায়৷ সে সময় তাদের পাশে থাকুন৷ সাহচর্য দিন৷