Tag Archives: Pet Care

Pet Care: মাত্র ৫ টাকায় মিলবে আপনার পোষ্যের সব শারীরিক সমস্যার সমাধান! জানুন বিশদে

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: বাড়িতে বিড়াল অথবা কুকুর রয়েছে? তার বিভিন্ন অসুখের সমাধান নিয়ে চিন্তায় আছেন? অথবা কোথায় ভ্যাকসিন দেবেন তা নিয়ে চিন্তায় আছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর, মাত্র ৫ টাকা খরচ করলেই সব সমস্যার সমাধান হবে।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সরকারি নির্দেশনামা অনুযায়ী প্রতিটি প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে প্রাণী চিকিৎসার জন্য রয়েছে ব্যবহারিক চার্জ।সেই চার্জ অনুযায়ী বড় প্রাণী, গরু বাছুর মহিষ, দেশি বিড়াল অথবা কুকুরের জন্য আপনি যদি সপ্তাহে ৫ টাকা করে জমা দেন, তাহলে ওই সপ্তাহের মধ্যে আপনার পোষ্যের সমস্ত ওষুধ ও টিকা বিনামূল্যে দেওয়া হবে।

আরও পড়ুন : ১৪ জুন কোন রাশির কপালে কী আছে? রাশি মিলিয়ে জানুন শুভ অশুভ ফলাফল

তবে বিদেশি পোষ্য কুকুরের জন্য সপ্তাহে লাগবে ২০ টাকা। ছোট প্রাণী ছাগল অথবা ভেড়ার জন্য লাগবে ২ টাকা। খাঁচায় পোষা পাখির জন্য লাগবে এক টাকা। এই চার্জ প্রতি সপ্তাহে দিলে আপনার পোষ্যের যখন যে সমস্যাই হোক, তার জন্য ওষুধ ও অন্যান্য সবকিছুর ব্যবস্থা করবে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। তাহলে আর অপেক্ষা কিসের? খোঁজ নিন আপনার নিকটবর্তী প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে।

Pet Care-Vaccination: পোষা কুকুর বা বিড়ালকে ঠিক কোন বয়সে, কত দিন অন্তর ভ্যাকসিন দিতে হয়? জানুন চিকিৎসকের মত

বর্তমানে শহরাঞ্চলে প্রতিটি বাড়িতে বিড়াল কিংবা কুকুর রাখা যেন একটা ট্রেডিশন হয়ে গেছে। শহর অঞ্চলের অনেকেই নিজের বাড়িতে পোষা প্রাণী রাখতে ভালবাসেন। সময় গড়ানোর সঙ্গে বাড়ির এই প্রাণীগুলো যেন আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠে। তবে পুষলেই তো হবে না, এই প্রাণীর গুলোর মানুষের মতোই চাই সঠিক যত্ন। photo source collected 
বর্তমানে শহরাঞ্চলে প্রতিটি বাড়িতে বিড়াল কিংবা কুকুর রাখা যেন একটা ট্রেডিশন হয়ে গেছে। শহর অঞ্চলের অনেকেই নিজের বাড়িতে পোষা প্রাণী রাখতে ভালবাসেন। সময় গড়ানোর সঙ্গে বাড়ির এই প্রাণীগুলো যেন আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠে। তবে পুষলেই তো হবে না, এই প্রাণীর গুলোর মানুষের মতোই চাই সঠিক যত্ন। photo source collected
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক সময়ে টিকা দেওয়া। জলাতঙ্ক, ডিপথেরিয়া, ফ্লুর মতো কিছু রোগ আছে, যেগুলো পশু থেকে মানুষে কিংবা মানুষ থেকে পশুতে ছড়াতে পারে। তা ছাড়া শিশুরা পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল বা কুকুরের সঙ্গে খেলতে পছন্দ করে। খেলতে খেলতে অনেক সময় গায়ে আঁচড় বসিয়ে দিতে পারে এসব প্রাণী। photo source collected 
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক সময়ে টিকা দেওয়া। জলাতঙ্ক, ডিপথেরিয়া, ফ্লুর মতো কিছু রোগ আছে, যেগুলো পশু থেকে মানুষে কিংবা মানুষ থেকে পশুতে ছড়াতে পারে। তা ছাড়া শিশুরা পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল বা কুকুরের সঙ্গে খেলতে পছন্দ করে। খেলতে খেলতে অনেক সময় গায়ে আঁচড় বসিয়ে দিতে পারে এসব প্রাণী। photo source collected
এক্ষেত্রে আপনার বাড়িতে পোষা বিড়াল কিংবা কুকুরকে কতদিন অন্তর অন্তর টিকা দেবেন ? এ ব্যাপারে কী বলছেন পশু বিশেষজ্ঞ ডক্টর সুদীপ নন্দী? জেনে নিন photo source collected 
এক্ষেত্রে আপনার বাড়িতে পোষা বিড়াল কিংবা কুকুরকে কতদিন অন্তর অন্তর টিকা দেবেন ? এ ব্যাপারে কী বলছেন পশু বিশেষজ্ঞ ডক্টর সুদীপ নন্দী? জেনে নিন photo source collected 
নিজের পোষ্য প্রাণীটিকে অবশ্যই টিকাকরণ প্রয়োজন ।কুকুরের মধ্যে জলাতঙ্ক, ক্যানাইন পারভো ভাইরাস, ক্যানাইন করোনা ভাইরাস, ক্যানাইন ডিস্টেম্পার, ইনফ্লুয়েঞ্জা সহ বেশ কিছু রোগ দেখা যায়। সঠিক সময়ে এই রোগের টিকাকরণ না করালে আপনার পোষ্য কুকুর ছানাটির মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এ ক্ষেত্রে পোষ্য কুকুরটির বয়স ৬ থেকে ৮ সপ্তাহ হলেই কুকুরটিকে প্রথম টিকাকরণ করাতে হবে। photo source collected
নিজের পোষ্য প্রাণীটিকে অবশ্যই টিকাকরণ প্রয়োজন ।কুকুরের মধ্যে জলাতঙ্ক, ক্যানাইন পারভো ভাইরাস, ক্যানাইন করোনা ভাইরাস, ক্যানাইন ডিস্টেম্পার, ইনফ্লুয়েঞ্জা সহ বেশ কিছু রোগ দেখা যায়। সঠিক সময়ে এই রোগের টিকাকরণ না করালে আপনার পোষ্য কুকুর ছানাটির মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এ ক্ষেত্রে পোষ্য কুকুরটির বয়স ৬ থেকে ৮ সপ্তাহ হলেই কুকুরটিকে প্রথম টিকাকরণ করাতে হবে। photo source collected
দ্বিতীয় টিকা হবে প্রথম টিকার ঠিক ২১ দিন পর। এক্ষেত্রে আপনার কুকুরের বয়স ১৬ সপ্তাহ বা তার চেয়ে বেশি হয়ে থাকলে এর মাঝে কোর বা প্রাইমারি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। বাড়তি সচেতনতার জন্য সেকেন্ডারি বেশকিছু ভ্যাকসিন দেওয়া হয়। photo source collected 
দ্বিতীয় টিকা হবে প্রথম টিকার ঠিক ২১ দিন পর। এক্ষেত্রে আপনার কুকুরের বয়স ১৬ সপ্তাহ বা তার চেয়ে বেশি হয়ে থাকলে এর মাঝে কোর বা প্রাইমারি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। বাড়তি সচেতনতার জন্য সেকেন্ডারি বেশকিছু ভ্যাকসিন দেওয়া হয়। photo source collected
ড:সুদীপ নন্দী আরও জানান, বিড়ালের মধ্যেও ঠিক একইভাবে কিছু রোগ দেখা যায় ফেডিং কিটেন সিনড্রোম, ফেলাইন লিউকেমিয়া ভাইরাস সহ আরও বেশ কিছু রোগ। এক্ষেত্রে বিড়ালকেও ঠিক একই ভাবে ছয় থেকে আট সপ্তাহ বয়সে প্রথম টিকা দিতে হবে।photo source collected 
ড:সুদীপ নন্দী আরও জানান, বিড়ালের মধ্যেও ঠিক একইভাবে কিছু রোগ দেখা যায় ফেডিং কিটেন সিনড্রোম, ফেলাইন লিউকেমিয়া ভাইরাস সহ আরও বেশ কিছু রোগ। এক্ষেত্রে বিড়ালকেও ঠিক একই ভাবে ছয় থেকে আট সপ্তাহ বয়সে প্রথম টিকা দিতে হবে।photo source collected
তারপর ২১ দিন পরে বুস্টার দিতে হবে । তারপর তিন মাসের মাথায় জলাতঙ্ক রোগের রেবিস ভ্যাকসিন দিতে হবে। এই রেবিস ভ্যাকসিন বিড়ালকে জলাতঙ্ক রোগ থেকে রক্ষা করবে।photo source collected 
তারপর ২১ দিন পরে বুস্টার দিতে হবে । তারপর তিন মাসের মাথায় জলাতঙ্ক রোগের রেবিস ভ্যাকসিন দিতে হবে। এই রেবিস ভ্যাকসিন বিড়ালকে জলাতঙ্ক রোগ থেকে রক্ষা করবে।photo source collected
তবে বিড়ালের জন্য ভিন্ন ভিন্ন টিকা থাকলেও কুকুরের জন্য একটি মাত্র "কোর ভ্যাকসিনই " যথেষ্ট। সঠিক সময় ও পর্যাপ্ত টিকার মাধ্যমেই আপনার পোষ্য প্রাণীটির সু সুস্বাস্থ্য বজায় থাকবে এতে করে পরিবারের অন্যান্য সদস্যরাও সুস্থ থাকবে। (তথ্য: পিয়া গুপ্তা)
তবে বিড়ালের জন্য ভিন্ন ভিন্ন টিকা থাকলেও কুকুরের জন্য একটি মাত্র “কোর ভ্যাকসিনই ” যথেষ্ট। সঠিক সময় ও পর্যাপ্ত টিকার মাধ্যমেই আপনার পোষ্য প্রাণীটির সু সুস্বাস্থ্য বজায় থাকবে এতে করে পরিবারের অন্যান্য সদস্যরাও সুস্থ থাকবে। (তথ্য: পিয়া গুপ্তা)

Pet Care: গরমে প্রিয় পোষ্য অসুস্থ হয়ে পড়ছে? সুস্থ রাখতে কী করবেন? জানুন চিকিৎসকের মত

হাওড়া: এই গরমে পোষ্যকে কিভাবে সুস্থ রাখবেন! কী কারণে হঠাৎ প্রিয় পোষ্য অসুস্থ হয়ে পড়ছে, বহু চেষ্টা করেও কারণ জানতে পারছেন না। হয়ত অজান্তে ছোটখাট ভুল এর কারণ হয়ে দাঁড়াচ্ছে। ডাক্তারি মতে গরমে মানুষের থেকে কয়েক গুণ বেশি কষ্টে থাকে পোষ্য। এই গরমে কোন ধরনের খাবার উপযুক্ত, আবার কোন ধরনের খাবার শরীর অসুস্থ রাখতে পারে পোষ্য’র। এ বিষয়ে বেসিক ধারণা থাকা দরকার মানুষের। এই সময় ডায়রিয়া, হিট স্ট্রোক, ডিসটেম্পার, হেপাটাইটিস, পারগো, ইনফ্লুয়েঞ্জর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে পোষ্যর।

গরমে দিশেহারা মানুষ পাশাপাশি নাজেহাল হতে হচ্ছে পশু পাখিদের। শরীর সুস্থ রাখতে ডাক্তারি পরামর্শ মেনে চলা উচিত। সেই দিক থেকে পশু পাখিদের শরীর ঠিক রাখতে কি কোন সতর্কতা মেনে চলতে হবে জানুন। সে বিষয়ে বিস্তারিত জানালেন ডা: তাপস কুমার সাঁতরা। এই গরমে পোষ্যকে সুস্থ রাখতে ছায়া এবং ঠান্ডা জায়গার বিশেষ প্রয়োজন। খেয়াল রাখতে হবে পর্যাপ্ত জলের দিকে, খাবার জল গরম না হয়, পরিবর্তন করে দিতে হবে কিছুক্ষণ অন্তর।

আরও পড়ুন: শনিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে! জানুন বৃষ্টির খবর

একইসঙ্গে খেয়াল রাখতে হবে একবারে বেশি পরিমাণ খাবার না হয়। বারবার অল্প অল্প খাবার দেওয়া। দারুণ গরমে মানুষ শরীর সুস্থ রাখতে সাদা মাটা খাবার গ্রহণ করে। পশুপাখিদের ক্ষেত্রেও একইভাবে গুরুত্ব রাখতে হবে খাবারে। যদিও পোষ্য কুকুরদের ভ্যাকসিন অনেকটা নিরাপদ রাখে। সেই তুলনায় রাস্তার কুকুর বিড়ালের ঝুঁকি অনেক বেশি থাকে শরীর খারাপের।এই গরমে পোষ্যর স্নান করানো প্রয়োজন, তবে খুব রোদ্দুরের উত্তাপের সময় স্নান করানো একেবারেই উচিত নয়। অল্প সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

রাকেশ মাইতি

Heatstroke: তাপপ্রবাহের দাপটে হাসফাঁস অবস্থা, আপনার পোষ্যেরও হতে পারে হিটস্ট্রোক-মৃত্যু! এই লক্ষণগুলি দেখলে সাবধান

কলকাতা: গ্রীষ্মের মরশুম পড়তে না পড়তে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহের দাপট। এই গরমের জেরে মানুষের প্রাণ ওষ্ঠাগত। শুধু মানুষই নন, এর পাশাপাশি পশু-পাখিরাও গরমের দাপটে নাজেহাল।

আর সেই সঙ্গে মানুষের পাশাপাশি তাদেরও হিট স্ট্রোক হওয়ার আশঙ্কাও পাল্লা দিয়ে বেড়েই চলেছে। এহেন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পশুপালনের কাজে যুক্ত মানুষেরা। তাঁরা ভেবেই পাচ্ছেন না যে, পশুদের যথাযথ যত্ন নেওয়ার জন্য কী কী করণীয়?

এই প্রসঙ্গে আলোচনা করছেন উত্তরপ্রদেশের মাউ-এর ভেটেরিনারি অফিসার বিজেন্দ্র সিং। তিনি বলেন যে, গ্রীষ্মের মরশুমে এক জায়গায় বেশি পশুকে বেঁধে রাখলে তারা অতিরিক্ত তাপের কারণে হিট ​​স্ট্রোকে আক্রান্ত হতে পারে। এহেন পরিস্থিতি হলে তাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং তাদের জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। এমন পরিস্থিতিতে পশুদের সঠিক পরিচর্যা প্রয়োজন।

আরও পড়ুন: এপ্রিলের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট? লাখ-লাখ পরীক্ষার্থীকে নম্বর দেওয়া নিয়ে বড় নির্দেশ পর্ষদের!

গরমের হাত থেকে পশুদের সুরক্ষিত রাখার জন্য কী কী করণীয়, সেই প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। বিজেন্দ্র সিংয়ের কথায়, গ্রীষ্মকালে টিনের চালায় পশুদের একসঙ্গে রাখার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এর জন্য টিনের চালার উপর খড় বিছিয়ে দিতে হবে। যাতে তাপমাত্রা স্বাভাবিক থাকে। এর পাশাপাশি প্রাণীদের থাকার জায়গায় সঠিক ভাবে বাতাস চলাচল করতে পারছে কি না, সেদিকে নজর দিতে হবে।

আরও পড়ুন: SPF দেখে নামী-দামি সানস্ক্রিন কিনছেন? রোদে চামড়ার পোড়া আটকাতে ‘এই’ উপাদান ম্যাজিক করবে! ডাক্তারের পরামর্শ

আর সঠিক ভাবে বায়ু চলাচল না করলে তার ব্যবস্থা করতে হবে এবং সবুজ জাল ব্যবহার করে পশুদের থাকার জায়গাটি ঘিরে দিতে হবে। এছাড়া পশুদের পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দিতে হবে। আর তাদের গায়ে জল ছিটিয়ে দিতে হবে। কিন্তু হিট স্ট্রোক হলে সেটা কীভাবে বোঝা যাবে। আসলে এর লক্ষণগুলির মধ্যে অন্যতম হল প্রাণীদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি এবং তাদের ত্বকের সংকোচন।

তাপপ্রবাহ বা লু-এর থেকে পোষ্যকে বাঁচাতে এই বিষয়গুলো মাথায় রাখা আবশ্যক:

ভেটেরিনারি অফিসার বিজেন্দ্র সিং বলেন, অনেকের বাড়িতেই চারপেয়ে পোষ্য রয়েছে। তাদের যত্ন নেওয়াটাও সমান ভাবে আবশ্যক। প্রচণ্ড গরমে যতটা সম্ভব তাদের ঘরের মধ্যেই রাখা উচিত। আর ঘরের ভিতরে রাখা সম্ভব না হলে তাদের ছায়াময় জায়গায় রাখতে হবে, যেখানে তারা বিশ্রাম নিতে পারে। কোনও বদ্ধ জায়গায় পশুদের রাখা চলবে না।

কারণ গরম আবহাওয়ায় তারা দ্রুত গরম অনুভব করে। আর পোষ্য সম্পূর্ণ রূপে পরিষ্কার আছে কি না, সেদিকেও নজর দিতে হবে। সময়ে সময়ে তাদের বিশুদ্ধ পানীয় জল দেওয়া আবশ্যক। আর সূর্যের আলোয় তাদের পানীয় জল রাখা চলবে না না। এমনকী দিনের বেলা পোষ্যের পানীয় জলে কয়েক টুকরো বরফ যোগ করা যেতে পারে।