জ্যোতিষকাহন Dhanteras Astro Tips: ধনতেরাসের দিন রান্না করুন এই ৩ সব্জি, পাবেন ধনকুবেরের আশীর্বাদ, বাড়িতে সুখ-সমৃদ্ধির বৃষ্টি হবে Gallery October 24, 2024 Bangla Digital Desk মাত্র পাঁচ দিন৷ তারপরই ২৯ অক্টোবর ধনতেরাসের উৎসব৷ অনেকেই মনে করেন এই সময় পুুজো করলে বাড়ির সমৃদ্ধি কয়েকগুণ বৃদ্ধি পাবে৷ এই দিন অনেকেই সোনা-রুপো কেনেন৷ যাঁদের সামর্থ্য থাকে না, তারা কম পক্ষে ঝাটা কেনেন৷ কিন্তু অনেকেই জানেন না বাড়িতে এই কটা সব্জি কিনলেো সুখ-সমৃদ্ধি উপচে পড়ে৷ তাই পুজোর ভোগ হোক বা বাড়ির রান্না কয়েকটা সব্জি অবশ্যই রাখুন৷ কুমড়ো: এই দিন অবশ্যই রান্নায় কুমড়ো ব্যবহার করুন৷ যে কোনও ধরনের রান্নাই করতে পারেন৷ তবে চেষ্টা করুন কুমড়ো দিয়ে একটু মিষ্টি জাতীয় কোনও রান্না করতে৷ কথিত আছে, এতে পারিবারিক সম্পর্কে মিষ্টতা বাড়ে৷ ভাল ফলও পাওয়া যায়৷ আলু: আলু যেন এই দিনের যে কোনও রান্নায় অবশ্যই থাকে। আলু দিয়ে আপনাদের পছন্দের যে কোনও পদ রান্না করতে পারেন। এতে পারিবারিক সুখ-সমৃদ্ধি বজায় থাকে৷ Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷ ফুলকপি: চেষ্টা করুন তরকারি হোক বা ভোগের খিচুড়ি যে কোনও ভাবেই ফুলকপিকে রাখা৷ এতে মনে করা হয় ধনকুবের অত্যন্ত সন্তুষ্ট হয়৷ রান্নায় যদি সবকটা সব্জি ব্যবহার করতে না পারেন, চেষ্টা করুন অন্তত একটা সব্জি অন্তত ব্যবহার করতে৷