(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
ধনতেরস মানেই সোনা-রুপোর কেনাকাটা। জুয়েলার্সের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। তিল ধারণের জায়গা নেই। কিন্তু সোনার যা দাম! তাছাড়া মূল্যবান ধাতু মানে শুধু সোনা-ই, বা ধনতেরসে শুধু সোনাই কিনতে হবে, এমন মাথার দিব্যি কেউ দেয়নি। রুপোও কেনা যায়। আর পকেটে রেস্ত কম থাকলে রুপোর কয়েন।
মঙ্গলবার, ২৯ অক্টোবর কলকাতায় ১ গ্রাম রুপোর দাম যাচ্ছে ৯৯ টাকা। ৮ গ্রামের দাম ৭৯২ টাকা। ১০ গ্রাম রুপো বিক্রি হচ্ছে ৯৯৯ টাকায়। ১০০ গ্রাম রুপোর দাম ৯,৯০০ টাকা। আর ১ কেজি রুপোর বাজারমূল্য ৯৯,০০০ টাকা। ধনতেরসে শহরের নামিদামী জুয়েলার্সরা রুপোর পসরা সাজিয়ে বসেছেন। এর মধ্যে রুপোর গয়না যেমন রয়েছে, তেমনই রয়েছে রুপোর কয়েনও।
আরও পড়ুন: ধনতেরসে সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ, মাত্র হাজার টাকায় ঘরে আনুন সোনা ! কোথায় মিলছে দেখুন
ভগবান গণেশ সিদ্ধির দেবতা। আর দেবী লক্ষ্মী সমৃদ্ধির প্রতীক। তাই ধনতেরসে লক্ষ্মী-গণেশের মূর্তি খোদাই করা কয়েন বিক্রি হচ্ছে ব্যাপক। শুধু দেবী লক্ষ্মী বা ভগবান গণেশের ছবি দেওয়া কয়েনও মিলবে। গ্রাহক যা চান, তাই। দাম কত? এখানে সেই তালিকাই দেওয়া হল। কেনাকাটার আগে চোখ বুলিয়ে নিলে সুবিধা হবে।
তানিষ্ক- এর রুপোর কয়েনের দরদাম: তানিষ্কে লোটাস সিলভার কয়েন বিক্রি হচ্ছে ৬৫০ টাকায় (৯৯৯কে)। ওজন ৫ গ্রাম। কয়েনের একদিনে পদ্মের পাপড়ির নকশা। অন্য দিকে, গোল সূর্যের ছটা। এই কয়েন কিনতে চাইলে https://www.tanishq.co.in/product/5-gm-999-lotus-silver-coin-802820zigaaa00.html?lang=en_IN#home – লিঙ্কে ক্লিক করতে পারেন।
এছাড়া চিরাচরিত লক্ষ্মী-গণেশের কয়েনও রয়েছে। ১০ গ্রামের বিশুদ্ধ রুপোর (৯৯৯) গণেশের ছবি দেওয়া কয়েনের দাম ১৩০০ টাকা। দেবী লক্ষ্মীর ছবি দেওয়া কয়েনেরও একই দাম। ১৩০০ টাকা। ওজন ১০ গ্রাম। আর লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া ১০ গ্রামের কয়েনের দামও ১৩০০ টাকা। গ্রাহক চাইলে https://www.tanishq.co.in/shop/tanishq-silver-coins লিঙ্কে ক্লিক করে এই কয়েন কিনতে পারেন।
আরও পড়ুন: নভেম্বর মাসে ব্যাঙ্কে ক’দিন ছুটি থাকবে? বাংলায় বন্ধ থাকবে কবে কবে? তালিকা প্রকাশ করল RBI
সেনকো গোল্ড: সেনকো-এর অফিসিয়াল ওয়েবসাইটে ৫০ এবং ১০০ গ্রামের রুপোর কয়েন রয়েছে। ৫০ গ্রামের খাঁটি রুপোর (৯৯৯) কয়েনের দাম ৫,৯২৩ টাকা। কয়েনের একদিকে ডাঁটি ও পাতা সহ গোলাপ ফুল খোদাই করা রয়েছে। অন্য দিকে, সেনকোর লোগো। ১০০ গ্রামের রুপোর কয়েনের দাম ১২,০৫১ টাকা। লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া ৫০ গ্রামের খাঁটি (৯৯৯) রুপোর কয়েন বিক্রি হচ্ছে ৫,৯২৩ টাকায়। ১০০ গ্রামের কয়েনের দাম ১২,০৫১ টাকা। গ্রাহক চাইলে https://sencogoldanddiamonds.com/jewellery/category/coin লিঙ্কে ক্লিক করে কেনাকাটা করতে পারেন।
রিহি পিসি চন্দ্র জুয়েলার্স: এখানে ৫ গ্রাম ওজনের লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া রুপোর কয়েনের দাম ৮১৭ টাকা। ১০ গ্রাম ওজনের কয়েনের দাম পড়ছে ১৪৪০ টাকা। গ্রাহক চাইলে https://rihisilver.com/collections/coins?srsltid=AfmBOorhhIZYzDh6Ucgj2Wl1VMJRqmefiL4AcfFjH0B7ee_C4wvBkyyW ক্লিক করে রুপোর কয়েন কিনতে পারেন।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে যে দাম পাওয়া গিয়েছে, এখানে তারই উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে জিএসটি এবং ট্যাক্সের হিসাব ধরা হয়নি। পরবর্তীকালে এই দাম বাড়তে বা কমতেও পারে। তাই কেনার আগে দাম এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ মূল্য যাচাই করে নেওয়া উচিত।