Tag Archives: Dhanteras 2024


Dhanteras Date & Timing: আজ ধনতেরস তিথি কতক্ষণ? কত সময় পর্যন্ত গয়না ও অন্যান্য মাঙ্গলিক জিনিস কিনলে পাবেন পুণ্য ও টাকা? জানুন

রাত পোহালেই কালীপুজো৷ কার্তিক অমাবস্যায় দীপাবলির আগে বুধবার ধনতেরস পালিত হচ্ছে৷ কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরস৷
রাত পোহালেই কালীপুজো৷ কার্তিক অমাবস্যায় দীপাবলির আগে বুধবার ধনতেরস পালিত হচ্ছে৷ কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরস৷t

 

প্রসঙ্গত ধনতেরস শুরু হয়েছে মঙ্গলবারই৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই তিথি থাকবে বুধবার দুপুর ১.১৬ পর্যন্ত৷
প্রসঙ্গত ধনতেরস শুরু হয়েছে মঙ্গলবারই৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই তিথি থাকবে বুধবার দুপুর ১.১৬ পর্যন্ত৷

 

অন্য পঞ্জিকা মতে ধনতেরস থাকবে দুপুর ১২.৫৯ পর্যন্ত৷ তার পরই শুরু হবে ভূত চতুর্দশী তিথি৷
অন্য পঞ্জিকা মতে ধনতেরস থাকবে দুপুর ১২.৫৯ পর্যন্ত৷ তার পরই শুরু হবে ভূত চতুর্দশী তিথি৷
উদয়তিথি অনুযায়ী বুধবারই ধনতেরস৷ তবে শুভ জিনিস কেনা যাবে পুরো ধনতেরস তিথি জুড়েই৷
উদয়তিথি অনুযায়ী বুধবারই ধনতেরস৷ তবে শুভ জিনিস কেনা যাবে পুরো ধনতেরস তিথি জুড়েই৷

 

মঙ্গলবার সন্ধ্যায় যদি সোনা রুপো, মূল্যবান ধাতু বা অন্য শুভ জিনিস কেনা না হয়ে থাকে তাহলে আজ, বুধবার ধনতেরস তিথি থাকা পর্যন্তও কিনতে পারেন৷
মঙ্গলবার সন্ধ্যায় যদি সোনা রুপো, মূল্যবান ধাতু বা অন্য শুভ জিনিস কেনা না হয়ে থাকে তাহলে আজ, বুধবার ধনতেরস তিথি থাকা পর্যন্তও কিনতে পারেন৷

Dhanteras 2024: রাত ১২ টার আগেই ঘরের এই কোণায় জ্বালান ঘি-এর প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় বছরভর অঢেল ধনবর্ষা, ১০০ বছর পর ধনতেরাসে খুলবে ভাগ্য…

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উত্সব পালিত হয়। ধনতেরাস উত্সব দীপাবলির ২দিন আগে পালিত হয়। দীপাবলির মহাউৎসবও শুরু হয় এই দিন থেকে।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উত্সব পালিত হয়। ধনতেরাস উত্সব দীপাবলির ২দিন আগে পালিত হয়। দীপাবলির মহাউৎসবও শুরু হয় এই দিন থেকে।
পুরাণ অনুসারে, এই দিনে ধন্বন্তরী জয়ন্তীও পালিত হয়। একটি ধর্মীয় বিশ্বাস আছে যে এই দিনে বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও সুখের জন্য পূজা করা হয় এবং সন্ধ্যায় বাড়ির প্রতিটি কোণে প্রদীপ জ্বালানো হয়৷
পুরাণ অনুসারে, এই দিনে ধন্বন্তরী জয়ন্তীও পালিত হয়। একটি ধর্মীয় বিশ্বাস আছে যে এই দিনে বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও সুখের জন্য পূজা করা হয় এবং সন্ধ্যায় বাড়ির প্রতিটি কোণে প্রদীপ জ্বালানো হয়৷

 তবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কিছু জায়গা রয়েছে , যেখানে ধনতেরাসের দিনে প্রদীপ জ্বালানো খুবই গুরুত্বপূর্ণ। কথিত আছে যে এই স্থানে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সারা বছর বাড়িতে বরকতময় শস্যের অভাব হয় না।
তবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কিছু জায়গা রয়েছে , যেখানে ধনতেরাসের দিনে প্রদীপ জ্বালানো খুবই গুরুত্বপূর্ণ। কথিত আছে যে এই স্থানে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সারা বছর বাড়িতে বরকতময় শস্যের অভাব হয় না।
অযোধ্যার জ্যোতিষী কল্কি জানিয়েছেন, এ বছর ধনতেরাস উৎসব পালিত হবে ২৯ অক্টোবর। দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে ধনতেরাসের রাতে কিছু জায়গায় প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি থাকে এবং বাস্তু দোষ থেকেও মুক্তি পাওয়া যায়।
অযোধ্যার জ্যোতিষী কল্কি জানিয়েছেন, এ বছর ধনতেরাস উৎসব পালিত হবে ২৯ অক্টোবর। দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে ধনতেরাসের রাতে কিছু জায়গায় প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি থাকে এবং বাস্তু দোষ থেকেও মুক্তি পাওয়া যায়।
ধনতেরাসের রাতে তুলসী গাছের কাছে গরুর ঘি-এর প্রদীপ জ্বালাতে হবে। কথিত আছে যে, ভগবান বিষ্ণুর পাশাপাশি একজন দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান।
ধনতেরাসের রাতে তুলসী গাছের কাছে গরুর ঘি-এর প্রদীপ জ্বালাতে হবে। কথিত আছে যে, ভগবান বিষ্ণুর পাশাপাশি একজন দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান।
ধনতেরাসের রাতে বাড়ির উত্তর-পূর্ব কোণে গরুর ঘির প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। এই প্রদীপ জ্বালানোর সময় কিছু জাফরান এবং কিছু চাল যোগ করুন। এতে করে ঘরে ধন-সম্পদ বৃদ্ধি পায় এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পাওয়া যায়।
ধনতেরাসের রাতে বাড়ির উত্তর-পূর্ব কোণে গরুর ঘির প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। এই প্রদীপ জ্বালানোর সময় কিছু জাফরান এবং কিছু চাল যোগ করুন। এতে করে ঘরে ধন-সম্পদ বৃদ্ধি পায় এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পাওয়া যায়।
ধনতেরসের রাতে পিপল গাছের নিচেও প্রদীপ জ্বালাতে হবে। বিশ্বাস করা হয় যে এটি করলে আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাওয়া যায়।
ধনতেরসের রাতে পিপল গাছের নিচেও প্রদীপ জ্বালাতে হবে। বিশ্বাস করা হয় যে এটি করলে আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাওয়া যায়।
এছাড়া বাড়ির চারপাশে প্রদীপ জ্বালানোর পর যদি আপনার চারপাশে কোনও লতা গাছ থাকে তাহলে সেই গাছের নিচেও প্রদীপ জ্বালানো উচিত। এতে করে লক্ষ্মী ও ভগবান শঙ্কর-সহ বহু দেব-দেবী প্রসন্ন হন।
এছাড়া বাড়ির চারপাশে প্রদীপ জ্বালানোর পর যদি আপনার চারপাশে কোনও লতা গাছ থাকে তাহলে সেই গাছের নিচেও প্রদীপ জ্বালানো উচিত। এতে করে লক্ষ্মী ও ভগবান শঙ্কর-সহ বহু দেব-দেবী প্রসন্ন হন।

Dhanteras Astro tips 2024: দশে দিক! দীপবালিতে দশটি জিনিসই বদলে দেবে ভাগ্য! মা লক্ষ্মীর কৃপায় সংসার হবে সুখের

আজ, ধনতেরাস সনাতন ধর্মে দীপাবলির আগে এই ধনতেরাসের অনেক মাহাত্ম্য রয়েছে। দীপাবলির আগে ভগবান কুবের এবং ভগবান ধন্বন্তরি, মা লক্ষ্মী ও ভগবান গণেশের পুজা করা হয়। বিশ্বাস করা হয় এই শুভ দিনে কিছু বিশেষ জিনিস বাড়িতে আনলে আর্থিক দুর্গতি দূর হয়। ঘরে আসে সুখ সমৃদ্ধি। প্রতীকী ছবি।
আজ, ধনতেরাস সনাতন ধর্মে দীপাবলির আগে এই ধনতেরাসের অনেক মাহাত্ম্য রয়েছে। দীপাবলির আগে ভগবান কুবের এবং ভগবান ধন্বন্তরি, মা লক্ষ্মী ও ভগবান গণেশের পুজা করা হয়। বিশ্বাস করা হয় এই শুভ দিনে কিছু বিশেষ জিনিস বাড়িতে আনলে আর্থিক দুর্গতি দূর হয়। ঘরে আসে সুখ সমৃদ্ধি। প্রতীকী ছবি।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আজ আপনি ১০টি বিশেষ জিনিস কিনে আনলেই আপনার ভাগ্য বদলে যেতে পারে। জীবন থেকে আর্থিক সঙ্কট দূরে যেতে পারে!  মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বর্ষিত হবে আপনার উপরেও। দেখে নেওয়া যাক কোন জিনিস গুলি। প্রতীকী ছবি।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আজ আপনি ১০টি বিশেষ জিনিস কিনে আনলেই আপনার ভাগ্য বদলে যেতে পারে। জীবন থেকে আর্থিক সঙ্কট দূরে যেতে পারে! মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বর্ষিত হবে আপনার উপরেও। দেখে নেওয়া যাক কোন জিনিস গুলি। প্রতীকী ছবি।
ঝাঁটাআজ ঘরে নতুন ঝাঁটা আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরাসের দিন ঘরে ঝাঁটা আনলে মনে করা হয় অলক্ষ্মী চলে গিয়ে লক্ষ্মী বিরাজ করেন। ঝাঁটার সঙ্গেই লক্ষ্মী প্রতিমা বা লক্ষ্মীর পদযুগল অবশ্যই কিনবেন। ধনতেরসের দিন মা লক্ষ্মী এবং ভগবান গনেশের মূর্তি আনাও শুভ বলে মনে করা হয়। প্রতীকী ছবি।
ঝাঁটা
আজ ঘরে নতুন ঝাঁটা আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরাসের দিন ঘরে ঝাঁটা আনলে মনে করা হয় অলক্ষ্মী চলে গিয়ে লক্ষ্মী বিরাজ করেন। ঝাঁটার সঙ্গেই লক্ষ্মী প্রতিমা বা লক্ষ্মীর পদযুগল অবশ্যই কিনবেন। ধনতেরসের দিন মা লক্ষ্মী এবং ভগবান গনেশের মূর্তি আনাও শুভ বলে মনে করা হয়। প্রতীকী ছবি।
সিঁদুরধনতেরাসের দিন মুড়ি এবং বাতাসা কেনাও শুভ বলে মনে করা হয়। এছাড়াও হিন্দু ধর্মে সিঁদুরের আলাদা মাহাত্ম্য রয়েছে। এই শুভ দিনে আপনি যদি সিঁদুর কিনে আনেন তবে তা শুভ বলে ধরা হয়। এরফলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। দাম্পত্য জীবন সুখের হবে। প্রতীকী ছবি।
সিঁদুর
ধনতেরাসের দিন মুড়ি এবং বাতাসা কেনাও শুভ বলে মনে করা হয়। এছাড়াও হিন্দু ধর্মে সিঁদুরের আলাদা মাহাত্ম্য রয়েছে। এই শুভ দিনে আপনি যদি সিঁদুর কিনে আনেন তবে তা শুভ বলে ধরা হয়। এরফলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। দাম্পত্য জীবন সুখের হবে। প্রতীকী ছবি।
নতেরাসের দিন হলুদ, নুন, এবং বাসন অবশ্যই কিনুন। হলুদ পবিত্রতার প্রতীক হিসাবে ধরা হয়। এছাড়াও নুন যেকোনো নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়। ধনতেরসের দিন বাসন কিনলে তা জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। প্রতীকী ছবি।
নতেরাসের দিন হলুদ, নুন, এবং বাসন অবশ্যই কিনুন। হলুদ পবিত্রতার প্রতীক হিসাবে ধরা হয়। এছাড়াও নুন যেকোনো নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়। ধনতেরসের দিন বাসন কিনলে তা জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। প্রতীকী ছবি।
ধনতেরসের দিন সোনা আর রূপো কেনা খুব শুভ বলে মনে করা হয়। ধনতেরাসে সোনা-রূপো শুভ মুহূর্ত দেখে কিনলে জীবনে আর্থিক মন্দা দূর হয়। প্রতীকী ছবি।
ধনতেরসের দিন সোনা আর রূপো কেনা খুব শুভ বলে মনে করা হয়। ধনতেরাসে সোনা-রূপো শুভ মুহূর্ত দেখে কিনলে জীবনে আর্থিক মন্দা দূর হয়। প্রতীকী ছবি।

(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)

Dhanteras 2024 Lucky Time Last Minute Buy: সময় শুরু, গয়না-ঝাড়ু ছাড়া আরও ৩ টি জিনিস কিনতে ভুলবেন না কিন্তু, জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না, টাকায় টাকায় ভরবে সংসার

ধনতেরাস ২০২৪ তারিখ এবং সময়: আলোর রোশনাইয়ে সেজে উঠছে চারিদিক৷ দীপাবলির প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ তার মধ্যেই শুরু ধনতেরস৷ এই শুভ সময় ঘরের জিনিস কেনা বা সোনা-গয়না কেনার হিড়িক পড়ে৷ আর কেনার পিছনে রয়েছে বড় তাৎপর্য৷ মনে করা হয় ধনতেরসের মুহূর্তে কয়েকটি জিনিস কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে মাথার উপর৷ সারা বছর অর্থের কোনও অভাব হয় না৷ এটি ত্রয়দশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। এই দিনে কেনাকাটা করা হয় এবং লক্ষ্মী-গণেশের পুজো হয়। এবছর ধনতেরসে কোন শুভ সময় জিনিস কিনলে আপনি হবেন কোটিপতি? জেনে নিন সেই শুভক্ষণ৷
ধনতেরাস ২০২৪ তারিখ এবং সময়: আলোর রোশনাইয়ে সেজে উঠছে চারিদিক৷ দীপাবলির প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ তার মধ্যেই শুরু ধনতেরস৷ এই শুভ সময় ঘরের জিনিস কেনা বা সোনা-গয়না কেনার হিড়িক পড়ে৷ আর কেনার পিছনে রয়েছে বড় তাৎপর্য৷ মনে করা হয় ধনতেরসের মুহূর্তে কয়েকটি জিনিস কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে মাথার উপর৷ সারা বছর অর্থের কোনও অভাব হয় না৷ এটি ত্রয়দশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। এই দিনে কেনাকাটা করা হয় এবং লক্ষ্মী-গণেশের পুজো হয়। এবছর ধনতেরসে কোন শুভ সময় জিনিস কিনলে আপনি হবেন কোটিপতি? জেনে নিন সেই শুভক্ষণ৷
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ত্রয়োদশী তিথি ২৯ অক্টোবর, আজ, সকাল ১০.৩৪ মিনিটে শুরু হয়েছে। ৩০ অক্টোবর, ২০২৪-এ দুপুর ১.১৭-এ শেষ হবে। এ কারণে ২৯ অক্টোবর ধনতেরাস উৎসব পালিত হচ্ছে।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ত্রয়োদশী তিথি ২৯ অক্টোবর, আজ, সকাল ১০.৩৪ মিনিটে শুরু হয়েছে। ৩০ অক্টোবর, ২০২৪-এ দুপুর ১.১৭-এ শেষ হবে। এ কারণে ২৯ অক্টোবর ধনতেরাস উৎসব পালিত হচ্ছে।
২৯ অক্টোবর পুজোর শুভ সময় সন্ধ্যা ৬টা ৩১ মিনিট থেকে রাত ৮টা ১৩ মিনিট পর্যন্ত। ধনতেরাসে ভগবান ধন্বন্তরী, গণেশ এবং কুবেরের পুজোর প্রথা রয়েছে।
২৯ অক্টোবর পুজোর শুভ সময় সন্ধ্যা ৬টা ৩১ মিনিট থেকে রাত ৮টা ১৩ মিনিট পর্যন্ত। ধনতেরাসে ভগবান ধন্বন্তরী, গণেশ এবং কুবেরের পুজোর প্রথা রয়েছে।
নির্দিষ্টভাবে কী কী কিনবেন ধনতেরসে? বাসন-জ্যোতিষশাস্ত্রে বলা হয় ধনতেরসে বাসনপত্র কিনলে তার সঙ্গেই ভাগ্য শুভ হয়৷ বিশেষ করে যে সব বাসনে জল খাওয়া বা পরিবেশন করা হয়, সেগুলির গুরুত্ব বেশি৷ পিতলের বাসন সুসময়ের প্রতীক৷
নির্দিষ্টভাবে কী কী কিনবেন ধনতেরসে?
বাসন-জ্যোতিষশাস্ত্রে বলা হয় ধনতেরসে বাসনপত্র কিনলে তার সঙ্গেই ভাগ্য শুভ হয়৷ বিশেষ করে যে সব বাসনে জল খাওয়া বা পরিবেশন করা হয়, সেগুলির গুরুত্ব বেশি৷ পিতলের বাসন সুসময়ের প্রতীক৷
বাসন-জ্যোতিষশাস্ত্রে বলা হয় ধনতেরসে বাসনপত্র কিনলে তার সঙ্গেই ভাগ্য শুভ হয়৷ বিশেষ করে যে সব বাসনে জল খাওয়া বা পরিবেশন করা হয়, সেগুলির গুরুত্ব বেশি৷ পিতলের বাসন সুসময়ের প্রতীক৷
লক্ষ্মী-গণেশ মূর্তিও কেনা শুভ বলে মনে করা হয়৷ একই সঙ্গে কুবের যন্ত্রও শুভ সময়ের প্রতীক৷ কিনলে ঘরে অশান্তি দূর হয়৷
লক্ষ্মী-গণেশ মূর্তিও কেনা শুভ বলে মনে করা হয়৷ একই সঙ্গে কুবের যন্ত্রও শুভ সময়ের প্রতীক৷ কিনলে ঘরে অশান্তি দূর হয়৷
ঝাঁটা কেনার ধুম পড় ধনতেরসে৷ বাড়িতে নতুন ঝাঁটা কিনলে অর্থের সব সমস্যা দূর হয়৷ একই সঙ্গে সমস্ত রকম নেতিবাচক শক্তি ঘর থেকে দূর করা হয়৷
ঝাঁটা কেনার ধুম পড় ধনতেরসে৷ বাড়িতে নতুন ঝাঁটা কিনলে অর্থের সব সমস্যা দূর হয়৷ একই সঙ্গে সমস্ত রকম নেতিবাচক শক্তি ঘর থেকে দূর করা হয়৷
ধনে কেনাও শুভ বলে মনে করা হয়৷ ধনের সঙ্গে ঘরে আসে সৌভাগ্য৷
ধনে কেনাও শুভ বলে মনে করা হয়৷ ধনের সঙ্গে ঘরে আসে সৌভাগ্য৷
পুজোর পদ্ধতি-- ধনতেরাসে ধন্বন্তরী দেব, মা লক্ষ্মী এবং কুবের দেবতার মূর্তি বা ছবি স্থাপন করুন। - এর পরে, শুভ সময়ে ধূপকাঠি জ্বালিয়ে দেব-দেবীদের পুজো করুন। - ভক্তি সহকারে মন্ত্র ও আরতি জপ করুন। - তারপর ধন্বন্তরী দেব, মা লক্ষ্মী এবং কুবের দেবতাকে প্রিয় নৈবেদ্য নিবেদন করুন।
পুজোর পদ্ধতি-
– ধনতেরাসে ধন্বন্তরী দেব, মা লক্ষ্মী এবং কুবের দেবতার মূর্তি বা ছবি স্থাপন করুন।
– এর পরে, শুভ সময়ে ধূপকাঠি জ্বালিয়ে দেব-দেবীদের পুজো করুন।
– ভক্তি সহকারে মন্ত্র ও আরতি জপ করুন।
– তারপর ধন্বন্তরী দেব, মা লক্ষ্মী এবং কুবের দেবতাকে প্রিয় নৈবেদ্য নিবেদন করুন।
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Dhanteras 2024: ধনতেরাসে ‘মালামাল’…! সোনা-রূপো ছাড়ুন, মাত্র ১০ টাকার এই জিনিসই ঘোরাবে ভাগ্যের চাকা, মা লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে ধন-সম্পত্তি, টাকা গুণে শেষ হবে না

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব উদযাপিত হয়। এই দিনটি দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং আয়ুর্বেদের ভগবান ধন্বন্তরীর পুজোর জন্য বিশেষ। এবার ধনতেরাসের মহা উৎসব ২৯শে অক্টোবর এবং এই দিনে একাধিক গ্রহের এক অপূর্ব মিলন ঘটছে।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব উদযাপিত হয়। এই দিনটি দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং আয়ুর্বেদের ভগবান ধন্বন্তরীর পুজোর জন্য বিশেষ। এবার ধনতেরাসের মহা উৎসব ২৯শে অক্টোবর এবং এই দিনে একাধিক গ্রহের এক অপূর্ব মিলন ঘটছে।
জ্যোতিষীদের দাবি, ১০০ বছর পর ধনতেরাসে এমন কাকতালীয় ঘটনা ঘটছে, যা এই দিনটিকে আরও বেশি শুভ করে তুলছে। ধনতেরাসের এই শুভ দিনে সোনা, রূপো, গহনা এবং দামী জিনিস কেনার চল রয়েছে বহুদিন ধরে।
জ্যোতিষীদের দাবি, ১০০ বছর পর ধনতেরাসে এমন কাকতালীয় ঘটনা ঘটছে, যা এই দিনটিকে আরও বেশি শুভ করে তুলছে। ধনতেরাসের এই শুভ দিনে সোনা, রূপো, গহনা এবং দামী জিনিস কেনার চল রয়েছে বহুদিন ধরে।
 মানুষের গভীর বিশ্বাস আছে যে বাড়িতে নতুন জিনিস আনা হলে দেবী লক্ষ্মী ঘরে সমৃদ্ধি আনেন। ধন ত্রয়োদশীতে সোনা বেশি কেনা হয়। সিদ্ধান্ত শর্মা লক্ষ্মী নরসিংহ চারি বলেন, যারা সোনা কিনতে পারেন না, তারা লবণ বা গুড় কিনতে পারেন।
মানুষের গভীর বিশ্বাস আছে যে বাড়িতে নতুন জিনিস আনা হলে দেবী লক্ষ্মী ঘরে সমৃদ্ধি আনেন। ধন ত্রয়োদশীতে সোনা বেশি কেনা হয়। সিদ্ধান্ত শর্মা লক্ষ্মী নরসিংহ চারি বলেন, যারা সোনা কিনতে পারেন না, তারা লবণ বা গুড় কিনতে পারেন।
লবণ ও গুড়কে প্রকৃত আম্মাভারুর (মা) প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই যারা ধন ত্রয়োদশীর দিনে সোনা কিনতে পারেন না তাদের জন্য এগুলো কেনাই যথেষ্ট বলে মনে করা হয়। মাত্র ১০ টাকার এই জিনিসই ধনতেরাসে মালামাল করে দেবে আপনাকে৷
লবণ ও গুড়কে প্রকৃত আম্মাভারুর (মা) প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই যারা ধন ত্রয়োদশীর দিনে সোনা কিনতে পারেন না তাদের জন্য এগুলো কেনাই যথেষ্ট বলে মনে করা হয়। মাত্র ১০ টাকার এই জিনিসই ধনতেরাসে মালামাল করে দেবে আপনাকে৷
 ধন ত্রয়োদশীর দিনেও ভগবান ধন্বন্তরী পুজো করা হয়। এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নতুন পোশাক পরে লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করা উচিত। ঘরে থাকা সোনা-রূপার গয়না দুধ দিয়ে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করুন। ধন লক্ষ্মীর পুজোয় এগুলো রাখুন।
ধন ত্রয়োদশীর দিনেও ভগবান ধন্বন্তরী পুজো করা হয়। এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নতুন পোশাক পরে লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করা উচিত। ঘরে থাকা সোনা-রূপার গয়না দুধ দিয়ে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করুন। ধন লক্ষ্মীর পুজোয় এগুলো রাখুন।
দেবী লক্ষ্মীকে আরতি দেওয়ার সময় গহনাও দিতে হবে। এর পরে, হলুদ, জাফরান, ফুল, ফল, একটি ছোট জ্যাকেটের টুকরো, কিছু গুড় এবং পোঙ্গালি বায়নামের সঙ্গে তাম্বুলমে রাখতে হবে। বাড়ির মহিলারা পুজোর পরে এই কাজটি করলে ধন-সম্পদের বৃদ্ধি হয়। পুরোহিতরা বলেন, ধন ত্রয়োদশীর দিনে বিশেষ আচার-অনুষ্ঠান পালন করলে দেবী লক্ষ্মীর সম্পূর্ণ আশীর্বাদ পাওয়া যায়।
দেবী লক্ষ্মীকে আরতি দেওয়ার সময় গহনাও দিতে হবে। এর পরে, হলুদ, জাফরান, ফুল, ফল, একটি ছোট জ্যাকেটের টুকরো, কিছু গুড় এবং পোঙ্গালি বায়নামের সঙ্গে তাম্বুলমে রাখতে হবে। বাড়ির মহিলারা পুজোর পরে এই কাজটি করলে ধন-সম্পদের বৃদ্ধি হয়। পুরোহিতরা বলেন, ধন ত্রয়োদশীর দিনে বিশেষ আচার-অনুষ্ঠান পালন করলে দেবী লক্ষ্মীর সম্পূর্ণ আশীর্বাদ পাওয়া যায়।

Dhanteras 2024: ধনতেরাসে বনবন করে ঘুরবে ভাগ্য! ঝাঁটার সঙ্গে একটি নিয়মেই জীবনে পরপর টাকার ধামাকা, সুখে মুড়বে পরিবার

*কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস উৎসব৷ এই দিন সোনা, রুপো, কাঁসা, তামা ইত্যাদি কেনা শুভ বলে মনে করা হয়৷
*কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস উৎসব৷ এই দিন সোনা, রুপো, কাঁসা, তামা ইত্যাদি কেনা শুভ বলে মনে করা হয়৷
*অনেকেই ইতিমধ্যে জানেন, ধনতেরাসে ঝাঁটা এবং নুন কেনাও অত্যন্ত শুভ৷ কিন্তু, ঝাঁটা বা ঝাড়ু শুধু কিনলেই হয় না৷ মাথায় রাখতে হয় বেশ কিছু নিয়ম৷ রয়েছে নির্দিষ্ট উপাচারও৷
*অনেকেই ইতিমধ্যে জানেন, ধনতেরাসে ঝাঁটা এবং নুন কেনাও অত্যন্ত শুভ৷ কিন্তু, ঝাঁটা বা ঝাড়ু শুধু কিনলেই হয় না৷ মাথায় রাখতে হয় বেশ কিছু নিয়ম৷ রয়েছে নির্দিষ্ট উপাচারও৷
*জ্যোতিষ বিশেষজ্ঞেরা বলেন, ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে সংসারের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে৷ তবে ঝাড়ু কেনার সময় বিশেষ কিছু বিষয়ের দিকে অবশ্যই নজর দিতে হবে৷
*জ্যোতিষ বিশেষজ্ঞেরা বলেন, ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে সংসারের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে৷ তবে ঝাড়ু কেনার সময় বিশেষ কিছু বিষয়ের দিকে অবশ্যই নজর দিতে হবে৷
*ঝাড়ু কিনতে হলে অবশ্যই ফুলঝাড়ু বা নারকেলের কাঠি ঝাঁটা কিনবেন৷ সেই ঝাঁটা কোনও ভাবেই যেন সরু না হয়৷ ভাল মোটা, ঘন ঝাঁটা না কিনলে কিন্তু কোনও লাভ নেই৷ কোনওভাবে ঝাড়ুর কোনও কিছু যেন ভাঙা না থাকে৷ এমনকি, নারকেলের ঝাঁটার কাঠিও যেন ভাঙা না থাকে সেদিকে বিশেষ নজর দিন৷
*ঝাড়ু কিনতে হলে অবশ্যই ফুলঝাড়ু বা নারকেলের কাঠি ঝাঁটা কিনবেন৷ সেই ঝাঁটা কোনও ভাবেই যেন সরু না হয়৷ ভাল মোটা, ঘন ঝাঁটা না কিনলে কিন্তু কোনও লাভ নেই৷ কোনওভাবে ঝাড়ুর কোনও কিছু যেন ভাঙা না থাকে৷ এমনকি, নারকেলের ঝাঁটার কাঠিও যেন ভাঙা না থাকে সেদিকে বিশেষ নজর দিন৷
*প্লাস্টিকের ঝাড়ু কখনওই কিনবেন না৷ এই শুভ মুহূর্তে প্লাস্টিকের জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন৷
*প্লাস্টিকের ঝাড়ু কখনওই কিনবেন না৷ এই শুভ মুহূর্তে প্লাস্টিকের জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন৷
*ঝাড়ু কেনার পরে তা কোনও ভাবেই রান্নাঘর বা বেডরুম বা খাটের নীচে বা আলমারির কাছে রাখবেন না৷ এতে ফল বিপরীত হতে পারে৷ থমকে যেতে পারে সংসারের অর্থনৈতিক সমৃদ্ধি৷ হুহু করে বেরিয়ে যেতে পারে টাকা৷
*ঝাড়ু কেনার পরে তা কোনও ভাবেই রান্নাঘর বা বেডরুম বা খাটের নীচে বা আলমারির কাছে রাখবেন না৷ এতে ফল বিপরীত হতে পারে৷ থমকে যেতে পারে সংসারের অর্থনৈতিক সমৃদ্ধি৷ হুহু করে বেরিয়ে যেতে পারে টাকা৷
*ধনতেরাসে নতুন ঝাড়ু কিনে আনার পরে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না৷ প্রথমে আগের ঝাড়ুকে পুজো করুন৷ তার পরে নতুন ঝাড়ুতে কুমকুম নিবেদন করুন৷ তারপরেই ব্যবহার শুরু করুন৷ (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ বাংলা নিশ্চিত করে না৷ এগুলি মেনে চলতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
*ধনতেরাসে নতুন ঝাড়ু কিনে আনার পরে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না৷ প্রথমে আগের ঝাড়ুকে পুজো করুন৷ তার পরে নতুন ঝাড়ুতে কুমকুম নিবেদন করুন৷ তারপরেই ব্যবহার শুরু করুন৷ (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ বাংলা নিশ্চিত করে না৷ এগুলি মেনে চলতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)

Dhanteras 2024: ধনতেরসে রুপোর কয়েন কিনবেন? বাজারে যাওয়ার আগে শহরের নামিদামী জুয়েলার্সগুলোতে কত দাম যাচ্ছে দেখে নিন

ধনতেরস মানেই সোনা-রুপোর কেনাকাটা। জুয়েলার্সের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। তিল ধারণের জায়গা নেই। কিন্তু সোনার যা দাম! তাছাড়া মূল্যবান ধাতু মানে শুধু সোনা-ই, বা ধনতেরসে শুধু সোনাই কিনতে হবে, এমন মাথার দিব্যি কেউ দেয়নি। রুপোও কেনা যায়। আর পকেটে রেস্ত কম থাকলে রুপোর কয়েন।

মঙ্গলবার, ২৯ অক্টোবর কলকাতায় ১ গ্রাম রুপোর দাম যাচ্ছে ৯৯ টাকা। ৮ গ্রামের দাম ৭৯২ টাকা। ১০ গ্রাম রুপো বিক্রি হচ্ছে ৯৯৯ টাকায়। ১০০ গ্রাম রুপোর দাম ৯,৯০০ টাকা। আর ১ কেজি রুপোর বাজারমূল্য ৯৯,০০০ টাকা। ধনতেরসে শহরের নামিদামী জুয়েলার্সরা রুপোর পসরা সাজিয়ে বসেছেন। এর মধ্যে রুপোর গয়না যেমন রয়েছে, তেমনই রয়েছে রুপোর কয়েনও।

আরও পড়ুন: ধনতেরসে সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ, মাত্র হাজার টাকায় ঘরে আনুন সোনা ! কোথায় মিলছে দেখুন

ভগবান গণেশ সিদ্ধির দেবতা। আর দেবী লক্ষ্মী সমৃদ্ধির প্রতীক। তাই ধনতেরসে লক্ষ্মী-গণেশের মূর্তি খোদাই করা কয়েন বিক্রি হচ্ছে ব্যাপক। শুধু দেবী লক্ষ্মী বা ভগবান গণেশের ছবি দেওয়া কয়েনও মিলবে। গ্রাহক যা চান, তাই। দাম কত? এখানে সেই তালিকাই দেওয়া হল। কেনাকাটার আগে চোখ বুলিয়ে নিলে সুবিধা হবে।

তানিষ্ক- এর রুপোর কয়েনের দরদাম: তানিষ্কে লোটাস সিলভার কয়েন বিক্রি হচ্ছে ৬৫০ টাকায় (৯৯৯কে)। ওজন ৫ গ্রাম। কয়েনের একদিনে পদ্মের পাপড়ির নকশা। অন্য দিকে, গোল সূর্যের ছটা। এই কয়েন কিনতে চাইলে https://www.tanishq.co.in/product/5-gm-999-lotus-silver-coin-802820zigaaa00.html?lang=en_IN#home – লিঙ্কে ক্লিক করতে পারেন।

এছাড়া চিরাচরিত লক্ষ্মী-গণেশের কয়েনও রয়েছে। ১০ গ্রামের বিশুদ্ধ রুপোর (৯৯৯) গণেশের ছবি দেওয়া কয়েনের দাম ১৩০০ টাকা। দেবী লক্ষ্মীর ছবি দেওয়া কয়েনেরও একই দাম। ১৩০০ টাকা। ওজন ১০ গ্রাম। আর লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া ১০ গ্রামের কয়েনের দামও ১৩০০ টাকা। গ্রাহক চাইলে https://www.tanishq.co.in/shop/tanishq-silver-coins লিঙ্কে ক্লিক করে এই কয়েন কিনতে পারেন।

আরও পড়ুন: নভেম্বর মাসে ব্যাঙ্কে ক’দিন ছুটি থাকবে? বাংলায় বন্ধ থাকবে কবে কবে? তালিকা প্রকাশ করল RBI

সেনকো গোল্ড: সেনকো-এর অফিসিয়াল ওয়েবসাইটে ৫০ এবং ১০০ গ্রামের রুপোর কয়েন রয়েছে। ৫০ গ্রামের খাঁটি রুপোর (৯৯৯) কয়েনের দাম ৫,৯২৩ টাকা। কয়েনের একদিকে ডাঁটি ও পাতা সহ গোলাপ ফুল খোদাই করা রয়েছে। অন্য দিকে, সেনকোর লোগো। ১০০ গ্রামের রুপোর কয়েনের দাম ১২,০৫১ টাকা। লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া ৫০ গ্রামের খাঁটি (৯৯৯) রুপোর কয়েন বিক্রি হচ্ছে ৫,৯২৩ টাকায়। ১০০ গ্রামের কয়েনের দাম ১২,০৫১ টাকা। গ্রাহক চাইলে https://sencogoldanddiamonds.com/jewellery/category/coin লিঙ্কে ক্লিক করে কেনাকাটা করতে পারেন।

রিহি পিসি চন্দ্র জুয়েলার্স: এখানে ৫ গ্রাম ওজনের লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া রুপোর কয়েনের দাম ৮১৭ টাকা। ১০ গ্রাম ওজনের কয়েনের দাম পড়ছে ১৪৪০ টাকা। গ্রাহক চাইলে https://rihisilver.com/collections/coins?srsltid=AfmBOorhhIZYzDh6Ucgj2Wl1VMJRqmefiL4AcfFjH0B7ee_C4wvBkyyW ক্লিক করে রুপোর কয়েন কিনতে পারেন।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে যে দাম পাওয়া গিয়েছে, এখানে তারই উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে জিএসটি এবং ট্যাক্সের হিসাব ধরা হয়নি। পরবর্তীকালে এই দাম বাড়তে বা কমতেও পারে। তাই কেনার আগে দাম এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ মূল্য যাচাই করে নেওয়া উচিত।

Dhanteras Astro Tips 2024: ধনতেরস থেকে ভাইফোঁটা, ৫ দিন ৫ কৌশল মেনে চললেই হবে না কোনও টাকার অভাব

দীপাবলির উৎসব শুরু হল এই বছরের মতো। এই সময় আমাদের দেশে দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য বিভিন্ন কৌশল এবং প্রতিকার অবলম্বন করে পূজা করা হয়। এতে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের আশীর্বাদ মেলে। দীপাবলির এই পবিত্র উৎসবটি ধনতেরস থেকে শুরু হয় যা আগামী ৫ দিন ধরে অর্থাৎ ভাইফোঁটার দিন পর্যন্ত চলে।
দীপাবলির উৎসব শুরু হল এই বছরের মতো। এই সময় আমাদের দেশে দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য বিভিন্ন কৌশল এবং প্রতিকার অবলম্বন করে পূজা করা হয়। এতে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের আশীর্বাদ মেলে। দীপাবলির এই পবিত্র উৎসবটি ধনতেরস থেকে শুরু হয় যা আগামী ৫ দিন ধরে অর্থাৎ ভাইফোঁটার দিন পর্যন্ত চলে।
এই ৫ দিনে দেবী লক্ষ্মীকে কিছু বিশেষ উপায় মেনে পূজা করা হলে, ব্যক্তির জীবনে ধন, সমৃদ্ধির অভাব হবে না। ব্যক্তির জীবনে মান-সম্মানের কোনও অভাব থাকবে না।
এই ৫ দিনে দেবী লক্ষ্মীকে কিছু বিশেষ উপায় মেনে পূজা করা হলে, ব্যক্তির জীবনে ধন, সমৃদ্ধির অভাব হবে না। ব্যক্তির জীবনে মান-সম্মানের কোনও অভাব থাকবে না।
তাহলে এবারে জেনে নেওয়া যাক এই ৫ দিনে দেবী লক্ষ্মীকে খুশি করতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাহলে এবারে জেনে নেওয়া যাক এই ৫ দিনে দেবী লক্ষ্মীকে খুশি করতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
তাহলে এবারে জেনে নেওয়া যাক এই ৫ দিনে দেবী লক্ষ্মীকে খুশি করতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
ধনতেরসকে দীপাবলির সূচনা হিসাবে বিবেচনা করা হয়, তাই এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করা হয় এবং এই দিনে নানা ধরনের জিনিস কেনা হয়। এই দিনে, দান, ধ্যান এবং নানা প্রতিকারের মতো বিশ্বাসগুলিকে খুব গুরুত্ব দেওয়া হয় যা একজন ব্যক্তির জীবনের জন্য প্রয়োজনীয় বলে ধরা হয়। তাই এই দিন থেকে এই বিশেষ কিছু নিয়ম এবং এবং প্রতিকারগুলি অবশ্যই পালন করা উচিত।
ধনতেরসকে দীপাবলির সূচনা হিসাবে বিবেচনা করা হয়, তাই এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করা হয় এবং এই দিনে নানা ধরনের জিনিস কেনা হয়। এই দিনে, দান, ধ্যান এবং নানা প্রতিকারের মতো বিশ্বাসগুলিকে খুব গুরুত্ব দেওয়া হয় যা একজন ব্যক্তির জীবনের জন্য প্রয়োজনীয় বলে ধরা হয়। তাই এই দিন থেকে এই বিশেষ কিছু নিয়ম এবং এবং প্রতিকারগুলি অবশ্যই পালন করা উচিত।
১. প্রদীপ এবং পয়সা: ধনতেরাসের সন্ধ্যায়, দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের কাছে একটি পৃথক প্রদীপ জ্বালাতে হবে এবং তাঁদের কাছে একটি পয়সা রাখতে হবে। এর পরে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের মন্ত্র জপ করে তাঁদের স্মরণ করতে হবে। পুজো শেষ হলে লাল কাপড়ে ওই টাকাটিকে বেঁধে নিজের নিরাপদ স্থানে রাখতে হবে। এতে সারা বছর টাকার অভাব হবে না।
১. প্রদীপ এবং পয়সা: ধনতেরাসের সন্ধ্যায়, দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের কাছে একটি পৃথক প্রদীপ জ্বালাতে হবে এবং তাঁদের কাছে একটি পয়সা রাখতে হবে। এর পরে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের মন্ত্র জপ করে তাঁদের স্মরণ করতে হবে। পুজো শেষ হলে লাল কাপড়ে ওই টাকাটিকে বেঁধে নিজের নিরাপদ স্থানে রাখতে হবে। এতে সারা বছর টাকার অভাব হবে না।
২. রূপার মুদ্রা এবং হলুদ: ধনতেরসের দিন দেবী লক্ষ্মীর সামনে একটি রূপার মুদ্রা ও এক টুকরো হলুদ নিবেদন করে পূজা করতে হবে। পূজা শেষ হওয়ার পর এটি নিরাপদ জায়গায় রাখতে হবে। এতে গৃহে সমৃদ্ধি আসবে এবং ধন-সম্পদ বৃদ্ধি পাবে।
২. রূপার মুদ্রা এবং হলুদ: ধনতেরসের দিন দেবী লক্ষ্মীর সামনে একটি রূপার মুদ্রা ও এক টুকরো হলুদ নিবেদন করে পূজা করতে হবে। পূজা শেষ হওয়ার পর এটি নিরাপদ জায়গায় রাখতে হবে। এতে গৃহে সমৃদ্ধি আসবে এবং ধন-সম্পদ বৃদ্ধি পাবে।
৩. কিন্নরের প্রার্থনা: ধনতেরস এবং দীপাবলির মধ্যে যে কোনও দিন, একজন কিন্নরের কাছে প্রার্থনা করে এবং যদি সম্ভব হয়, তার হাত থেকে একটি মুদ্রা বা টাকা নিতে হবে। এটিকে আমাদের পার্সে রাখা যেতে পারে। এতে আমাদের জীবনে কোনও অর্থের কোন অভাব হবে না এবং আমাদের খারাপ নজর থেকে রক্ষা করবে।
৩. কিন্নরের প্রার্থনা: ধনতেরস এবং দীপাবলির মধ্যে যে কোনও দিন, একজন কিন্নরের কাছে প্রার্থনা করে এবং যদি সম্ভব হয়, তার হাত থেকে একটি মুদ্রা বা টাকা নিতে হবে। এটিকে আমাদের পার্সে রাখা যেতে পারে। এতে আমাদের জীবনে কোনও অর্থের কোন অভাব হবে না এবং আমাদের খারাপ নজর থেকে রক্ষা করবে।
৪. কুবের যন্ত্র পূজা: ধনতেরসে, কুবের যন্ত্রের পূজা করে ‘ওম যক্ষে কুবেরায় বৈশ্রবায়, ধন-ধান্যাধিপতয়ে ধন-ধান্য সমৃদ্ধি মম দেহি দাপে স্বাহা’ মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। এতে ভগবান কুবের প্রসন্ন হবেন এবং আমাদের জীবনে কখনও অর্থের অভাব হবে না। ধনতেরস এবং দীপাবলি উভয় দিনেই কুবের যন্ত্রের পূজা করা উচিত।
৪. কুবের যন্ত্র পূজা: ধনতেরসে, কুবের যন্ত্রের পূজা করে ‘ওম যক্ষে কুবেরায় বৈশ্রবায়, ধন-ধান্যাধিপতয়ে ধন-ধান্য সমৃদ্ধি মম দেহি দাপে স্বাহা’ মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। এতে ভগবান কুবের প্রসন্ন হবেন এবং আমাদের জীবনে কখনও অর্থের অভাব হবে না। ধনতেরস এবং দীপাবলি উভয় দিনেই কুবের যন্ত্রের পূজা করা উচিত।
৫. মা লক্ষ্মীর শ্রী যন্ত্র: মা লক্ষ্মীর শ্রী যন্ত্রের পূজা করে এটি নিরাপদ স্থানে রাখতে হবে। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের জীবনে কখনও অর্থের অভাব হবে না, তাই দীপাবলির রাতে এই প্রতিকার করা উচিত।
৫. মা লক্ষ্মীর শ্রী যন্ত্র: মা লক্ষ্মীর শ্রী যন্ত্রের পূজা করে এটি নিরাপদ স্থানে রাখতে হবে। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের জীবনে কখনও অর্থের অভাব হবে না, তাই দীপাবলির রাতে এই প্রতিকার করা উচিত।

Cheapest Gold in Dhanteras: ধনতেরসে সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ, মাত্র হাজার টাকায় ঘরে আনুন সোনা ! কোথায় মিলছে দেখুন

এত সস্তা! হ্যাঁ, হাজার টাকা খরচ করলেই মিলছে সোনা। ধনতেরসের দিন মধ্যবিত্তের সোনায় সোহাগা। এমনই সুযোগ নিয়ে এসেছে Paytm। বেলা গড়ালেই জুয়েলার্সের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করবে। মাছি গলারও জায়গা থাকবে না। কিন্তু Paytm দিচ্ছে বাড়িতে বসেই সস্তায় সোনা কেনার সুযোগ।
এত সস্তা! হ্যাঁ, হাজার টাকা খরচ করলেই মিলছে সোনা। ধনতেরসের দিন মধ্যবিত্তের সোনায় সোহাগা। এমনই সুযোগ নিয়ে এসেছে Paytm। বেলা গড়ালেই জুয়েলার্সের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করবে। মাছি গলারও জায়গা থাকবে না। কিন্তু Paytm দিচ্ছে বাড়িতে বসেই সস্তায় সোনা কেনার সুযোগ।
ধনতেরসে সোনা কেনার রেওয়াজ বহু প্রাচীন। এই দিন হলুদ ধাতু বাড়িতে আনলে সুখ-সমৃদ্ধি আসে। এমনটাই বিশ্বাস। কিন্তু এ বছর দামের ছ্যাঁকায় প্রাণ ওষ্ঠাগত হওয়ার যোগাড়। ১০ গ্রাম সোনার দাম প্রায় ৮০ হাজার টাকা ছুঁইছুঁই। সোনা কেনার কথা ভাবলেই বুক কাঁপছিল অনেকের। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে অবতীর্ণ হল Paytm।
ধনতেরসে সোনা কেনার রেওয়াজ বহু প্রাচীন। এই দিন হলুদ ধাতু বাড়িতে আনলে সুখ-সমৃদ্ধি আসে। এমনটাই বিশ্বাস। কিন্তু এ বছর দামের ছ্যাঁকায় প্রাণ ওষ্ঠাগত হওয়ার যোগাড়। ১০ গ্রাম সোনার দাম প্রায় ৮০ হাজার টাকা ছুঁইছুঁই। সোনা কেনার কথা ভাবলেই বুক কাঁপছিল অনেকের। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে অবতীর্ণ হল Paytm।
Paytm-এ ১০০১ টাকায় সোনা: Paytm অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। আর্থিন লেনদেনের অ্যাপ। ধনতেরসে তারাই সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে। এর জন্য স্মার্টফোনে Paytm অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর অ্যাপ খুললেই আসবে ‘Buy Gold’ অপশন। ব্যস, অপশনে ক্লিক করে সামর্থ্য অনুযায়ী সোনা কিনতে পারবেন গ্রাহক।
Paytm-এ ১০০১ টাকায় সোনা: Paytm অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। আর্থিন লেনদেনের অ্যাপ। ধনতেরসে তারাই সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে। এর জন্য স্মার্টফোনে Paytm অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর অ্যাপ খুললেই আসবে ‘Buy Gold’ অপশন। ব্যস, অপশনে ক্লিক করে সামর্থ্য অনুযায়ী সোনা কিনতে পারবেন গ্রাহক।
এই অপশন থেকেই ১০০১ টাকায় সোনাও কেনা যাবে। হ্যাঁ, আশ্চর্য মনে হলেও সত্যি। ১০০১ টাকায় গ্রাহক পাবেন ০.১২৩৯ গ্রাম সোনা। তবে এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি দিতে হবে। সব মিলিয়ে খরচ পড়বে ১০৩১.০৪ টাকা। এর রসিদও মিলবে। অর্থাৎ গ্রাহক চাইলে পরবর্তীকালে এই সোনা বিক্রিও করতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আগামী দিনে দাম বাড়লে এই সোনার দামও বাড়বে। আর বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেই রেখেছেন, পরের বছর দীপাবলির সময় সোনার দাম বেড়ে ১ লাখ টাকা হতে পারে। তাহলে এদিনের ১০০১ টাকায় কেনা সোনা ফুলে ফেঁপে কোথায় পৌঁছবে একবার ভাবুন।
এই অপশন থেকেই ১০০১ টাকায় সোনাও কেনা যাবে। হ্যাঁ, আশ্চর্য মনে হলেও সত্যি। ১০০১ টাকায় গ্রাহক পাবেন ০.১২৩৯ গ্রাম সোনা। তবে এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি দিতে হবে। সব মিলিয়ে খরচ পড়বে ১০৩১.০৪ টাকা। এর রসিদও মিলবে। অর্থাৎ গ্রাহক চাইলে পরবর্তীকালে এই সোনা বিক্রিও করতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আগামী দিনে দাম বাড়লে এই সোনার দামও বাড়বে। আর বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেই রেখেছেন, পরের বছর দীপাবলির সময় সোনার দাম বেড়ে ১ লাখ টাকা হতে পারে। তাহলে এদিনের ১০০১ টাকায় কেনা সোনা ফুলে ফেঁপে কোথায় পৌঁছবে একবার ভাবুন।
এছাড়া রয়েছে MMTC-PAMP। LBMA স্বীকৃত সংস্থা হওয়ায় নিশ্চিন্তে কেনা যায়। ধনতেরসে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাই চোখ বন্ধ করে সস্তায় সোনা কিনতে পারেন গ্রাহক। খাঁটি এবং বিশুদ্ধ সোনা মিলবে একদম কম দামে। বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে এর জন্য ন্যূনতম ১ গ্রাম সোনা কেনা বাধ্যতামূলক।
এছাড়া রয়েছে MMTC-PAMP। LBMA স্বীকৃত সংস্থা হওয়ায় নিশ্চিন্তে কেনা যায়। ধনতেরসে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাই চোখ বন্ধ করে সস্তায় সোনা কিনতে পারেন গ্রাহক। খাঁটি এবং বিশুদ্ধ সোনা মিলবে একদম কম দামে। বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে এর জন্য ন্যূনতম ১ গ্রাম সোনা কেনা বাধ্যতামূলক।
ডিজিটাল সোনা কেনা সহজ। ব্যাঙ্ক, ডিজিটাল ওয়ালেট কিংবা ব্রোকারেজ সংস্থাগুলি ডালি সাজিয়ে বসে রয়েছে। কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমেও সোনা কেনাবেচা করা যায়। এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম তো রয়েছেই। সারা বছরই সোনা কেনাবেচা চলে। ধনতেরসে এখান থেকেও সোনার গয়না কিংবা মুদ্রা কিনতে পারেন গ্রাহক।
ডিজিটাল সোনা কেনা সহজ। ব্যাঙ্ক, ডিজিটাল ওয়ালেট কিংবা ব্রোকারেজ সংস্থাগুলি ডালি সাজিয়ে বসে রয়েছে। কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমেও সোনা কেনাবেচা করা যায়। এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম তো রয়েছেই। সারা বছরই সোনা কেনাবেচা চলে। ধনতেরসে এখান থেকেও সোনার গয়না কিংবা মুদ্রা কিনতে পারেন গ্রাহক।

Dhanteras Diya Rituals 2024: ধনতেরসে বাড়ির এই বিশেষ দিকে প্রদীপ জ্বালালেই সর্বনাশ! রাহুর কোপে লন্ডভন্ড হবে সংসার

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস। এ বছর ২৯ এবং ৩০ অক্টোবর দু’ দিন ধরে পড়েছে ধনতেরস। মূলত দীপাবলির অনুষ্ঠান শুরু হয় ধনতেরস দিয়ে। এই তিথিতে বগবান ধন্বন্তরি, দেবীলক্ষ্মীর পাশাপাশি পুজো করা হয় কুবেরদেবেরও।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস। এ বছর ২৯ এবং ৩০ অক্টোবর দু’ দিন ধরে পড়েছে ধনতেরস। মূলত দীপাবলির অনুষ্ঠান শুরু হয় ধনতেরস দিয়ে। এই তিথিতে বগবান ধন্বন্তরি, দেবীলক্ষ্মীর পাশাপাশি পুজো করা হয় কুবেরদেবেরও।

 

মনে করা হয় এই দিনে ধন্বন্তরির পুজো করলে অসুখ থেকে আরোগ্য মেলে। কুবের এবং দেবী লক্ষ্মীর আরাধনায় হয় অর্থপ্রাপ্তি। ধনতেরসে প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মতো প্রদীপ প্রজ্বলন করলে সংসারে সুখশান্তির অভাব থাকে না। বলছেন বাস্তু বিশেষজ্ঞ রাকেশ চতুর্বেদী।
মনে করা হয় এই দিনে ধন্বন্তরির পুজো করলে অসুখ থেকে আরোগ্য মেলে। কুবের এবং দেবী লক্ষ্মীর আরাধনায় হয় অর্থপ্রাপ্তি। ধনতেরসে প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মতো প্রদীপ প্রজ্বলন করলে সংসারে সুখশান্তির অভাব থাকে না। বলছেন বাস্তু বিশেষজ্ঞ রাকেশ চতুর্বেদী।

 

দৃকসিদ্ধ পঞ্জিকা মতে মঙ্গলবার ত্রয়োদশী শুরু হচ্ছে সকাল ১০.৩২ মিনিটে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি শুরু হচ্ছে সকাল ১০.৫৬ মিনিটে৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি থাকবে বুধবার, ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত।
দৃকসিদ্ধ পঞ্জিকা মতে মঙ্গলবার ত্রয়োদশী শুরু হচ্ছে সকাল ১০.৩২ মিনিটে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি শুরু হচ্ছে সকাল ১০.৫৬ মিনিটে৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি থাকবে বুধবার, ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত।

 

রাকেশ চতুর্বেদীর মতে এ বছর ভগবান ধন্বন্তরির পুজো করার শুভ সময় ২৯ অক্টোবর সন্ধ্যা ৬.৩১ মিনিট থেকে রাত ৮.১৩ মিনিট পর্যন্ত।
রাকেশ চতুর্বেদীর মতে এ বছর ভগবান ধন্বন্তরির পুজো করার শুভ সময় ২৯ অক্টোবর সন্ধ্যা ৬.৩১ মিনিট থেকে রাত ৮.১৩ মিনিট পর্যন্ত।

 

বাস্তুশাস্ত্র মতে ধনতেরসের দিন বাড়ির ইশান কোণে প্রদীপ জ্বালানো শুভ। এই কোণে দেবতার অধিষ্ঠান বলে মানা হয়।
বাস্তুশাস্ত্র মতে ধনতেরসের দিন বাড়ির ইশান কোণে প্রদীপ জ্বালানো শুভ। এই কোণে দেবতার অধিষ্ঠান বলে মানা হয়।

 

ধনতেরসে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির উত্তর দিশাতেও। মনে করা হয় এর ফলে সংসারে শ্রী এবং ধনসম্পদের অভাব হবে না।
ধনতেরসে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির উত্তর দিশাতেও। মনে করা হয় এর ফলে সংসারে শ্রী এবং ধনসম্পদের অভাব হবে না।

 

তবে ধনতেরসে ভুলেও বাড়ির পশ্চিম কোণে প্রদীপ প্রজ্বলন করবেন না। প্রচলিত বিশ্বাস, এই কোণে রাহুর বাস। তাই এই দিকে প্রদীপ দিলে তার অশুভ প্রভাব পড়বে সংসারে।
তবে ধনতেরসে ভুলেও বাড়ির পশ্চিম কোণে প্রদীপ প্রজ্বলন করবেন না। প্রচলিত বিশ্বাস, এই কোণে রাহুর বাস। তাই এই দিকে প্রদীপ দিলে তার অশুভ প্রভাব পড়বে সংসারে।