খেলা IND vs NZ 2nd Test: চা বিরতির আগেই পরপর উইকেট শিকার ভারতের, পুণেতে লড়াইয়ে ফিরছে টিম ইন্ডিয়া Gallery October 24, 2024 Bangla Digital Desk প্রথম সেশনের পর পুণেতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনেও হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে যেমন চা বিরতির আগেই ২০০ রানের গণ্ডি টপকে গিয়েছে নিউজিল্য়ান্ড। পাশাপাশি লাঞ্চের আগে ২ ও পরে ৩ উইকেট নিল টিম ইন্ডিয়া। (Photo Courtesy- AP) পুণেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিউইরা। ওপেনিং জুটিতে ৩২ ও দ্বিতীয় উইকেটে ৪৬ রানের পার্টনারশিপ হয়। ভারতের হয়ে প্রথম দুটি উইকেট সিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। (Photo Courtesy- AP) মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর কোনও উইকেট পড়েনি ব্ল্যাক ক্যাপসদের। ৪৭ রান করে অপরাজিত রয়েছেন ডেভন কনওয়ে ও ৫ রানে অপরাজিত রয়েছেন রাচিন রবীন্দ্র। লাঞ্চ পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ৯২ রানে ২ উইকেট। (Photo Courtesy- AP) লাঞ্চের পরই নিজের অর্ধশতরান পূরণ করেন ডেভন কনওয়ে। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন তিনি। রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে ৬২ রানের পার্টনারশিপও করেন কনওয়ে। এরপর ব্যক্তিগত ৭৬ রানে অশ্বিনের তৃতীয় শিকার হন কনওয়ে। (Photo Courtesy- AP) এরপর রাচিন রবীন্দ্রর সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান ড্যারিল মিচেল। ৫৯ রানের পার্টনারশিপ করেন দুজনে। দুশোর দোরগোড়ায় দলকে নিয়ে যান দুই কিউই তারকা। নিজের অর্ধশতরান পূরণ করেন রাচিন রবীন্দ্র। (Photo Courtesy- AP) চা বিরতির ঠিক আগে পরপর ২ উইকেট হারায় নিউজিল্যান্ড রাতিন রবীন্দ্র ৬৫ ও টম ব্লান্ডেল ৩ রান করে আউট হন। দুটি উইকেটই নেন ওয়াশিংটন সুন্দর। চা বিরতি পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ২০১ রানে ৫ উইকেট। ক্রিজে কোনও সেট ব্যাটার না থাকায় শেষ সেশনে দ্রুত নিউজিল্যান্ডকে অলআউট করার সুযোগ ভারতের। (Photo Courtesy- AP)