Nvidia AI Summit 2024 Highlights: ‘বিদ্যা, সরস্বতী, লক্ষ্মী’, Nvidia নামের ব্যাখ্যা দিলেন মুকেশ আম্বানি, শুনে শিশুর মতো উত্তেজিত হয়ে উঠলেন জেনসেন হুয়াং

মুম্বই: Nvidia নামের অর্থ কী? সরল ভাষায় বুঝিয়ে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ভারতীয় সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকা সেই অর্থ এতটাই মনে ধরল কোম্পানির সিইও জেনসেন হুয়াং-এর, যে তিনি আনন্দে চিৎকার করে ফেলেন আর কি!

মুম্বইয়ে চিপ প্রস্তুতকারক সংস্থা Nvidia-এর সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন মুকেশ আম্বানি। সেখানেই Nvidia নামের অর্থ প্রসঙ্গে মুকেশ আম্বানি বলেন, “হিন্দিতে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ রয়েছে বিদ্যা। এর মানে হল জ্ঞান।”

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের মুখ থেকে এতটা শুনেই উচ্ছ্বসিত হুয়াং বলে ওঠেন, ”আমি জানতাম। আগেই জানতাম। একদম ঠিকঠাক নাম রেখেছি কোম্পানির। কত লোকে আমায় বলেছে, একটা উদ্ভট নাম দিয়েছেন। এই কোম্পানি দাঁড় করাতে পারবেন না।”

আরও পড়ুনBank Dakati: ব্যাংক লকার থেকে উধাও লাখ লাখ টাকার সোনা রুপো, বিশ্বাস হচ্ছে না পরিবারের, কী করে সম্ভব!

স্মিত হেসে আম্বানি বলে চলেন, “বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন সরস্বতী। তাঁকে জ্ঞানের দেবীও বলা হয়। আপনি যখন জ্ঞানের দেবীর কাছে নিজেকে উৎসর্গ করবেন, তখন ভারতীয় পরম্পরা অনুযায়ী, সমৃদ্ধির দেবী লক্ষ্মী আপনাকে অনুসরণ করবেন।

এরপর জেনসেন হুয়াংকে উদ্দেশ্য করে আম্বানি বলেন, “সুতরাং আপনি যেটা করছেন সেটা হল জ্ঞানের বিপ্লব। এবং এটাকে ইন্টিলিজেন্স বিপ্লবে পরিণত করতে চাইছেন। এই কাজ গোটা বিশ্বেই সমৃদ্ধি নিয়ে আসবে।”

আলাপচারিতায় বেশ কিছু মজার মুহূর্তও উঠে আসে। পাশাপাশি ভারতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স অবকাঠামো তৈরিতে Nvidia-এর সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গাঁটছড়া বাঁধার ঘোষণাও করেন মুকেশ আম্বানি। তিনি বলেন, “আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের অন্যতম বড় বাজার হয়ে উঠতে চলেছে ভারত। দেশের যুবশক্তির হাতেই এআই-এর রাশ থাকবে। সেটাও দেশের বাজারের জন্য।”

আরও পড়ুনAnupam Kher-Kirron Kher Love Story: বন্ধুর স্ত্রী কিরণের সঙ্গে লুকিয়ে প্রেম! শান্ত অনুপম খেরের লাভ লাইফ বেশ রোমাঞ্চকর সিনেমার মতো

টেলিকম ইন্ডাস্ট্রিতে জিও-এর সাফল্যের কথাও এদিন তুলে ধরেন মুকেশ আম্বানি। পাশাপাশি ভবিষ্যতে গোটা বিশ্বের মধ্যে ভারত উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলেও আশাবাদী তিনি। ডিজিটাল সংযোগের ক্ষেত্রে ভারতের অবস্থানও ব্যাখ্যা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

মুকেশ আম্বানির কথায়, “ভারত খুব দ্রুত বিশ্বের উদ্ভাবনী কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন ছাড়া একমাত্র ভারতেরই সবচেয়ে ভাল ডিজিটাল সংযোগ পরিকাঠামো রয়েছে। জিও মাত্র ৮ বছরে ভারতকে বিশ্বের ১৫৮ নম্বর থেকে ১ নম্বরে নিয়ে গিয়েছে।”

আলাপচারিতার শেষে Nvidia-এর সিইও জেনসেন হুয়াং এবং দর্শকদের দীপাবলির শুভেচ্ছা জানান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করেন তিনি।