দেশ Super Cyclone: অভিশপ্ত অক্টোবর, ২৫ বছর আগে ঘূর্ণিঝড়ে ধস্ত হয় ওড়িশা, প্রাণ হারান ১০ হাজার মানুষ Gallery October 24, 2024 Bangla Digital Desk আবারও অক্টোবর মাস, আবারও এক ঘূর্ণিঝড়ের সামনে দাঁড়িয়ে ওড়িশা। ঠিক ২৫ বছর আগে এমনই এক অক্টোবর মাসে ওড়িশায় আছড়ে পড়েছিল ‘সুপার সাইক্লোন’। কয়েক ঘণ্টা ধরে রাজ্যজুড়ে ধ্বংসলীলা চালিয়েছিল ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়। ঝড় শেষে প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ওড়িশার বিশাল অংশ। প্রতীকী ছবি ২৫ বছর পর আবারও সেই অক্টোবরেই আরও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ফের আশঙ্কার প্রহর গুণছে ওড়িশা। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রতীকী ছবি আজ থেকে ২৫ বছর আগে, ১৯৯৯ সালে ২৯ অক্টোবরে ওড়িশায় আছড়ে পড়েছিল ‘সুপার সাইক্লোন’। মূলত, তাইল্যান্ড উপসাগরে নিম্নচাপ সৃষ্ট এক নিম্নচাপ থেকেই জন্ম নেয় এই ঘূর্ণিঝড়। প্রতীকী ছবি ২৪ অক্টোবর এই নিম্নচাপ শুরু হলেও, ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ২৯ অক্টোবর সকালে ওড়িশার পারাদ্বীপের দক্ষিণ পশ্চিমে জগৎসিংহপুর জেলা দিয়ে স্থলভাগে আছড়ে পড়ে। প্রতীকী ছবি এই ঝড়ের গতিপথে তছনচ হয়ে যায় বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, পুরী এবং গঞ্জাম। ওই এলাকাগুলি দিয়ে ঘণ্টায় ২৬০ কিমি বেগে প্রবল ঝড় বয়ে যায়। পাশাপাশি টানা তিনদিন ধরে অতি প্রবল বৃষ্টি হয় ওড়িশা জুড়ে। প্রতীকী ছবি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ‘সুপার সাইক্লোন’-এর দাপটে ওড়িশায় প্রাণ হারিয়েছিলেন দশ হাজার মানুষ। প্রতীকী ছবি তবে এর মধ্যে জগৎসিংহপুরের প্রাণহানির সংখ্যা ছিল না। বেসরকারি মতে, ওড়িশায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছিল। প্রতীকী ছবি শুধুমাত্র জগৎসিংহপুরে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। দশ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়েছিলেন। দীর্ঘ কয়েক মাস অস্থায়ী ত্রাণ শিবিরে ছিলেন তাঁরা।মোট ৩৩ লক্ষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রায় সাড়ে সাত লক্ষ বাড়ি পুরোপুরি ধসে পড়েছিল। মৃত্যু হয়েছিল কয়েক লক্ষ গবাদিপশুর। প্রতীকী ছবি