লাইফস্টাইল বাড়ির জলের ট্যাঙ্কে ফেলে রাখুন এই গাছের ডালের এক টুকরো! বছরের পর জল থাকবে পরিষ্কার Gallery October 24, 2024 Bangla Digital Desk আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ নগেন্দ্র শর্মা বলছেন, জলের ট্যাঙ্কে এই গাছের ডালের এক টুকরো ফেলে রাখলে শ্যাওলা জন্মাবে না এবং জল পচে যাবে না। ট্যাঙ্কের জল দীর্ঘদিন ভাল থাকবে। জাম গাছের এখ টুকরো ডাল তিনি ফেলে রাখতে বলছেন ছাদের উপরে থাকা ট্যাঙ্কের জলে। প্রাচীনকালে কোনও এলাকায় কুয়ো খননের পর জলে ফেলে রাখা হত জাম গাছের ডালের টুকরো। ভিটামিন সি এবং আয়রন সমৃদ্ধ জাম শুধুমাত্র শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় না বরং পেটের ব্যথা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, আমাশা এবং হজমের আরও অনেক সমস্যা নিরাময়েও বেশ উপকারী। জামের পাতায় রয়েছে অ্যান্টি-ডায়াবেটিক গুণ, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। জাম গাছের এক টুকরো ডাল বাড়িতে নিয়ে আসুন। তার পর সেটিকে ভাল করে পরিষ্কার করে ফেলে রাখুন বাড়ির ট্যাঙ্কের জলে। তাতে দীর্ঘদিন ট্যাঙ্কের জল ভাল থাকবে। অনেকে দাবি করেন, জাম গাছের ডাল ট্যাঙ্কের জলে থাকলে টিডিএস ব্যালান্স ঠিকঠাক থাকে। এমনকী ট্যাঙ্কের গায়ে শ্যাওলা জন্মায় না।