কলকাতা: দানা আশঙ্কায় প্রহর গুণছে বাংলা। সময়ের সঙ্গে দানার শক্তিবৃদ্ধি দেখে বাড়ছে ভয়ও। শক্তিশালী এই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ওড়িশার পাশাপাশি দানার আক্রমণ প্রতিহত করতে তৎপর পশ্চিমবঙ্গ সরকারও। ঘূর্ণিঝড়ের খবর পেয়েই জেলায় জেলায় দেখা গিয়েছিল প্রশাসনিক কর্তাদের তৎপরতা। এছাড়াও ২৪ তারিখ মন্ত্রীসভার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, ওই বৈঠকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তোমরা যে যার এলাকায় ফিরে যাও। দুদিন খুব বৃষ্টি হবে।
নিজের এলাকায় উদ্ধার কার্যে সাহায্য করবে। মানুষের পাশে থাকবে। কোন প্রয়োজন হলে মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করবে। মানুষ যাতে সব ত্রাণ পরিষেবা পায় সেটা নিশ্চিত করতে হবে।”
আরও পড়ুন: মধ্যরাতেই ঝাঁপাবে ঘূর্ণিঝড়, নবান্নে চালু হল কন্ট্রোল রুম, শিগগিরই নোট করুন নম্বর
এছাড়াও দানা নিয়ে বৃহস্পতিবার দুপুরেই, সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই তিনি সাফ জানিয়েছেন, ”দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত। রাজ্য ও জেলা স্তরে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে।”
আরও পড়ুন: রাতে নবান্নেই থাকবেন মমতা, ‘কেউ প্যানিক করবেন না..’ রাজ্যবাসীকে বার্তা
এছাড়াও তিনি জানান, ঝড়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব, ডিজি, হোম সেক্রেটারি, সিপি এবং সমস্ত ডিএম, এসপিদের নিয়ে বৈঠক করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজনদেরও জানানো হয়েছে।
ইতিমধ্যেই নবান্নে সর্বক্ষণের হেল্পলাইন চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। নবান্নের হেল্পলাইন নম্বর (০৩৩) ২২১৪৩৫২৬। পাশাপাশি জেলাগুলিতেও চালু করা হয়েছে হেল্পলাইন।
আজ গোটা রাত জেগে তিনি নিজে নবান্ন থেকে নজরদারি করবেন বলেও জানান এই বৈঠক থেকে।