দেশ Viral Photo: পাইলসের ব্যথায় ছুটির দরখাস্ত, প্রমাণ চাইলেন ম্যানেজার, পশ্চাদ্দেশের ছবি তুলে পাঠালেন কর্মী! ফোটো ভাইরাল… Gallery October 24, 2024 Bangla Digital Desk পাইলসের সমস্যায় জেরবার কর্মী৷ ভুগছিলেন বেশ কয়েকদিন৷ ঠিক মতো দাঁড়াতে পারছেন না৷ এমনই দাবি৷ বিষয়টি জানিয়ে অফিসে ছুটির জন্য দরখাস্ত করেন৷ কিন্তু ছুটি দিতে গিয়ে তাঁর শারীরিক সমস্যার তথ্য চান উর্ধ্বতন কর্তৃপক্ষ৷ তাতে কিছুটা সমস্যায় পড়েন তিনি৷ প্রমাণ হিসেবে কী কাগজপত্র জমা দেবেন বুঝতে না পেরে সরাসরি নিজের মলদ্বারের ছবি তুলে পাঠিয়ে দেন কর্মচারী৷ আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একেবারে বিপাকে পড়েছেন ওই ব্যক্তি৷ সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে খবরটি। সোশ্যাল মিডিয়া রেডিটের একটি পোস্ট ঘিরে হইচই পড়ে গিয়েছে। পাইলস বা অর্শ এক ধরনের রোগ যাতে মলদ্বারে কিছু জায়গা ফুলে ওঠে, সঙ্গে টনটনে ব্যথাও হয়৷ বিশেষ করে মলত্যাগের সময় কষ্ট দ্বিগুণ হয়৷ এমনকী রক্তপাতও হয় কিছু ক্ষেত্রে৷ তবে গোপন জায়গায় এই রোগের বিষয় সরাসরি কথা বলতে অনেকে স্বচ্ছন্দবোধ করেন না৷ তবে এতে কষ্ট তো আর কমে না৷ দাঁড়িয়ে থাকতে বা অনেকক্ষণ বসে থাকতে অসুবিধা হয়৷ এক্ষেত্রেও এমন হয়েছিল বলে দাবি করেন এই ব্যক্তি৷ ফলে তাঁর ছুটির প্রয়োজন ছিল৷ এবং ছুটি পেতে এতটাই মরিয়া ছিলেন তিনি যে এভাবে ছবিও পাঠিয়ে দেন৷ কিন্তু এখন তাঁর আশঙ্কা যে এই ছবির ফলে তিনি সমস্যায় পড়তে পারেন৷ তিনি নিজেই জানতে চেয়েছেন যে তাঁর ম্যানেজার কি এই ছবি নিয়ে সংস্থার নিয়োগ বিভাগ বা পুলিশে অভিযোগ জানাতে পারেন? এই পোস্টটি সকলের নজর কেড়েছে৷