কলকাতা: দানার আতঙ্কে তটস্থ বাংলা। রাজ্যের ৯ জেলায় ঘূর্ণিঝড়ের প্রকোপ পড়ার সম্ভাবনা। কলকাতাতেও পড়বে দানার প্রভাব। আবহাওয়া বিদদের অনুমান ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে, বৃষ্টি হলেই শহরবাসীর চিন্তা বাড়ে রাস্তার পরিস্থিতি নিয়ে। রাস্তায় জল জমে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। তবে, মেয়র ফিরহাদ হাকিম জানালেন, ‘ রাস্তায় জল জমার সম্ভাবনা নেই’।
‘দানা’ মোকাবিলায় কলকাতা পুরসভার বিশেষ কন্ট্রোল রুমে মেয়র ফিরহাদ হাকিম। এদিন কলকাতা পুরসভার মেয়র জানালেন, ‘‘পরিস্থিতি যাই হোক কলকাতা পৌরসভা তৈরি জল জমার সম্ভাবনা নেই। আমফান থেকে শিক্ষা নিয়েছি। অ্যাবনরমাল সিচুয়েশন না হলে মানুষের ভোগান্তি হবে না।’’
আরও পড়ুন: ক্রমেই ল্যান্ডফলের দিকে এগোচ্ছে ‘দানা’? আছড়ে পড়ার পর কত হবে ঝড়ের বেগ? বড় আপডেট জানুন
ইতিমধ্যেই ‘দানা’ মোকাবিলায় সমস্ত পুর কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভার বিশেষ কন্ট্রোলরুমে তিন সিফটে দিনরাত এক করে কাজ করছেন কর্মীরা।
প্রসঙ্গত, আজ কলকাতা পুরসভার এই কন্ট্রোল রুমে রাত্রিবাস করবেন মেয়র। রাত্রিবাসের মাধ্যমে গোটা কলকাতা শহরের ওপর নজর রাখবেন মহানাগরিক ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই ‘দানা’ মোকাবিলায় সমস্ত পুর কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভার বিশেষ কন্ট্রোলরুমে তিন শিফটে দিনরাত এক করে কাজ করছেন কর্মীরা।
এই কন্ট্রোলরুমে একদিকে যেমন ‘দানা’র গতিবিধির উপর আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্রে নজর রাখা হচ্ছে, পাশাপাশি সিসিটিভির বড় ডিসপ্লে বোর্ডের মাধ্যমে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ রাস্তার ওপরেও নজরদারি চালানো হচ্ছে।
‘দানা’র প্রভাবে অতি ভারী বৃষ্টিতে জল জমা, রাস্তায় গাছ পড়ে যাওয়া বা কোনও রকম ক্ষয়ক্ষতি হলে যাতে তড়িঘড়ি সমস্যার সমাধান করা যায় সে কারণেই কন্ট্রোল রুমের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। কন্ট্রোল রুমে নিজে মেয়র ফিরহাদ হাকিম উপস্থিত থেকে গোটা বিষয়টি তদারকি করছেন।