Dengue: অসময়ের বৃষ্টি হল কাল, চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, একশোর গণ্ডি ছাড়িয়েছে আক্রান্ত!

দক্ষিণ দিনাজপুর : ফের ডেঙ্গির বাড় বাড়ন্ত দক্ষিণ দিনাজপুরে। জেলায় ক্রমশ ডেঙ্গির সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। জেলা জুড়ে একশোর গণ্ডি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। স্বাভাবিকভাবে বর্ষার এই মরশুমে চিন্তায় স্বাস্থ্য বিভাগ। পুজোর সপ্তাহে ৬২ জন ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে, এবং বর্তমানে জেলাজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৭০ এ পৌঁছেছে।

মূলত বর্ষার কারণেই আগষ্ট মাসের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর উদ্বেগ প্রকাশ করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্তা।বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর এলাকায় মশাবাহিত ভাইরাল রোগে আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন। তাদের এখনও চিকিস্যা চলছে। আশাকর্মী ও স্থানীয় পঞ্চায়েতের তরফে তাদের দেখভালের পাশাপাশি এলাকায় সচেতনতা চালানো হচ্ছে।

আরও পড়ুনDiwali 2024: দীপাবলিতে কোন ধরনের প্রদীপ বাড়িতে লাগাবেন? বাস্তু মত জানুন, জ্বলবে ভাগ্যের সলতে

মূলত নিকাশি নালা এবং আবর্জনা পরিষ্কার, মশা নিরোধক ওষুধ ব্যবহারের উপর জোর দিচ্ছে স্থানীয় প্রশাসন। মশার কামড় রুখতে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে থেকেই ডেঙ্গি সংক্রমণ বাড়ছিল। তবে পুজোর সময় উৎসবের আমেজে জ্বর বা সর্দি-কাশি উপেক্ষা করায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। পুজোর পর বালুরঘাটের চিঙ্গিসপুর পঞ্চায়েতের কিসমত রামকৃষ্ণপুর ও শিয়ালা গ্রামে ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি। এই দুই গ্রামে ইতিমধ্যে ৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে, এবং অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সুস্মিতা গোস্বামী