তীব্র গতিতে এগোচ্ছে দানা! পারাদ্বীপ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে, ঠিক কখন হবে ল‍্যান্ডফল? ‘ঝড়ের গতির’ কী আপডেট দিল হাওয়া অফিস?

Cyclone Dana Update: তীব্র গতিতে এগোচ্ছে দানা! পারাদ্বীপ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে, ঠিক কখন হবে ল‍্যান্ডফল? ‘ঝড়ের গতির’ কী আপডেট দিল হাওয়া অফিস?

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে দানা। শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম "দানা" ল‍্যান্ডফলের দিকে এগিয়ে এসেছে আরও খানিকটা।

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে দানা। শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম “দানা” ল‍্যান্ডফলের দিকে এগিয়ে এসেছে আরও খানিকটা।
তীব্র শক্তিশালী বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানার এই মুহূর্তে অবস্থান কোথায়? ল‍্যান্ডফল হবে ঠিক কখন? কলকাতায় প্রবেশের সময় কত হতে পারে গতিবেগ? জেনে নিন নয়া আপডেটে কী কী জানাল আবহাওয়া দফতর।

তীব্র শক্তিশালী বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানার এই মুহূর্তে অবস্থান কোথায়? ল‍্যান্ডফল হবে ঠিক কখন? কলকাতায় প্রবেশের সময় কত হতে পারে গতিবেগ? জেনে নিন নয়া আপডেটে কী কী জানাল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড় দানার এই মুহূর্তে অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ১৯.৯৫ উত্তর ল‍্যাটিচিউড এবং ৮৭.৩৫ পূর্ব লঙ্গিচিউড। স্থলভাগ থেকে ঠিক কতটা দূরে রয়েছে ঘূর্ণিঝড়?
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড় দানার এই মুহূর্তে অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ১৯.৯৫ উত্তর ল‍্যাটিচিউড এবং ৮৭.৩৫ পূর্ব লঙ্গিচিউড। স্থলভাগ থেকে ঠিক কতটা দূরে রয়েছে ঘূর্ণিঝড়?
হাওয়া অফিস সূত্রে খবর, পারাদ্বীপ থেকে রাত ৯ টা নাগাদ ৮০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সাইক্লোন ডানা। পারাদ্বীপের পাশাপাশি ধামারা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক। 
সাগরদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা।
হাওয়া অফিস সূত্রে খবর, পারাদ্বীপ থেকে রাত ৯ টা নাগাদ ৮০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সাইক্লোন ডানা।পারাদ্বীপের পাশাপাশি ধামারা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক। সাগরদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা।
ক্রমশ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা৷ আবহাওয়াবিদদের অনুমান, বৃহস্পতিবার মধ‍্যরাত থেকে শুক্রবার সকালের মধ‍্যেই ল‍্যান্ডফল করবে ঘূর্ণিঝড় দানা। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১২০ কিঃমিঃ প্রতি ঘন্টায়।
ক্রমশ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা৷ আবহাওয়াবিদদের অনুমান, বৃহস্পতিবার মধ‍্যরাত থেকে শুক্রবার সকালের মধ‍্যেই ল‍্যান্ডফল করবে ঘূর্ণিঝড় দানা। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১২০ কিঃমিঃ প্রতি ঘন্টায়।
উত্তর পশ্চিমবঙ্গোসাগরে এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড় দানার ঘূর্নায়মান গতিবেগ ১১০ থেকে ১১৫ কিলোমিটার সর্বোচ্চ ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। মধ্য রাতের আগে স্থলভাগের কাছাকাছি এসে এর গতিবেগ কমে সর্বোচ্চ ১২০ কিলোমিটার হবে।
উত্তর পশ্চিমবঙ্গোসাগরে এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড় দানার ঘূর্নায়মান গতিবেগ ১১০ থেকে ১১৫ কিলোমিটার সর্বোচ্চ ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। মধ্য রাতের আগে স্থলভাগের কাছাকাছি এসে এর গতিবেগ কমে সর্বোচ্চ ১২০ কিলোমিটার হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়বে৷ বৃহস্পতিবার ও শুক্রবার ভারী, অতি ভারী থেকে শুরু করে অত্যন্ত ভারী বর্ষণ হতে পারে কিছু জেলায়৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়বে৷ বৃহস্পতিবার ও শুক্রবার ভারী, অতি ভারী থেকে শুরু করে অত্যন্ত ভারী বর্ষণ হতে পারে কিছু জেলায়৷
বাংলায় ঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে৷ প্রায় ওড়িশার মতোই হবে সেখানে ঝড়ের গতিবেগ৷ পাশাপাশি ঝড়ের প্রভাব থাকবে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় অংশ এবং পশ্চিম মেদিনীপুরে৷ এই তিন জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা অত্যন্ত ভারী বর্ষণ হতে পারে৷
বাংলায় ঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে৷ প্রায় ওড়িশার মতোই হবে সেখানে ঝড়ের গতিবেগ৷ পাশাপাশি ঝড়ের প্রভাব থাকবে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় অংশ এবং পশ্চিম মেদিনীপুরে৷ এই তিন জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা অত্যন্ত ভারী বর্ষণ হতে পারে৷